নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

************কুকুরের পেটে ঘি সহ্য হয় না*********

১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৮

কাল অথবা পরশু থেকেই আমাদের ঈদ। সুতরাং এই বিষয়ের বাহিরে আর কিছুই আপাতত
ভাবতে চাইছিলাম না। কিন্তু পারলাম না। সকাল থেকেই একটি ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
ছবিটিতে দেখা যাচ্ছে একজন ব্যাক্তি আমাদের জাতীয় পতাকার ওপর নামাজ পরছেন। ঘটনার
সময়কাল ও স্থান হল দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের খেলা চলাকালিন সময়ে স্টেডিয়াম।

বিষয়টি এখানেই সীমাবদ্ধ থাকতে পারত কিন্তু না নাস্তিক ভাবধারার অনুসারী ও বামপন্থী কুলাঙ্গার
বাপ্পাদিত্য বসু ওই ছবি ফেসবুকে দিয়ে ওই লোকের ফাসি দাবি করেছে।
একটি বিষয় লক্ষণীয় স্টেডিয়ামে নাম না জানা বাক্তিটি কিন্তু খোলা জায়গায় কোন জায়নামাজ না পেয়ে
তার কাছে থাকা জাতীয় পতাকাকেই সব থেকে পবিত্র মনে করে নামাজ আদায় করেছে। নামাজ পড়ার
প্রধান সর্ত হল নামাজ পড়ার স্থান পবিত্র হতে হবে। সুতারাং এখানে জাতীয় পতাকাকে কোন ভাবেই
অসন্মানিত করা তো দুরের কথা বরং পবিত্র হিসাবে বিবেচনা করা হয়েছে।

কিন্তু নাস্তিক কুলাঙ্গার বাপ্পাদিত্য বসু পবিত্র আর অপবিত্র জিনিসের মধ্যে পার্থক্য বুঝতে না পারারই কথা।
একজন ইসলাম বিদ্বেষী নাস্তিকের কখনোই একজন মসুলমানকে নামাজরত অবস্থায় দেখতে পেরে ভালো
লাগবে না সেটাই স্বাভাবিক। মজার লজিক খেয়াল করুন জাতীয় পতাকাকে কুকুরের গায়ে জড়ালে এদের
খারাপ লাগে না আবার জাতীয় পতাকার ওপর শরীরের পেছনের অংশ রেখে বসলেও ওদের কোন অভিযোগ থাকে না এমনকি টয়লেটের দরজায় পর্যন্ত জাতীয় পতাকার রঙ্গে মুড়ে দিলেও কোন প্রতিবাদ করতে পারে না এরা
কিন্তু পবিত্র জায়নামাজ হিসাবে ব্যাবহার করলে এদের সহ্য হয় না!! পরিশেষে একটি উক্তি
দিয়ে শেষ করি “কুকুরের পেটে ঘি সহ্য হয় না।”

মন্তব্য ৪৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৪৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন !

২| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:০৩

যোগী বলেছেন:
জায়নামাজ একটা পবিত্র যায়গা সেটা আমরা মুসলিমদের কাছে, কিন্তু একটা ধর্মনিরোপেক্ষ রাষ্ট্রের কাছে জাতীয় পতাকার মর্যদা সবার উপরে। আমাদের রাষ্ট্রে মুসলিম হিন্দু বোদ্ধ সবাই সমান অধিকার নিয়ে বসবাস করে।
আজ যদি একটা হিন্দু জাতীয় পতাকার উপর বসে পুজা পাঠ করে আপনার কেমন লাগবে?

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:১১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: একজন আস্তিক হিসাবে আমার খারাপ লাগবার কথা নয় কেননা পূজারী অবশ্যই নোংরা জায়গা পূজার জন্য বেছে নেন না।

৩| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

যোগী বলেছেন: এখানে আস্তিক নাস্তিক কথা না। পতাকার ব্যাপারে একটা দেশে কিছু রুলস এ্যান্ড রেগুলেশন থাকে আর সেটা মেনে না চলা বেআইনি। এখন দেখতে হবে পতাকা বিছিয়ে নামাজ পড়া আমাদের দেশে পতাকা আইনের মধ্যে পড়ে কিনা।

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: জয়স্রী জয় কর যখন কুকুরকে জাতীয় পতাকা দিয়ে জরিয়ে ছিল তখন আপনাদের কোন আইন ছিল না !! কত চমৎকার ধর্মনিরোপেক্ষতা!!

