নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল মাতৃত্ব !!!!!!

২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭


আধুনিক মায়েরা.....................
১. বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হবে তাই এরা আগেভাগেই ডিজিটাল
পদ্ধতিতে পেট কেটে বাচ্চা বের করে।
২. ফিগারের সাইজ নষ্ট হয়ে যাবে তাই এরা বাচ্চাকে বুকের দুধ
না খাইয়ে বাজার থেকে কেনা দুধ খাওয়ায়।
৩. শরীরে যেন বাচ্চার প্রসাব পায়খানা নালাগে তার জন্য সবসময়
বাচ্চাকে কি যেন একটা পড়িয়ে রাখে।
৪. বাচ্চার যত্ন নিতে কষ্ট হয় তাই বাচ্চাকে লালন পালন করার জন্য
আলাদাভাবে কাজের বুয়া রাখে। অনেক সময় বাচ্চা তো বুয়াকেই
মা ডাকা শুরু করে।
৫. রাতে বিছানা যেন নষ্ট না করে এবং স্বামীর সাথে ঘুমাতে কোন সমস্যা না হয় এজন্য বাচ্চাকে বিছানায় না রেখে পাশে দোলনায় রেখে দেয়।
এই সিস্টেমগুলো কিন্তু আমাদের ছোট সময় ছিল না বললেই চলে কিন্তু
একবিংশ শতাব্দীতে এসে এই সিস্টেমগুলো প্রচন্ড হারে বৃদ্ধি পেয়েছে।
এর ফলে যে সমস্যাটা হচ্ছে তা হলো,
সন্তানের প্রতি মায়ের যে ভালবাসা এবং মায়ের প্রতি সন্তানের
যে ভালবাসা সেটা দিন দিন প্রচন্ড হারে হ্রাস পাচ্ছে। একটু আশেপাশে তাকালেই এর সত্যতা দেখতে পাবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

এমএম মিন্টু বলেছেন: সেই মাতা পিতার অবস্থা কি হবে শেষে বিদ্ধাআশ্রম

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১১

অপূর্ণ রায়হান বলেছেন: ১) স্বাভাবিক ডেলিভারি না হলে আর কি কোন উপায় থাকে ?
২) এটা মোটেও ঠিক না । এটা সমর্থন করি না ।
৩) ডাইপার সবসময় ব্যাবহার করলে ভালোর চেয়ে মন্দই বেশী মনে করি ।
৪) বাচ্চাকে বাবা মা'র ই বেশী সময় দেওয়া উচিৎ মনে করি ।
৫) এ ক্ষেত্রে আপনার কথা সমর্থন করি না । বেবি কট ব্যাবহার করা ভালো । শুধু বাবা মায়ের জন্য না , বাচ্চার নিরাপত্তার জন্য ও । ঘুমের সময় আপনার শরীরের ভারী হাত পা বাচ্চার শরীরের উপরে পরে যেন ক্ষতির কারণ না হয় সে জন্যই মূলত এটার ব্যাবহার । ঘুমের মধ্যে মানুষের শরীরের নিয়ন্ত্রণ থাকে না । আমাদের এলাকাতেই একজনের বাচ্চাকে এভাবে চাপা পরে মোরে যেতে দেখেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.