নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

প্রতিবাদ হোক সকল অন্যায়ের বিরুদ্ধে

২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০৩

অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন
তাঁরে তৃণ সম দহে।
নিজেদের উপর এখন ঘৃণা হয় কিভাবে প্রতিনিয়ত শত
সহস্র অন্যায় অপরাধ হতে দেখেও মুখ বুঝে সহ্য করছি।
আমাদের ধর্ম বলে, "চোখের সামনে অন্যায় হতে দেখলে
বাঁধা দিতে"।
আমাদের নিস্ক্রিয়তার জন্যই আজ সমাজে অপরাধীদের
রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। শুধু নিজে ভাল থাকলেই চলবে
না অন্যদেরকেও খারাপ পথ থেকে ফিরিয়ে আনা
আমাদেরই দায়িত্ব। সুতরাং আজ থেকেই প্রতিবাদ শুরু
হোক সকল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে।
‪#‎Justice_for_all‬

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৫

জিল্লুর রহমান রিফাত বলেছেন: # copied_from_Saira_Mahi 's post
একটু কষ্ট করে সকলে পড়ুন
সকল ব্লগার,লেখক,সেল
সেলিব্রিটি,আপামর আম জনতার
উদ্দেশ্যে বলা হচ্ছে সবাই তনুর মত
সকল ধর্ষনের বিচার চাই এই তো ?
তাহলে আমাদের কোন প্ল্যাটফর্ম
দিবে না তনুর জন্য। না
মিডিয়া,না সংবাদপত্র। কেননা
তারা হল পা চাটা দালাল। প্লট
আমাদের বেড় করতে হবে। তাই
সকলকে বলব এই নিউজ খুব দ্রুত ছড়িয়ে
দিন আপনার ওয়াল কিংবা শেয়ার
কিংবা কমেন্টে।
# 2৫_শে_মার্চ উপলক্ষ্যে
গ্রামীণফোন আলোর মিছিল
আয়োজন করেছে। আমরা তনুর জন্য
সেই প্লট ব্যবহার করব। কারন সেটা
মিডিয়া টেলিকাস্ট করবে।
তাতেই হবে ঘোড়াকে জোর পুর্বক
পানি খাওয়ানো।
আমরা সহ অনেক মানুষ সেখানে
যাবে রাত ১০টায় মানিক মিয়া
এভিনিউ তে যুদ্ধের চেতনায়।
কিন্তু যেখানে ৭১ বিরাজমান
সেখানে তনুর মত নিরিহ বোন এর
বিচার হয় না সেখানে আজ আলো
জ্বলবে কিন্তু সেই আলো তনুর জন্য
কিংবা সকল নারীর জন্য। আমরা
সকলে যাব তনুর জন্য। তনুর আত্মার
আলো হয়ে। প্রতীকি হয়ে। আর সেই
আলোর মিছিলে আমিরা জাস্টিস
ফর তনু লেখা প্লে-কার্ড, টি-শার্ট,
কিংবা ব্যানারে হাজির হব।
তাতে গ্রামীনফোনের মাঝে তনু
আসবে মিডিয়ায়। তাতে দেশ
জানবে প্রগতিশীল মিডিয়ার
কভারেজ এ। সবাই মোমবাতি
হাতে নিয়ে যাব ঠিক কিন্তু
সেটা তনুর জন্য। আর তাতেই
রেভুলেশন আসবেই। একটা ভিন্ন
মাত্রা পাবে।
আমাদের হাতে সময় খুব কম সবাই
গ্রামিনের কন্সেপ্ট ফলো করুন
কিন্তু তার জায়গায় তনু থাকবে।
সবাই যাব,অথবা গ্রামিনের
পেইজে আলো হাতে নিয়ে পিক
তুলে পোষ্ট করতে বলা হয়েছে
সেটাতে ও তনুর প্লে কার্ড হাতে
আলো নিয়ে পিক পোষ্ট করব।
# প্লিজ সবাই ছড়িয়ে দিন সারা
বাংলায়।সময় খুব কম রাত ১০টায়
ওদের প্রোগ্রাম। সো হাতে সময়
বুঝতে পারছেন। আমার লিস্টে
সবাই নিজের ওয়ালে,শেয়ার এর
মাধ্যমে ছড়িয়ে দেন। একদিন না
হয় কষ্ট করলেন। সবাইকে এই নিউজ
ছড়িয়ে দিতে বলুন।
# রাজপথের প্রতিবাদী কন্ঠ

২| ২৫ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত। আইডিয়াটা দারুন।

৩| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

বিজন রয় বলেছেন: প্রতিবাদ তো হয় কিন্তু লাভ নেই। রাষ্ট্রই খারাপ।

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: প্রতিবাদ সঠিকভাবে হলে এতো দিনে সকল খারাপ লোকেরা ভাল হয়ে যেত অথবা পালিয়ে যেত

৪| ২৫ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

সোজোন বাদিয়া বলেছেন: সহমত। প্রাথমিক প্রতিবাদ হিসেবে দারুন আইডিয়া। তবে, তারপর কী সেটাও চিন্তা করতে হবে।

২৫ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আগামিকাল স্বাধীনতা দিবসে আমরা তনুকে নিয়ে স্মরণসভা করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.