নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

সুন্দরবন বাঁচান, প্রাকৃতিকে রক্ষা করুন, জীব-বৈচিত্র্য সংরক্ষণ করুন।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫০

সারা বিশ্বে সুন্দরবন (The largest Mangrove forest) একটি। এটি আমাদের
প্রতি মহান সৃষ্টি কর্তার এক মহান দান।
ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস নামক বহুবিধ প্রাকৃতিক ও মানব সৃষ্ট বিপর্যয় থেকে
উপকূলের কোটি কোটি মানুষকে রক্ষা করে চলছে আমাদের এই মহামূল্যবান
সম্পদটি। সুতরাং সুন্দরবনকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

বিদ্যুৎ কেন্দ্র যদি করতেই হয় তবে সুন্দরবনকে ধ্বংস কেন করতে হবে?
সুন্দরবন ছাড়া কি বাংলাদেশে আর কোন জায়গা নেই? রামপালে বিদ্যুৎ কেন্দ্র না করে
সেটি রূপসা ব্রিজের পাশে করলে সমস্যা কোথায়? নাকি তাতে সুন্দরবন ধ্বংস করা
হবে না সেই আক্ষেপ থেকে যাবে?? আমরা উন্নয়ন চাই কিন্তু আমরা চাই টেকসই উন্নয়ন।

There is a huge difference between the Term Sustainable
Development and Development. Development Must be related to
Social, Economical and Also Environmental Fact. সুতরাং সামাজিক ও
পরিবেশ গত উন্নয়নের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের ভাবনা বোকামি
ছাড়া আর কিছুই হতে পারে না।
শেষ করছি সুকান্ত ভট্টাচার্যের কিছু লাইন দিয়ে-

এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান,
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তুপ-পিঠে
চলে যেতে হবে আমাদের ।

চলে যাব-তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপনে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি--
নব জাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।

#Say_No_to_Rampal_Electric_Plant
#Save_Nature #Save_Environment
#Save_Sunderban

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৩

চাঁদগাজী বলেছেন:


" এটি আমাদের প্রতি মহান সৃষ্টি কর্তার এক মহান দান। "

- তা'হলে এখানে বিদ্যুৎ-কেন্দ্র হোক, সৃস্টিকর্তা আরো দেবেন, উনি নিশ্চয় আমাদিগকে বস্তি দান করবেন না।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: প্রকৃতির বিরুদ্ধাচারন করবার পরিনতি কি হয় জানতে চেষ্টা করুন উত্তর পেয়ে যাবেন।

২| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১২

আমিই মিসির আলী বলেছেন: আর রক্ষা নাই।
দাদাদের খুশি করাতে হবে।



#চাঁদগাজী ভাই,
একটাই তো রক্ষা করতে পারছেন না। আরেকটা দিলে সেটাও তো নষ্ট করবেন।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দাদাদের দেশেই যে প্রকল্প বাতিল হয়েছে সেটা আমাদের দেশে কিভাবে বাস্তবায়িত হয়!!

৩| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৭

আমিই মিসির আলী বলেছেন: সবই আলগা পিরিতি ভাই।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তাই মনে হয়! জীবন বিসর্জন দিয়ে প্রীতি!!!

৪| ৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



মানুষ শেখ হাসিনার সামনে সঠিভাবে দাবী উথ্থাপন করতে পারছে না, এদের মগজ কম।

৩০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: রামপালের বিপরীতে রূপসায় করলেই তো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.