নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

পরপুরুষ স্পর্শ করার চেয়ে মেয়ের ডুবে মরে যাওয়াই ভাল- হায় রে মৌলবাদী পিতা

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১৪

ডুবে মারা যাওয়ার সময় তরুণীটি বাঁচার আকুতিতে চিৎকার করছেন। দুজন উদ্ধারকারী সঙ্গে সঙ্গে ছুট লাগালেন সেদিকে, কিন্তু তাঁদের পথ রুখে দিলেন মেয়েটির বাবা। কারণ, পরপুরুষ স্পর্শ করার চেয়ে মেয়ের ডুবে মরে যাওয়াই ভালো বলে মনে করেন তিনি! কল্পকাহিনী নয়, বাস্তব ঘটনা এটি। ঘটেছে দুবাইয়ের একটি সমুদ্রসৈকতে। মেয়েটির বাবা মেয়েকে ডুবে মরতে দিয়েছেন, কিন্তু উদ্ধারকারীদের সাহায্য করতে দেননি। এ ঘটনার পর স্থানীয় পুলিশ গ্রেফতার করেছে ওই এশীয় ব্যক্তিটিকে। ইন্ডিয়া টাইমসে প্রকাশিত খবরে জানা গেল এই দুর্ভাগ্যজনক ঘটনা। দুবাই পুলিশের সার্চ অ্যান্ড রেসকিউ বিভাগের এক কর্মকর্তা এ বিষয়ে কথা বলেছেন স্থানীয় গণমাধ্যম এমিরেটস ২৪/৭-এর সঙ্গে। তিনি বলেন, ‘এই ঘটনায় আমরা স্তম্ভিত। এই এশিয়ান ব্যক্তিটি পরিবারের সবাইকে নিয়ে পিকনিক করছিলেন সৈকতে। বাচ্চারা সবাই সৈকতের পাশে সাঁতার কাটছিল। হঠাৎ করেই মেয়েটি ডুবতে শুরু করে। তখন সে সাহায্যের জন্য চিৎকার শুরু করে দেয়। সেখানে দুজন উদ্ধারকাজে নিয়োজিত ‘রেসকিউ ম্যান’ ছিলেন, তাঁরা সাহায্য করতে ছুটে যান। কিন্তু পথে বাধা দেন মেয়েটির বাবা। তার ধারণা এই ‘অপরিচিত’ লোকেরা মেয়েকে স্পর্শ করলে মেয়েটির সম্মানহানি হবে। পরে মেয়েটির মৃত্যু হয়েছে। এই ঘটনার পরপরই লোকটিকে গ্রেফতার করা হয়নি। পরে তিনি নিজেই বলেছেন যে, অচেনা কোনো পুরুষ স্পর্শ করার চেয়ে তিনি নিজের মেয়ের মরে যাওয়াকেই ভালো মনে করেন। এই কথার পরপরই পুলিশ মেয়ের বাবাকে গ্রেফতার করে।

বিদ্রঃ মৌলবাদ আর ধার্মিকতা একজিনিস নয়। জান বাঁচানো সবথেকে বড় ফরয। হে খোদা আপনি এদের হেদায়েত দান করুন

'মেয়ে ডোবে ডুবুক, কোনও পরপুরুষ যেন তাকে স্পর্শ না-করে'

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২২

প্রামানিক বলেছেন: মেয়ের বাবা কোন ধর্মের লোক?
একটু আগেই এক মওলানার ওয়াজ শুনলাম জীবন বাঁচানো ফরজ।

১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এখানে ধর্ম বড় নয় বরং গোঁড়ামিই বড়

২| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

হামিদ আহসান বলেছেন: অাফসোস !

৩| ১১ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

এস এম পাশা বলেছেন: ধর্মান্ধ
অরে ডুবাইয়া মারা উচিত ছিল

৪| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৪৪

আর জে নিশা বলেছেন: খুবই নিম্নমানের অনলািইন পত্রিকার নিউজ এভাবে সামহোয়ার ইন ব্লগে দেওয়া ঠিক নয়, টাইম অফ ইন্ডিয়াতে এই ধরনের কোনো নিউজ ছাপা হয়নি । এই ধরনের অনলাইন সস্তা নিউজ পোটর্ালে যতোসব মিথ্যা ও আজগুবি নিউজ করা হয় যার ভিত্তি ও হয় মিথ্যা ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এই নিউজটি একটি নয় বরং ১২ টির অধিক নিউজ পোর্টালে আমি নিজেই পরেছি।

৫| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৫

রফিকুজজামান লিটন বলেছেন: Drowning daughter’ in Dubai story is 19 years old

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.