নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ঢাবি ভর্তি পরীক্ষায় ফেলের ছড়াছড়ি চিন্তার বিষয় কি?

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১০

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 'খ ' ইউনিটে ফেলের হার 90.45%। পাসের হার 9.55%।

'ক ' ইউনিটে ফেলের হার 78.5%। পাসের হার 21.5%।

'গ ' ইউনিটে ফেলের হার 79.5%। পাসের হার 20.5%।

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অনেক ভালো ফলাফল দেখা গেলেও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেই হোচট খাচ্ছে এই শিক্ষার্থীরা। নূন্যতম পাশ নাম্বার (৪০%) ও পাচ্ছেনা অধিক সংখ্যক পরীক্ষার্থী।

এটা কি খুব গুরুতর কোনো চিন্তার বিষয়?

মোটেই না।

এত চিন্তা করার কিছু নেই। সরকারের একটা উদ্যোগ নেয়ার আছে। সরকার বলতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা -পদ্ধতি ঠিক নেই। প্রশ্ন কঠিন করে ছাত্রছাত্রীদের ফেল করিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। এখন থেকে কাউকে ফেল করানো যাবে না। যাদের ফেল করানো হয়েছে, তাদের সবাইকে পাস করিয়ে দিতে হবে। একটা নির্দেশনা জারি করতে পারেন, সংসদে আইন পাসও করিয়ে নিতে পারেন।

এর পক্ষে কান্নাকাটি করে সভা -সমাবেশ করার কাজে নেমে যেতে পারেন, তথাকথিত সৎ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩০

সুমন কর বলেছেন: অাজ-কালের মধ্যে এটি অামার কাছে সবচেয়ে দারুন সংবাদ। খুব খুশি হলাম। অামরা যখন পড়াশুনা করতাম, তখন ২/৩ নম্বরের জন্য ফেল করতো অার এখন শুনি ১০ নম্বর গ্রেস এবং ভুল হলেও নম্বর দিতে হয়। অামাদের দেশ থেকে শিক্ষা ব্যবস্থা তুলে দিলেই ভাল হয়। কারণ এখন সবাই বাংলা, ইংরেজিতে ৮০+ নম্বর পায়। বাকিগুলোতে অার বেশী!!! সুতরাং পরীক্ষা নিয়ে শুধুশুধু সময় + টাকা নষ্ট।

যেভাবে সরকার পাশ করাচ্ছে, তাতে অাপনি যা বলেছেন সেটা সত্য হতেও পারে !!!
কবে জানি পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে অামাদের শিক্ষামন্ত্রীর কাল হাত পরে!! অামাদেরকে কেউ বাচাও !!!!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: যেন শিক্ষা মন্ত্রীর কাল হাত থেকে বিশ্ববিদ্যালয় গুলো রক্ষা পায় স্রষ্টার কাছে সেই প্রার্থনা করি।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

সুমন কর বলেছেন: ১ম লাইক দিলাম এবং হাজারো লাইক থাকলেও দিতাম।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৫

মোস্তফা কামাল পলাশ বলেছেন: প্রবাদে আছে "কোন জাতিকে ধ্বংস করতে চাইলে তার শিক্ষা ব্যবস্হাকে ধ্বংস করে দাও"

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:২৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তেমনই অবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.