নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

পশ্চিমা বর্ণবাদের শেষ কোথায়!!!

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১২:০৯

বর্ণবাদী আচরণের শিকার হওয়াটা তার জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে
এবং "বছরের পর বছর" এমনটাই হয়ে আসছে।
"আমার দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মারা হয়েছে, ধাক্কা দেয়া হয়েছে"
বলছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাদিয়া হুসেইন। রান্নার
প্রতিযোগিতা 'গ্রেট ব্রিটিশ বেক অফ' বিজয়ী নাদিয়া হুসেইন বিবিসি
রেডিও ফোরের সাথে এক সাক্ষাতকারে বলেন "আমার মনে হয়
এগুলো আমার জীবনের অংশই হয়ে দাঁড়িয়েছে, আমি ধারণাই
করি এমনটা হবে।"

মানুষজন আমাকে ধাক্কা দেবে, খারাপ কথা বলবে এমনটা আমি ধারণাই
করি। কারণ এমনটাই হয়, এমনটাই হয়ে আসছে বছরের পর বছর।"
এসব আচরণের জবাবে তিনি প্রতিহিংসা দেখান না বলে জানান নাদিয়া।
"আমি মনে করি চুপ থাকার মধ্যে একটা মর্যাদা আছে, আমার মনে হয়
নেতিবাচকতার প্রতিক্রিয়ায় আমি নেতিবাচক আচরণ করি, তাহলে
আমরা সমান হয়ে গেলাম।""আর আমি সমান হতে চাই না, কারণ কেউ
যদি নেতিবাচক হয় তাহলে আমাকে তার চেয়ে ভাল হতে হবে" তিনি বলেন।
"আমার যেহেতু শিশুসন্তান আছে, আমি চাইনা যে যুক্তরাজ্যে থাকার বিষয়ে
তাদের মধ্যে কোন নেতিবাচক মনোভাব থাক। তবে নেতিবাচক মানুষ
আছে, যদিও তারা সংখ্যালঘু।"তিনি যোগ করেন "আমি ভালবাসি যে আমি
ব্রিটিশ এবং এখানে থাকতে আমি ভালবাসি, এটিই আমার বাড়ি এবং
সবসময় তাই থাকবে"

গত অক্টোবরে বিবিসি ওয়ান টেলিভিশনের জনপ্রিয় বেকিং অনুষ্ঠানে বিজয়ী হন
নাদিয়া হুসেইন। দেড় কোটি দর্শক ঐ অনুষ্ঠান দেখেছিলেন। জানুয়ারি নাগাদ
খ্যাতনামা একটি ব্রিটিশ পত্রিকা তাকে যুক্তরাজ্যের প্রভাবশালী ৫০০ ব্যক্তির
তালিকায় অন্তর্ভুক্ত করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.