৪| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২২

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
লেখক...............

একখান কাম করেন........ অানসারুল্লা বাংলাটীম অথবা আইএস-এর সদস্য হন, হয়ে বাপ্পাদিত্য বসুকে চাপাতি দিয়ে জবাই করেন।
তাহলে আপনার রাগ বা গাজুলুনি কমবে।

আপনাদের রাগ কোথায় তা আমরা জানি।

আহাম্মক কোহানকার।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনাদের মতন মাথা মোটা গাধারাই একসময় অানসারুল্লা বাংলাটীম অথবা আইএস-এর সদস্য হয় কারন ধর্ম সম্পর্কে এদের কোন জ্ঞানই নাই।

৫| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৭

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
কুকুরের পেটে ঘি সহ্য হয় না আর আপনাদের মতো ভন্ড মুসলিমদের পেটে ধর্ম সহ্য হয় না।
যতসব ধর্মীয় আস্তিক নামধারী ভন্ড।

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: একটি মজার জিনিস খেয়াল করি আপনাদের মতন ভণ্ডরা কখনোই নিজের নাম অথবা ছবি ব্যাবহার করে সামাজিক মাধ্যম বা ব্লগ ব্যাবহার করেন না, কারন কি জানেন ?? যেন অনলাইনে আপনাদের ভণ্ডামি আপনাদের আশেপাশের মানুষের কাছে ধরা না পড়ে যায়।

৬| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪০

যোগী বলেছেন:
@জাতি_ধর্ম_বর্ণ পোষ্ট লেখক কিন্তু ভন্ড না। ভন্ডামি করতে যে সামান্য পরিমান বুদ্ধি থাকা লাগে সেটা তার কিন্তু নাই।
লেখককে আপনি বলতে পারেন মাথামোটা ধর্মবাজ।

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধর্মবাজ শব্দের অর্থ কি জানেন?? যাদের রুটি রুজি উপার্জনদের মাধ্যম হল ধর্মের ব্যাবহার। নাম দিয়েছেন যোগী কিন্তু চিন্তা ভাবনার এত অসারতা কেন!!

৭| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৩

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
বাপ্পাদিত্য বসুর ফেসবুকে এইমাত্র গেলাম।

এই লেখক যা পোস্ট দিয়েছে সেরকম কোন স্ট্যাটাস বাপ্পা বসুর ফেসবুকে নাই।
এটা এই লেখক ফটোশপে তৈরী করে পোস্ট দিয়েছে।

এই পোস্টদাতা একটি মিথ্যুক।

আর বাপ্পাদিত্য বসু বামপন্থী হতে পারে, কিন্তু কুলাঙ্গার হলো কিভাবে, তোমার কি ক্ষতি করেছে লেখক???

কুলাঙ্গার মানে কি বোঝ তুমি? কুলাঙ্গার মানে হলো তোমার প্রিয় নেতা নিজামী, মুজাহিদ আর তারেক জিয়া।
বুঝছো??

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: জানি না আপনি ফেসবুক কত দিন ধরে ব্যাবহার করেন। আসলে ফেসবুকের অপসনগুলো সম্পর্কে বিন্দু মাত্র ধারনা আছে কি না আপনার। না থাকলে জানুন ডিলিট আর এডিট নামক দুইটি অপশান আছে যেগুলো দিয়ে পোস্টের লেখা পরিবর্তন বা মুছে ফেলা যায়। সুতরাং এখন সে হয়ত ব্যাপক নিন্দার স্বীকার হয়ে পোস্ট সরিয়ে ফেলতেই পারে। আর ঠাকুর ঘরে কে? প্রশ্নের উত্তর আমি কলা খাইনাই নয়। কে কোন দলের চামচা তা তাদের কথার ধরন দেখলেই বোঝা যায়। আজ নিজামী, মুজাহিদ আর তারেক জিয়া আপনার চোখের শত্রু ইনু, মেনন,হাসান মাহমুদ আপনার জানের জান। কাল দেখা যাবে ক্ষমতা পরিবর্তিত হলে আপনি নিজে তারেক জিয়ার পা ধোয়া পানি খাবেন! কেননা আপনার তো কোন ধর্ম, আদর্শ কিছুই নেই। মনে রাখবেন জোট মহাজোট ছাড়াও দেশে সাধারণ মানুষ বসবাস করে যারা কোন পক্ষের চামচামিতে গা ভাষায় না।

