নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বন্ধু সমগ্র

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫২

এত দিন ধরে ফেসবুকে রয়েছি আমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে এই মাধ্যমে বন্ধুত্বও হয়েছে।

ফেসবুকে আমাদের নানা কিসিমের বন্ধুদের একটু ধরন বের করার চেষ্টা করেই দেখা যাক । আসুন দেখে নেই তাদের কিছু প্রকারভেদঃ

# সাইলেন্ট বন্ধুঃ এরা কোন এক কালে আপনার আইডিতে এড হয়েছিলো। এরপর এদের উপস্থিতি শুধু টের পান, তাদের জন্মদিনের দিন। কিছু কিছু মানুষ যে আপনার আইডিতে আছেন, তাহা উনাদের জন্মদিন না আসলে জানাই হতো না আপনার...

# সুন্দরী বন্ধুঃ যাদের কাজই হল দিনে ১০ বার প্রোফাইলের ছবি পরিবর্তন করা।

# ট্যাগ/পোক বন্ধুঃ ইনারা কিছু লিখলেই বা ছবি পোস্ট করলেও ট্যাগ করেন।

# প্রেমিক বন্ধুঃ এই বন্ধুদের কাজই হল প্রতিদিন কবিতা লেখা, প্রেমময় গল্প শেয়ার করা সর্বোপরি আত্মহত্যার হুমকি দিয়ে পোষ্ট দেওয়া, "কি হবে বেঁচে থেকে তোমাকেই যদি না পেলাম" এইধরনের বক্তব্য দেওয়া।

# দেবদাস বন্ধুঃ “রাজ্যের যত দুঃখ, সবই তাহাদের তরে”- এদের বিরহমাখা স্ট্যাটাস দেখলে কঠিন পাষাণের মনও গলে যাবে, শুধু নাকি আপু সমাজের মন গলে না .

# বন্ধুঃ এরা নানাজনের ওয়ালে খালি পোস্ট করে বেড়ায়। “ei tumi kemon aco?? Amake ekdom vule geco” কিংবা “ami icecreme kacci, tmk dibo na..” টাইপের পোস্ট করে। সম্ভবত, ম্যাসেজ নামের অপশানটার খবর ইনাদের জানা নেই !!

# লুল বন্ধুঃ সাধারনত ইনবক্সে এদের প্রতিভার সাক্ষাত মিলে। এরা অনেকে গর্বের সাথে বলে, “ব্যাটা, মেয়ে পটানো কোন ব্যাপার?? মেয়ের চোখে দিকে তাকাইলে পেটে বাচ্চা চইলা আইবো”...পুরা ভয়ঙ্কর টাইপের বন্ধু আর কি !!

# সেলিব্রেটি বন্ধুঃ “ভাই তুমার নাম কি?- স্ট্যাটাসের লাইকে পরিচয়”। বেশি কিছু বলা দরকার নাই ইনাদের সম্পর্কে...

# enemy বন্ধুঃ এরা কোন কষ্মিকালেও আপনার কোন স্ট্যাটাসে লাইক কিংবা কমেন্ট দিয়ে মতামত জানিয়েছিলো কিনা, আপনি বলতে পারবেন না। কিন্তু আপনার স্ট্যাটাসে আপনাকে হেয় করা কোন কমেন্টে দেখবেন ইনারা কষে লাইক দিয়েছে, এবং সেটা রেগুলার ঘটে ।।

# খেলোয়াড় বন্ধুঃ ইনারা সম্ভবত ফেসবুক আইডী খুলেই তাদের খেলোয়াড় স্বত্বার পরিচয় দিতে। যেই হারে গেম রিকোয়েস্ট পাঠায় , মাঝে মাঝে মনডা কয়, কেন্ডি “তোরে পাইলে মাইরালামু” “কাইট্টালামু” “খালি fb দেইখা বাইচা গেলি,

# “এড মি” বন্ধুঃ অভিশাপ দিলাম, মরনের কালে এরা “এড মি- এড মি” করতে করতে মরবো... হুহ।

# Fake friends: এদের সবাই চিনেন। এদের হিজড়া বলে ডাকে।

# চোর বন্ধুঃ এরা অনন্য প্রতিভাধর। আপনি স্ট্যাটাস আপডেট দেওয়ার মিনিট খানেকের মধ্যে কপি করে নিজের ওয়ালে/ পেজে চালিয়ে দেওয়ার অসাধারন গুন নিয়ে এরা জন্মায় তাও কোন ধরনের curtsy না দিয়ে । যদি চোরকে চুর বলিয়া ডাকেন, তবে আপনাকেই বলবে, “এই লেখা যে আপনি লিখছেন, তার প্রমান কি?”

# ফটোগ্রাফার বন্ধুঃ এদের কাজই হল প্রতিদিন ছবি তোলা আর পোষ্ট করা, ২ দিন পর পর অমক ফটোগ্রাফি নামক পেজ শেয়ার করা।

# রাজনীতিবিদ বন্ধুঃ এদের কাজ হল বিভিন্ন রাজনৈতিক পেজ শেয়ার করা, নেতার বক্তব্য শেয়ার করা।

#বিজ্ঞাপন দাতা বন্ধু, কিপটা বন্ধু, দয়ালু বন্ধু, উপকারী বন্ধু, ডাক্তার বন্ধু, আইনজীবী বন্ধু, মেকানিক বন্ধু ইত্যাদি।

... আরো কিছু টাইপ ক্রমান্বয়ে এডিট করে বাড়ানো হবে .. আপনারা যারা কোন প্রকারভেদে পড়েন নাই, তারা আশাহত হবেন ন৷ ৷ আপনার৷ লগইন এ আছেন ৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল বিশ্লেষণ।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩১

অগ্নি সারথি বলেছেন: ভালু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.