নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

নেপাল পৌঁছেছে চীনের পেট্রোল।।

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

অবশেষে ভারতের জ্বালানী অবরোধ নেপালের জন্য সাপে-বর হল।
এত দিন পর্যন্ত নেপাল ছিল ভারতের মুখাপেক্ষী। দেশ হিসেবে
নিজেদের কোন আলাদা সত্ত্বা ছিলনা তাদের। ভারত তাদের যা
বলত তাই নেপালকে করতে হত। অতিরিক্ত দামে ভারত থেকে
সব পণ্য কিনতে হত।

কয়েকদিন আগে নেপাল নতুন সংবিধান গ্রহণ করায় অখুশি হয়
ভারত। একে কেন্দ্র করে দেশটির ওপর অলিখিত অবরোধ
আরোপও করা হয়। সীমান্তে আটকে যায় তেলের ট্যাঙ্ক, ওষুধ ও
খাদ্যবাহী ট্রাক পরিণামে সংকট দেখা দেয় নেপালে। কিন্তু নেপাল
এবার ভারতের কূটকৌশলের কাছে নতি স্বীকার না করে বরং
নিজেদের ভাগকে নিজেদের হাতে গড়ে তোলার সংগ্রামে সামিল হয়।

অতঃপর ক্ষতিগ্রস্ত ভারত আর লাভ পেতে শুরু করল নেপালিরা।
ভারত থেকে জ্বালানি আমদানি গত এক মাস ধরে মারাত্মক ভাবে
ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে নেপাল সরকার চীন থেকে তেল
আমদানির প্রক্রিয়া শুরু করে। এ প্রেক্ষাপটে গত মাসের ২৮ তারিখে
চীন থেকে জ্বালানি তেল আমদানির জন্য চুক্তি সই করে নেপাল।
চুক্তি অনুযায়ী, চীন আন্তর্জাতিক বাজার দরে নেপালের কাছে পেট্রল
পণ্য বিক্রি করবে। ফলে ভারতের চেয়েও কম দামে তেল পাবে
নেপাল।

জ্বালানি তেল আনার জন্য এনওসি গত সপ্তাহে ১২টি ট্যাংকার চীনা
শহর কিরং’এ পাঠিয়েছিল। নেপালকে চীন ১৩ লাখ লিটার জ্বালানি
অনুদান হিসেবে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। প্রথম চালানে এক লাখ
২০ লিটার জ্বালানি তেল নেপাল পৌঁছেছে বলে এনওসি জানায়।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

জুন বলেছেন: কবে উনারা আমাদের উপর অবরোধ জারী করবে #:-S

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমরা ও অবরোধ চাই। তবে ভারত আর এই ভুল করবে বলে মনে হয় না।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

রানার ব্লগ বলেছেন: সাবাস নেপাল !! , বাংলাদেশ কবে পারবে এমন করতে ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: একদিন অবশ্যই পারবেই! নেপাল পারলে আমরা কেন নই!!

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

গেম চেঞ্জার বলেছেন: বাপের বেটা!

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

বটপাকুড় বলেছেন: সাবাস নেপাল... আশা করি বাঙ্গালী একদিন বুঝতে পারবে তাদের ভারত বন্ধু কিভাবে বাঁশ দিয়ে যাচ্ছে। আ লীগ আসলে ভারতের লোকজনদের দাঁত আর বন্ধ হয় না। আমার দেশটাকে প্রতিদিন একটু একটু করে ধ্বংস করছে এই ভারত X((

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আশায় রইলাম

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪২

আমি আবুলের বাপ বলেছেন: আমাদেরও আজকে একটা অর্জন আছে, হুম আখাউড়া দিয়ে ট্রানজিটে ভারতীয় পণ্যের প্রথম চালান