৮| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৫

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
@ যোগী............... আরে এরাই তো ধর্মের নামে ইসলামকে পঁচাইতেছে। এরাই তো ধর্মের নামে জঙ্গী তৈরী করছে।
এরা না মানুষ না মুসলমান।

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:০৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ আপনাদের কথা শুনেই বোঝা যায় মৌলবাদ জঙ্গিবাদ কি জিনিস কোন কিছুই স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পারেন না, নিজের বুদ্ধিতে বিচারও করতে পারেন না।

৯| ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩১

রাখালছেলে বলেছেন: জায়নামাজ পবিত্র তাই পায়ের নীচে রাখা যায় কিন্তু পতাকা তার থেকেও সম্মানীয় বস্তু তাই পতাকা পায়ের নীচে রাখা যায় না । আপনে যে অকালকুষ্মান্ড তা পুনরায় প্রমানিত হইল ।

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৪৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: পতাকায় কিন্তু কপালও ছোঁয়ান হচ্ছে তবে কি তার সন্মান বারছে না!

১০| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৪

শতদ্রু একটি নদী... বলেছেন: ব্যাপারটা নিয়া কনফিউজড। এইটা সাইজ আর রং এ আসলে পতাকা বলা যাবেনা। কিন্তু পতাকার মত। আবার পতাকা ধইরা নিলে অবশ্যই দেশের আইনের লঙ্ঘন। ধর্মীয় ব্যখ্যা দিয়া দেশের আইন খন্ডাইতে পারবেননা। ইসলামী আইনে চুরির শাস্তি মনে হয় হাত কাটা কিন্তু দেশের আইনে জেল জরিমানা। আপনারে দেশের আইন মানতে হবে। আর ছবিটা কি আদৌ বাংলাদেশের? জাপানের পতাকার আদলে কিছু বানাইয়াও কেউ নামাজ পড়তে পারে জাপানী পতাকা কেমন না জাইনাও।

আমার মনে হয় এমন না করাই উচিত। অন্য জাতির কাছে ভাবমুর্তিরও ব্যাপার আছে। কেউ যদি বলে তোমরা তো পতাকার উপর দাড়াইয়া থাকো, ব্যাপারটা ভালো শোনাবেনা। পতাকার মত কইরা জায়নামাজ বানানোর মধ্যে তো এক্ট্রা সওয়াব নাই, তাইনা?

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: পতাকাকে জায়নামাজ হিসাবে ব্যাবহার করাকে শত ভাগ সমর্থন করছি না কিন্তু কোন পরিস্থিতে ওই ব্যাক্তি জাতীয় পতাকাকে জায়নামাজ হিসাবে ব্যাবহার করেছেন এটিও বিবেচনা করবার প্রয়োজন। নিশ্চয়ই তিনি পতাকাকে অসন্মান জানাতে স্টেডিয়ামে নিয়ে যান নাই!

১১| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৬

তারেক বলেছেন: যারা কুকুরের গায়ে জাতীয় পতাকা জড়ায় তাদের ব্যাপারে যোগী ,জাতি_ধর্ম_বর্ণ ও রাখাল ছেলে কি বলেন?

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কবি এখানেই নীরব!!

