নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

A+ কি একমাত্র গ্রেড?? A+ না পেলে কি সমাজে আমাদের উপস্থিতিকে অস্বীকার করতে হবে??

০৩ রা জুন, ২০১৫ সকাল ১১:৪১

A+ কি গাছে ধরে যে আমি পেড়ে আনবো, আত্নহত্যাকারী ছাত্রের মর্মস্পর্শী চিঠি ও আমাদের সমাজ বাস্তবতা ।
A+ কি গাছে ধরে যে আমি পেড়ে আনবো, আত্নহত্যাকারী ছাত্রের মর্মস্পর্শী চিঠি
দয়া করে প্রথমে চিঠিটি পড়বার অনুরোধ রইল তারপরে আমার লেখা পড়ুন।
বর্তমান শিক্ষাবাবস্থার দুর্ভাগ্যজনক সত্য হল আমাদের A+ পেতেই হবে,
না হলে সমাজে পরিবারের কাছে আমাদের কোন মূল্যই নাই। কিন্তু
একটিবারের জন্যই কি তারা চিন্তা করে দেখেছে সবাই যদি A+ পায় তবে
অন্য গ্রেড গুলোর আর কিবা প্রয়োজন? তাহলে ৮০% এ পাস মার্কস করুন।
দেখাদেখি, নকল, প্রশ্ন ফাঁসের কারনে অনেকেই এখন সর্বোচ্চ গ্রেড পাচ্ছে।
কিন্তু আসলেই এই শিক্ষা বাবস্থায় ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি বাড়ছে কি?
যদি সত্যি জ্ঞানের পরিধি বাড়ত তবে A+ বা গোল্ডেন A+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ৪০% মার্কস তুলতে সংগ্রাম করত না।
হ্যাঁ আমি নিজেও কখনোই বৃত্তি পাইনাই এস.এস.সি বা এইস.এস.সি.তে
A+ পাইনাই। তাই বলে এই সমাজ কি আমাকে দূর করে দিবে?
সমাজের সব থেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল পরিবার। হ্যাঁ পরিবারের,
আব্বু-আম্মুর ভালবাসার জন্যই এখনো সমাজের অংশ হয়ে আছি।
অন্যথায় শাওনের মতন পরিস্থিতি হওয়াটাই স্বাভাবিক ছিল।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:২২

জাহাঙ্গীর গুরু বলেছেন: আমাদের মেধা নিরুপন পদ্ধতি অনেকটাই গ্রেডিং নির্ভর। যা খুবই হাস্যকর মনে হয় আমার কাছে। কম গ্রেডিংওলাদের কম মেধাবী মনে করা হয়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। কম গ্রেডিংওলাদের সম্পর্কে আগে থেকেই একটা নেগেটিভ ধারনা পোষণ করা হয়। আপনি একজনকে বাদ দিতে চাইলে যেকোনো ভাবেই বাদ দিতে পারেন।

২| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১:৪৭

ভিটামিন সি বলেছেন: খুব দুঃখ লাগলো ছোট ভাইটার এমন পরিণতিতে।

০৩ রা জুন, ২০১৫ বিকাল ৩:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কিন্তু এটার জন্য তো আমাদের সমাজেরই কতিপয় বাপ-মা দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.