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করে এ পথে উত্তর-পূর্বাঞ্চলে পণ্য পরিবহণের ক্ষেত্রে দূরত্ব কমে ৬৪০ কিলোমিটারে নেমে এলো, যার জন্য আগে পাড়ি দিতে হতো ১’হাজার ৫৫০ কিলোমিটার পথ। তিনি আরো বলেন, শুধু আগরতলা নয়, ভারতের উত্তর-পূর্বাঞ্চলও এই যান চলাচলের ফলে উপকৃত হবে।
জানা যায়, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক নৌ-প্রটোকল চুক্তির আওতায় কোলকাতার ক্ষিদিরপুর নৌবন্দর থেকে আশুগঞ্জ নৌ-বন্দর হয়ে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে মাশুল বিহীন (শুল্কমুক্ত) ভাবে বিভিন্ন পণ্যের একাধিক চালান ত্রিপুরারাজ্যের আগরতলায় নিয়ে গেছে ভারত। ভারত ২০১১ সালে এ পথ ব্যবহার করে ত্রিপুরারাজ্যের পালাটানা বিদ্যুৎ প্রকল্পের মালামাল পরিবহণে ১২০ চাকার ট্রেইলরে করে ভারী ভারী যন্ত্রাংশ নিয়ে গেছে। ২০১২ সালে গ্যালভানাইজড্ প্লেইন স্টিল সিআই শিটের একাধিক চালান উত্তর-পূর্বাঞ্চলে নিয়েছে ভারত। বর্তমানেও ভারতীয় ২৫ হাজার টন খাদ্যপণ্যের (চাল) একাধিক চালান বিনা শুল্কে ত্রিপুরায় নিচ্ছে ভারত।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমাদের রাস্তাগুলো এসব ভারী যান চলাচলের জন্য উপযোগী কিনা তাও বিবেচনা করা হয় নাই।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৮

মিথুন আহমেদ বলেছেন: নেপাল থেকে দেখে ও কি শুভ বুদ্ধির উদয় হবে না?

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আশায় রইলাম। মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালবাসায়। দেখা যাক দেশের প্রতি আমাদের শাসকদের ভালোবাসা জন্মায় কিনা।

৭| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

দুষ্ট পন্ডিত বলেছেন: নেপাল থেকে দেখে ও কি শুভ বুদ্ধির উদয় হবে না
হবে, তবে নাকানি, চুবানি খাবার পর হবে

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নেপাল পারলে আমরা কেন নয়!!

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৯

প্রামানিক বলেছেন: এই তো বাপের বেটা সাদ্দাম। নেপাল এখন মানুষ হয়েছে।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমরা কবে হতে পারবো??

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

শাহরিয়ার সনেট বলেছেন: সাব্বাস নেপাল! তোমরা ভারত কে চু* দিয়েছ! ফইন্নির ঘরের ফইন্নি ভারত খুব জ্বালাইছে ওদের! বাংলাদেশ এর উচিৎ এর থেকে ভারতের চরিত্র সম্পর্কে জানা!

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: বাংলাদেশীরা জানে কিন্তু নেতারা জানে না।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বর্তমান সরকার যে ভাবে ভারতের তাবেদারী করে যাচ্ছে এবং যেভাবে আমরা সবকিছুতেই ভারতের উপর নির্ভরতার দিকে যাচ্ছি তাতে সে দিন বেশি দূরে নেই যে দিন তারা আমাদের উপর অবরোধ আরোপ করবে। যখন আমরা সম্পূর্ণরূপে তাদের উপর নির্ভরশীল হয়ে পড়বো সে দিন দাদারা অবরোধের চিপায় ফেলে সবকিছু্ই নিয়ে নেবে। ধন্যবাদ।




ভালো থাকবেন নিরন্তর।

১১| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩২

খোলা মনের কথা বলেছেন: এই দিন কবে বাংলাদেশে আসবে সেটির অপেক্ষায় থাকলাম, বাংলাদেশ নিশ্চয় নেপালের থেকে অক্ষম নয়।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অপেক্ষায় ১৫ কোটি জনতা।

১২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

হাসান মাহবুব বলেছেন: বীরের মত কাজ করেছে। সাবাশ নেপাল!

১৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভিয়েতনামের কাছ থেকে আমেরিকা লজ্জ্বা আর শীক্ষা দুটোই পেয়েছে!

এবার নেপাল দিল ভারতে তেমনি শিক্ষা আর লজ্জ্বা!

আমাদের আরএসএস বাংলাদেশ শাখার নেত্রী দিয়ে এই প্রতিরোধ কখনো হবে না।

চাই বদল চাই পরিবর্তন চাই দেশ প্রেমিক আমজনতার নির্বাচিত নেতা। তবে যদি আশা করা যায়!

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.