১২| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

শতদ্রু একটি নদী... বলেছেন: ব্যাপারটাকে খুব সিমপ্লিও বলা যায়। ওই লোককেজিজ্ঞেস করলে সে যদি বলে পতাকা সম্পর্কিত আইন তার জানা নাই, তাহলে সেটা মানা যেতে পারে। কতজনই বা জানে। কিন্তু যদি সে বলে আমি এইসব গায়ে লাগাইনা। আমি এইটাই করবো, তাইলে আইনও তার উপর প্রয়োগ করা যাইতে পারে।

জেনে অরা আর না জেনে করার মধ্যে পার্থক্য আছে। আর পতাকা দেশের মর্যাদার সাথে জড়িত, এটার সম্মান সেভাবেই করা উচিত। যে কুকুরের গায়ে পতাকা জড়ায়, তারও বিচার হওয়া উচিত যদি আইনের আওতায় আসে। আসবারই কথা।

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

১৩| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬

লক্ষীপেঁচা বলেছেন: তথাকথিত প্রগতিশীলদের নিজেদের মনগড়া হাস্যকর ব্যখ্যা অপব্যখ্যা নিদারুন এক হতাশার ব্যাপার।

জায়নামাজ পবিত্র তাই পায়ের নীচে রাখা যায় কিন্তু পতাকা তার থেকেও সম্মানীয় বস্তু তাই পতাকা পায়ের নীচে রাখা যায় না---

জায়নামাজের সাথে জাতীয় পতাকার তুলনা. র্নিবুদ্ধিতার শামিল। কে অকালকুষ্মান্ড আর কে আমড়া কাঠের ঢেঁকি -তা বোধগম্য নয়।

আসলে, জায়নামাজের মতো পবিত্র ও ভাল কাজে জাতীয় পতাকার ব্যবহারে ওদের প্রবল আপত্তি থাকবারই কথা। যদি জাতীয় পতাকা দিয়ে তরুনীর ব্রা বানানো হতো, গালে আকানো হতো,................. তখন তাদের আপিত্ত থাকে না।

১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: জাতীয় পতাকা দিয়ে তরুনীর ব্রা,পেন্টি বা কুকুরের পোশাক বানানো হলে এদের খারাপ লাগে না সত্যি দুঃখজনক।

১৪| ১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


ঐ লোক এবং আপনার মাথায় মগজ কম।

১৭ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনার মতে বাপ্পাদিত্ত বসু সহ জয়শ্রী জয়কর আর মহেশপুরের ওই শিক্ষকদের মাথায় মগজ বেশি!!

১৫| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:০২

তারেক বলেছেন: @যোগী ,জাতি_ধর্ম_বর্ণ ও রাখাল ছেলে নিচের ছবির ব্যাপারে কি বলবেন? এরা অনেনননননননননক উন্নত মানুষ , বিশালললললললললললললললললললল দেশ প্রেমিক মানুষ, তাই না?



১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: যোগী ,জাতি_ধর্ম_বর্ণ ও রাখাল ছেলে এখন বোবা হয়ে গেছেন আমরা তাদের সুস্থতা কামনা করি।

১৬| ১৭ ই জুলাই, ২০১৫ রাত ৮:৩৬

আবুল হাসান নূরী বলেছেন: বিজয় দিবসের ফ্যাশন হিসেবে জাতীয় পতাকার আদলে শাড়ি-পাঞ্জাবীর মতো পোশাক বানানোর ব্যাপারে আইন কী বলে?

১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আইন আসলে অস্পষ্ট। আমাদের সমাজ বইতে জাতীয় পতাকা আইন ভালো ভাবে লেখা উচিৎ ছিল।

১৭| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৯

সজিব্90 বলেছেন: TV channel গুলোতে বিজয় দিবসে লাল ব্লাউজ আর সবুজ শাড়িতে নিউজ পড়তে দেখা যায়।

১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: চেতনা বাজরা পতাকাকে নিজস্ব সম্পত্তি মনে করে কিন্তু প্রকৃতপক্ষে পতাকার জন্য তাদের কোন অবদান নেই।

১৮| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪১

বাংলার জামিনদার বলেছেন: জাতীয় পতাকা একটা জাতীর সর্বোচ্চ সন্মানের জিনিষ। তাকে কোনো অবস্থাতেই পায়ের নীচে রাখা যাবেনা। তার উপড়ে দাড়ানো, বসা, শোওয়া যাবেনা। আপনার উপলক্ষ যাই হোক।

১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই একটি প্রবাদ আছে - "প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক"। যদি ওই স্থানে জায়নামাজ থাকত আর পতাকাকে ওই লোক পবিত্র না মনে করত, তবে কখনোই সে পতাকাকে জায়নামাজ হিসাবে ব্যাবহার করত না।

