নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

মাজার পূজারীদের প্রতি আমার কিছু প্রশ্নঃ-

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৫

পৃথীবির শ্রেষ্ঠ মহামানব কে?

-অবশ্যই হজরত মুহাম্মদ (সঃ)

-মদিনায় অবস্থিত হজরত মুহাম্মদ (সঃ) এর রউজা মুবারকে কারো সিজদা করার অনুমতি আছে?

-হজরত মুহাম্মদ (সঃ) এর রউজা মুবারকে কি গরু,ছাগল জবাই করে বিরিয়ানি খাওয়ানো হয়?

-হজরত মুহাম্মদ (সঃ) এর রউজা মুবারকে কি দানবাক্স বসিয়ে টাকা তোলা হয়?!

-হজরত মুহাম্মদ (সঃ) এর রউজা মুবারকে কি কেও ঢোল- তবলা নিয়ে গান করে?

-হজরত মুহাম্মদ (সঃ) এর রউজা মুবারকে কি পুরুষ- মহিলা একত্রে প্রবেশ করে?

-হজরত মুহাম্মদ (সঃ) এর রউজা মুবারকে কি ওরশ হয়?

-হজরত মুহাম্মদ (সঃ) এর রউজা মুবারকে কি কেও মোমবাতি জ্বালায়?



---এই সব গুলো প্রশ্নের এক কথায় জবাব হল ''না''



পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব,আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার রউজা মুবারকে যে জায়গায় এসব হয়না, সেখানে আপনারা রাস্তার মোড়ে মোড়ে মাজার বসিয়ে এসব কোন যুক্তিতে করেন।

মহানবী (সঃ) এর রউজাতেই এসব বিদায়াত-শিরক করার অনুমতি নেই, সেখানে আপনারা কিভাবে করেন? কোন যুক্তিতে? কোন শরীয়াতের অধীনে? এসব বিদায়াতি কাজ করার পরেও নিজেদের মুসলিম দাবী করেন আবার কোন মুখে?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.