নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

দেশে দেশে সন্ত্রাসীদের জন্মদাতা আমেরিকার প্রকৃত চেহারা ও তাদের উদ্দেশ্য

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

আমেরিকার একটি ধর্ম আছে, তারা নিজেরাই কৃত্তিম শত্রু তৈরী করে, এরপর তাকে দমনের নাম দিয়ে বিভিন্ন স্বার্থ উদ্ধার করে। আইএস,বকোহারাম, আল-কায়েদা,তালেবান গোষ্ঠীও হচ্ছে সেই রকম মার্কিনীদের এক একটি বানানো শত্রু। এদের সৃষ্টিকর্তা মার্কিনীরাই। এদের ফান্ডদাতা মার্কিনীই।



সোভিয়েত বিরোধী যুদ্ধের সময় আফগানিস্তানকে সাহায্যের নাম দিয়ে তালেবানদের ভেতর প্রবেশ করে যায় মার্কিনীরা। অথচ উপর দিয়ে সবাই জানে মার্কিন-তালেবান ঘোর শত্রু। এই তালেবানদের মাধ্যমেই ইউএস- ন্যাটো বাহিনী আফগানিস্তানে লক্ষ লক্ষ টন পপি-আফিম চাষ করে এবং বিশ্বজুড়ে বিশাল মাদকের ব্যবসা করে। অথচ ইসলাম মাদককে হারাম বলে ঘোষণা দিয়েছে।



আপনারা দেখছেন, এ সকল তালেবানরা পাকিস্থানে দেড় শতাধিক শিশুকে হত্যা করেছে। অথচ ইসলামের শিক্ষা হচ্ছে, জিহাদের ময়দানে (কাফির হলেও) নারী-শিশুদের হত্যা করা সম্পূর্ণ নিষেধ। এমনকি জিহাদে একটি গাছের পাতা ছেড়াও ইসলামে নিষিদ্ধ। অর্থাৎ তালেবানদের এ অপকর্ম মোটেও ইসলাম সমর্থিত নয়।



মূলত: কাফির-মুশরিকদের স্বভাব হচ্ছে কোন স্থানে গেলে প্রথমে নারী-শিশুদের হত্যা করা। ইরাক-সিরিয়া-নাইজেরিয়া-ফিলিস্তিন-গুজরাট সব যায়গায় দেখা যায়, কাফিররা প্রথমে মুসলিম নারী ও শিশুদের উপর আক্রমণ করে। আর তাদের এজেন্ট তালেবানদের মধ্যে সেই স্বভাবটি প্রতিফলিত হচ্ছে। তারাও শিশুদের উপর আক্রমণ করছে।



প্রকৃত পক্ষে যতদিন বিশ্বব্যপি সন্ত্রাসী হামলার ভয় থাকবে তত দিন আমেরিকার সব থেকে বড় আর্থিক খাত অস্ত্র ব্যাবসা ভালো চলবে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯

শয়ন কুমার বলেছেন: ভাই, ইসলামের নাম ভেঙ্গে যারা এই কাজ গুলো করছে, এদের বিরুদ্ধে জিহাদ করার কোন কথা, ইসলামে কি নাই ??

১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এদের মেরে জ্বালিয়ে দিয়ে এরপর সাগরে ভাসিয়ে দেওয়া উচিৎ

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

খেলাঘর বলেছেন:


বেকুবী ভাবনা

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই জানি না আপনার কি ভাবনা তবে আশা করি জঙ্গি বাদ আপনার প্রিয় না !

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

মনওয়ার বলেছেন: সবকিছুতে আমেরিকার উপর দোষ চাপায় দেয়া মুসলমানদের বড়ই প্রিয় কাজ হইসে ইদানিং। মুসলমানদের কোন দোষ নাই, তারা দুধে ধোয়া তুলসিপাতা। কোন মুসলমান খারাপ কিছু করলে সে অটোমেটিক কাফির-মুশরিক।

আর এদিকে পাকিস্তানি তালেবান গলা ফাটায় বলতেসে সে মুসলমান। বরং সে তো আপনারেই বলবে আপনি কাফের-মুশরিক। পাকিস্তানে থাকলে হয়তো মেরেও ফেলতো।