১৯| ১৮ ই জুলাই, ২০১৫ ভোর ৪:৪৮

মাসূদ রানা বলেছেন: বাড়াবাড়ি একটা খারাপ ব্যপার । পতাকার উপর দাড়িয়ে নামাজ পড়াটা যেমন অনুচিত, জাতীয় পতাকার স্থান মানুষের উপর রাখাও অনুচিত ! মনে রাখা দরকার, দেশপ্রেম মানে পতাকা,প্রকৃতি কিংবা মাটির প্রতি প্রেম নয়, দেশের মানুষের প্রতি প্রেম। আরেকটা কথা মনে রাখা দরকার, সবার উপর মানুষ সত্য , তাহার উপর মহান সৃৃষ্টিকর্তা সত্য, তাহার উপরে নাই।

ঈদ মোবারক সবাইকে :)

১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঈদ মোবারক। ভাই একটি প্রবাদ আছে - "প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক"। যদি ওই স্থানে জায়নামাজ থাকত আর পতাকাকে ওই লোক পবিত্র না মনে করত, তবে কখনোই সে পতাকাকে জায়নামাজ হিসাবে ব্যাবহার করত না।

২০| ১৮ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮

হেজাজের কাফেলা বলেছেন: লেখককে ধন্যবাদ জানাই।চমৎকার লিখেছেন।জাযাকাল্লআহ।

আসলে এসব বোকাদের মাথায় কুকুরের গু আছে.....

১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

২১| ১৮ ই জুলাই, ২০১৫ দুপুর ২:০০

চুক্কা বাঙ্গী বলেছেন: ব্রাদার, আপনাকে বুঝতে হবে, জাতিয় পতাকা কুত্তার গায়ে পেচানো অথবা কুত্তার পাছায় ঘষা লাগা কোন প্রব্লেম না, জাতিয় পতাকায় হোগা পেতে বসে থাকাও কোন প্রব্লেম না, কিন্তু জাতিয় পতাকার উপরে নামায পড়লে কইলাম নিউ মুক্তিযোদ্ধারা কল্লা ফালায়া দিবে।
যাহাই হউক, পোস্টের জন্য ধন্যবাদ। ক্যাচাল দেখতে ভাল লাগে।

১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এটাই আমাদের চেতনার বাবসায়িদের সমস্যা তারা কোন কিছুই সহজ ভাবে ভাবতে পারে না পতাকা ব্যাবহারের একমাত্র অনুমতি মনে হয় একমাত্র তাদেরই রয়েছে আর আমাদের সব কিছুতেই দোষ।

২২| ১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫

আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: আমার মনে হয় বাঙ্গলীর দেশ আর দেশাত্ববোধের চেতনা American দের কাছ থেকে শেখা উচিত….
উপরে-নিচে, ভিতরে-বাইরে, টয়লেটে-বেডরুমে সবখানেই দেশ আর দেশাত্ববোধ...
ওদের তো সমস্যা হয় না, আমাদের সেন্টিমেন্টের এত সমস্যা কেনো?
যতো সব আজইরা টাইম পাস...




১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এটাই আমাদের চেতনার বাবসায়িদের সমস্যা তারা কোন কিছুই সহজ ভাবে ভাবতে পারে না পতাকা ব্যাবহারের একমাত্র অনুমতি মনে হয় একমাত্র তাদেরই রয়েছে আর আমাদের সব কিছুতেই দোষ।

২৩| ১৮ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: আপনার সাথে আমি একমত পোষণ করছি ।

১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৫৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঈদ মোবারক

২৪| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ৮:০২

প্রামানিক বলেছেন: ক্যাচাল লাইগা অনেক কিছু জানলাম। পাছার নিচে যারা পতাকা দিছে তাদের ব্যপারে কোন কথা কেউ কইল না এখানেই আমার দুঃখ।

১৮ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এটাই আমাদের চেতনার বাবসায়িদের সমস্যা তারা কোন কিছুই সহজ ভাবে ভাবতে পারে না পতাকা ব্যাবহারের একমাত্র অনুমতি মনে হয় একমাত্র তাদেরই রয়েছে আর আমাদের সব কিছুতেই দোষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.