নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

জীবনে হতাশা নামক ম্যানিয়াকে বলুন বিদায়.।.।.।

২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯

Always there is an option and it's will be better. হতাশ হবার কিছুই নাই।
হয়ত এই মুহূর্তে ছোট কোন পুরুস্কার হাতছাড়া হয়েছে আপনার কিন্তু বাস্তবতা হচ্ছে
আপনি সম্ভাবত অধিক মূল্যবান পুরুস্কার পেতে যাচ্ছেন। সুতরাং যা চলে গিয়েছে সেটি
নিয়ে ভেবে সময় নষ্ট করবার প্রয়োজন নাই বরং ভবিষ্যতে আপনার সামনে যে সুযোগটি
রয়েছে সেটি লুফে নেবার চেষ্টা করুন।

এই মুহূর্তে তাহসানের একটি গান মনে পরছেঃ-
"ভুলে যাব আমি আমাকে নতুন এক জীবনে
আবার ফিরে সাজাবো আমায়;
ভুলগুলোকে মুছে আবার সেই,
নতুন দেশে অন্য কোন বেশে...................।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০১

বিপরীত বাক বলেছেন: এই মনভুলানো কথাতেই তো জীবন টা পার করে দিলাম। কই কিছুই তো এলো না। বড় তো বড়, মাঝারি সাইজ বা মোটামুটি বড়ও কিছু তো পেলাম না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ অধর্য হবার কিছুই নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.