আমেরিকার কিছু ছাগলামি আছে সেটা আমেরিকান পত্রপত্রিকাও মানে। কিন্তু এখানে ইসলাম আর মুসলিমকে হোলসেল ছেড়ে দেয়াটা আমার কাছে হিপোক্রিসি মনে হইতেসে ভাই। মুসলমান ভাল হইলেই মুসলমান, না হইলেই কাফের, এটা তো অতি কনভেনিয়েন্ট লজিক ভাই। তারচেয়ে বাস্তবিক হল ইসলামিক ডক্ট্রিন এর সমস্যা এবং ইসলামে সমাজের সংস্কার নিয়ে কিছু ধারণা শেয়ার করা। নাইলে জিনিসটা যত দোষ নন্দ ঘোষ শ্রেণীর হয়ে যায়।

আপনি বললেন তালেবানকে মেরে জ্বালায় দিবেন। বিড়ালের গলায় ঘন্টাটা বাধবে কে ভাই? মডারেট মুসলিমরা এইসব চরমপন্থীদের কোন সমালোচনা না করে সব দোষ আমেরিকার উপর চাপায় নাকে তেল দিয়ে ঘুমায় বলেই তো আজকে এই অবস্থা।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ইরান শুরু করেছে। বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। ইরাক আর সিরিয়া সরকার ও চেষ্টা করছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আজ পাকিস্তান ও ৫৭ জঙ্গিকে কবরে পাঠিয়েছে আর ১৭ প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছে।

১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই তালেবান সৃষ্টির ইতিহাস জানার চেষ্টা করুন আপনার কনফিউশন দূর হবে। আর একটা জিনিস খেয়াল করবেন জঙ্গিরা কোন দেশের তৈরি অস্ত্র ব্যবহার করে থাকে। আর প্রতিবার জঙ্গি হামলার ঘটনার পর কোন দেশের অস্ত্র বিক্রি বেড়ে যায়? লাদেন কোন দেশের সরকারের সাথে ব্যাবসা করত সোমালিয়াতে মার্কিন যুদ্ধ জাহাজ আজ পর্যন্ত কতটি অপহৃত জাহাজ উদ্ধার করেছে দস্যুদের কাছ থেকে? আইএস সন্ত্রাসীরা কোন দেশে চিকিৎসা নিচ্ছে?
কোন কোন দেশ ওদের কাছ থেকে তেল কিনছে? সিরিয়া তে কারা জঙ্গিদের অর্থায়ন করেছে, প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে? টুইন টাওয়ার হামলায় কোন ধর্মের কোন লোকের মৃত্যু হয় নাই? এদের পৃষ্ঠপোষক কারা?

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

সায়েম বলেছেন: ব্লগ টা পরে খুব ই ভাল লাগলো। এটা নিয়ে আরও আলোচনা হওয়া উচিত।

১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: মনওয়ার বলেছেন: সবকিছুতে আমেরিকার উপর দোষ চাপায় দেয়া মুসলমানদের বড়ই প্রিয় কাজ হইসে ইদানিং। মুসলমানদের কোন দোষ নাই, তারা দুধে ধোয়া তুলসিপাতা। কোন মুসলমান খারাপ কিছু করলে সে অটোমেটিক কাফির-মুশরিক।

আর এদিকে পাকিস্তানি তালেবান গলা ফাটায় বলতেসে সে মুসলমান। বরং সে তো আপনারেই বলবে আপনি কাফের-মুশরিক। পাকিস্তানে থাকলে হয়তো মেরেও ফেলতো।

আমেরিকার কিছু ছাগলামি আছে সেটা আমেরিকান পত্রপত্রিকাও মানে। কিন্তু এখানে ইসলাম আর মুসলিমকে হোলসেল ছেড়ে দেয়াটা আমার কাছে হিপোক্রিসি মনে হইতেসে ভাই। মুসলমান ভাল হইলেই মুসলমান, না হইলেই কাফের, এটা তো অতি কনভেনিয়েন্ট লজিক ভাই। তারচেয়ে বাস্তবিক হল ইসলামিক ডক্ট্রিন এর সমস্যা এবং ইসলামে সমাজের সংস্কার নিয়ে কিছু ধারণা শেয়ার করা। নাইলে জিনিসটা যত দোষ নন্দ ঘোষ শ্রেণীর হয়ে যায়।

আপনি বললেন তালেবানকে মেরে জ্বালায় দিবেন। বিড়ালের গলায় ঘন্টাটা বাধবে কে ভাই? মডারেট মুসলিমরা এইসব চরমপন্থীদের কোন সমালোচনা না করে সব দোষ আমেরিকার উপর চাপায় নাকে তেল দিয়ে ঘুমায় বলেই তো আজকে এই অবস্থা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.