নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ফুল ও তাজা খেজুর দিয়ে ইরানি শিয়া হজযাত্রীদেরকে সুন্নি সৌদিআরবের স্বাগতম!!

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:১৩

গতকাল ইরানের হজযাত্রীদের প্রথম দল পবিত্র মদীনা শহরে পৌঁছায় এবং বিমানবন্দরে তাদেরকে ফুল ও তাজা খেজুর দিয়ে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ আবদুর রহমান বিজাভি-সহ ইরান এবং সৌদি আরবের হজ বিষয়ক কর্মকর্তারা। এ সময় সৌদি কিশোররা ফুলের তোড়া ও খেজুর দিয়ে ইরানি হজযাত্রীদেরকে স্বাগত জানায়।
সৌদি মন্ত্রী বিজাভি বলেন, ইরানি হজযাত্রীদের দেখে তিনি খুশি এবং তিনি আশা করেন, ইরানের লোকজন ওমরাতেও ফিরবেন।

কয়েকদিন আগে তেহরান ঘোষণা করেছে, এ বছর ইরান থেকে ৮৬ হাজার ৫০০ ব্যক্তি হজে যাবেন এবং তাদেরকে বহন করবে বিমানের ৩৩৫টি ফ্লাইট। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার হজ বিষয়ক প্রতিনিধি আলী কাজী আসগর বলেছেন, হজ বিষয়ক চুক্তির প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি রক্ষা করবে বলে তিনি আশা করছেন।

গত বছর যখন সৌদি ইরান দন্দে ইরানী কোন নাগরিক হজে যেতে পারেন নাই। সেই ইরানিরা এবার সৌদি প্রশাসনের কাছ থেকে সংবর্ধনা পাচ্ছেন। বিষয়টি বেশ ভালো কিছুর ইঙ্গিত বহন করে। না এবার শিয়া বা সুন্নি কোন প্রসঙ্গ আসে নাই। এক মুসলিম দেশে অন্য একটি মুসলিম দেশের ভাইয়েরা পবিত্র হজ পালন করতে এসেছেন একে অপরকে আপন করে নিচ্ছেন এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে।

আজকের আরও একটি খবর "সৌদি দূতাবাসে হামলাকারীদের আপিল আবেদন খারিজ করেছে ইরানের আদালত।" ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাসে হামলার দায়ে কারাদণ্ডপ্রাপ্ত ১০ ব্যক্তির আপিল আবেদন খারিজ করে দিয়েছে ইরানের একটি আদালত।
ওই ১০ ব্যক্তির পাঁচজনকে ছয় মাসের এবং বাকি পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল একটি মেজিস্ট্রেট আদালত। সোমবার একটি আপিল আদালত এসব অভিযুক্ত ব্যক্তির দণ্ড মওকুফ করার আবেদন খারিজ করে দেয়। এই রায় ইরান সৌদির মধ্যে একধরনের মীমাংসা বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানী জেনারেল দাবী করেছেন তারা কখনোই সুন্নি হওয়ার জন্য কোন দেশকে হামলা চালায় নাই বরং তারা সুন্নিদের রক্ষা করতে চায়।

এখনো বিশ্বাস করি ইরান-সৌদিআরব-মিসর-তুরস্ক-পাকিস্তান এক হলে বিশ্বের সব দেশ মুসলিমদের স্যালুট দিতে বাধ্য থাকবে।
কিন্তু ইহুদি- মার্কিন চক্র কখনোই মুসলিমদেশগুলোকে শক্তিশালী হিসেবে দেখতে চায় না তাই তারা আমাদের এক দেশকে অন্য দেশের বিরুদ্ধে ক্ষেপিয়ে রেখেছে।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


খেজুর মেজুর খেয়ে শান্ত থাকলেই ভালো; আশাকরি আহমেদি নেজাদ হজে যাবার ভিসা পাননি।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: যিনি শিয়া সুন্নি বিরোধ দূর করতে পারবেন তিনি যেই হোক তাকে সন্মান করবো।

২| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লিখেছেন ।
শুভেচ্ছা রইল

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: শুভেচ্ছা রইলো

৩| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৪

চাঁদগাজী বলেছেন:


দেশ ভেংগে গেলে জোড়া লাগার সম্ভাবনা আছে; ধর্মের বিভক্তি এক হওয়ার সম্ভাবনা লজিক্যালী অসম্ভব, মিরাকলের দরকার হবে।

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অস্বীকার করি না। তবুও নাম ত মুসলমান। এক আল্লাহ্‌, এক কোরআন ও রাসুলের অনুসারী।

৪| ৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৪০

ওসেল মাহমুদ বলেছেন: এক আল্লাহ্‌, এক কোরআন ও রাসুলের অনুসারী সকলেই মুসলিম ! এক মুসলিম দেশে অন্য একটি মুসলিম দেশের ভাইয়েরা পবিত্র হজ পালন করতে এসেছেন একে অপরকে আপন করে নিচ্ছেন এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে। ইহুদি- মার্কিন চক্র কখনোই মুসলিমদেশগুলোকে শক্তিশালী হিসেবে দেখতে চায় না ! ইরান-সৌদিআরব-মিসর-তুরস্ক-পাকিস্তান এক হলে বিশ্বের সব দেশ মুসলিমদের স্যালুট দিতে বাধ্য ! একমত !

৩১ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৫| ০১ লা আগস্ট, ২০১৭ রাত ১২:০০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ইরানীদের শুভ বুদ্ধির উদয় হয়েছে...

০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৬:১০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সবার শুভ বুদ্ধির উদয় হউক একসাথে মিলেমিশে থাকুক এটাই কামনা করি।

৬| ০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৬:৪২

আবু মুছা আল আজাদ বলেছেন: যে উপায়েই হোক বিরোধ দূর হয়ে সহনশীলতা ও ভালবাসার পথে আসাতে উভয়কেই স্বগতম জানাই

০১ লা আগস্ট, ২০১৭ ভোর ৬:৪৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত। শিয়া সুন্নি সব মুসলিম ভাই-ভাই হয়ে থাকুক এই প্রত্যাশা করি।

৭| ০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৭

কিছু বলার বাকি বলেছেন: জন্মগতভাবে এবং মেনে বুঝে হতে পারেন আপনি একজন মুসলিম কিন্তুু এটা কিভাবে সম্ভব যে, আপনি সুন্নী আবার আপনার একটা মাযহাব ও আছে । কুরআন ও সুন্নাহ মেনে প্রকৃত মুসলমান হওয়াটাই আসল । নানা মত, নানা পথ হানাহানি তৈরী করে ।

০১ লা আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কোরআন, হাদিসের কোথায় শিয়া/সুন্নি বলা আছে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.