নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

দূষণ হ্রাসে বিশ্বসেরা রাজশাহী শহর!!!!

১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৩৮

বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বে
সবচেয়ে এগিয়ে আছে রাজশাহী শহর। গত দুই বছরে রাজশাহীতে এই সফলতা
এসেছে।
জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপাত্তের ভিত্তিতে গতকাল
যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা
হয়েছে।

গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, রাজশাহীর বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা
(১০ মাইক্রোমিটার আকারের) প্রতি ঘনমিটার বাতাসে ছিল ১৯৫ মাইক্রোগ্রাম। এটা
প্রায় দুই-তৃতীয়াংশ কমে ২০১৬ সালে দাঁড়ায় ৬৩ দশমিক ৯ মাইক্রোগ্রামে।
দুই বছর আগে এ শহরে আরও ক্ষুদ্র ধূলিকণা (২ দশমিক ৫ মাইক্রোমিটার আকারের)
প্রতি ঘনমিটার বাতাসে ছিল ৭০ মাইক্রোগ্রাম। ২০১৬ সালে এটি প্রায় অর্ধেক হয়ে
দাঁড়ায়, ৩৭ মাইক্রোগ্রাম।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের যে ১০টি শহরে গত দুই বছরে বাতাসে ভাসমান ক্ষুদ্র ধূলিকণা
কমেছে, এর মধ্যে রাজশাহীতে কমার হার সবচেয়ে বেশি। এর পরিমাণ ৬৭ শতাংশ।
ইটভাটার চিমনির উচ্চতা বাড়িয়ে দেওয়া, বনায়ন, রাস্তার পাশের ফুটপাত কংক্রিট দিয়ে
ঘিরে দেওয়া, ব্যাটারিচালিত অটোরিকশার বহুল ব্যবহার, ডিজেলচালিত যানবাহন চলাচলে
কড়াকড়ি—এসবই রাজশাহীর বায়ুদূষণ কমানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে
উল্লেখ করা হয়।

প্রতিদিনের অনেকগুলো খারাপ খবরের ভিড়ে একটি ভাল সংবাদ। একই দেশের একটি
বিভাগ ঢাকা যখন বসবাস অনুপযোগী শহর সেখানে রাজশাহী দূষণ কমানোতে বিশ্বের
সেরা!! জনাব ঢাকার দুই মেয়র সাহেব দয়া করে রাজশাহীর কাছ থেকে শিক্ষা নিন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৩

সুমন কর বলেছেন: প্রতিদিনের অনেকগুলো খারাপ খবরের ভিড়ে একটি ভাল সংবাদ।

২| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাজশাহীর বাসিন্দা হিসাবে এই সংবাদে গর্ব বোধ করছি। গত কয়েক বছরে এই শহরে প্রচুর গাছ লাগানো হয়েছে। তা' ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে খুব সিরিয়াস। তদুপরি আপনার পোস্টে বর্ণিত বিষয়গুলিসহ রাজশাহীর জনগনের সচেতনতা এই শহরটাকে দূষণমুক্ত রাখতে বড় ভুমিকা পালন করছে।

ধন্যবাদ ভাই আল-শাহরিয়ার।

১৮ ই জুন, ২০১৬ বিকাল ৪:৫৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ রাজশাহীর নিবাসী সকলকে। অবশ্যই সিটিকরপরেশান কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই।

৩| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫১

যোগী বলেছেন:
এই অর্জনের জন্য আপনি কাকে কাকে ধন্যবাদ দিবেন?

১৮ ই জুন, ২০১৬ রাত ১১:৩৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আবুহেনা মোঃ আশরাফুল ইসলামের কমেন্টে আমি যাদের ধন্যবাদ প্রাপ্য তাদের নাম উল্লেখ করেছি। আবার ও উল্লেখ করলাম কেননা এটি আমাদের জন্য গর্বের বিষয়। রাজশাহীবাসী ও সিটিকরপরেশানের দায়িত্বশীল সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.