নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

নেইমারকে দেওয়া টাকায় কি কি করা সম্ভব!!

০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭

সম্প্রতি সব থেকে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে নেইমারের দল বদল।
অনেকে বলছে নেইমারের বাবার অর্থ লোভের ফলেই নেইমার বার্সা থেকে পিএসজিতে পাড়ি জমিয়েছে। অন্যদিকে নেইমার দাবী করেছে সে তার হৃদয়ের দাবী মেটাতেই পিএসজিতে নাম লিখিয়েছেন। তবে নেইমারকে পাওয়া কিন্তু এত সহজ ছিল না পিএসজির জন্য। বার্সাকে এজন্য তাদের ২২ মিলিয়ন ইউরো পরিশোধ করতে হয়েছে।

এখন আমরা দেখে নিতে পারি এই বিপুল অর্থ দিয়ে কি কি করা যেতে পারে??

তিনটি বোয়িং ৭৩৭-৭০০

নেইমারের ট্রান্সফার ফি দিয়ে তিনটি বোয়িং ৭৩৭-৭০০ যাত্রীবাহী বিমান কেনা সম্ভব। এ ছাড়াও এ দামে নেইমারের বদলে দুইটি ব্যক্তিগত জেট বিমান কেনা যাবে।

স্প্যাগেটি দিয়ে পুরো বার্সেলোনা ঢেকে দেওয়া যাবে

স্প্যাগেটি ইতালির ঐতিহ্যবাহী খাবার। দেখতে নুডলসের মতো এ খাবার এখন সারা বিশ্বে জনপ্রিয়। নেইমারকে পিএসজি যে দামে কিনেছে, তা দিয়ে স্প্যাগেটি কিনে গোটা বার্সেলোনা শহর ঢেকে দেওয়া সম্ভব। স্পেনের শহর বার্সেলোনার আয়তন ১০১ বর্গ কিলোমিটার।

১৫৩ ‘ক্লোন’ নেইমার

প্রতিটি মানব ‘ক্লোনিং’য়ে খরচ পড়ে ১২ লাখ ৯০ হাজার পাউন্ড। এই হিসেবে এই বিপুল অর্থে বরং ১৫৩ জন ‘ক্লোন’ নেইমার বানানো সম্ভব!

স্কটল্যান্ডের ৭৯২ টি দ্বীপ !

৬৩.৭৫ একরের এই দ্বীপটি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। স্কটল্যান্ডের শেটল্যান্ডের উপকূলের এই দ্বীপের দাম মাত্র আড়াই লাখ পাউন্ড। অর্থাৎ নেইমারের দামে এ রকম নয়নাভিরাম দ্বীপ ৭৯২টি কেনা সম্ভব।

গেম অব ত্রোনসের ২৬টি এপিসোড

ফোর্বসের দাবি, গেম অব ত্রোনসের এবারের প্রতিটি এপিসোডে ১০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। নেইমারের দামে এমন ২৬টি এপিসোড বানাতে পারত এইচবিও।

৯৯টি বুগাত্তি ভেরন

এই দুর্দান্ত গাড়ির দাম ২ মিলিয়ন পাউন্ড। নেইমারের দামে চাইলেই ৯৯টি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সুপার কার কেনা সম্ভব।

৭ কোটি পাত্র কফি!

বিখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাকস তাদের কফির জন্য ৩.৭৫ ডলার নেয়। অর্থাৎ নেইমারকে না কিনে এই অর্থে ৭ কোটি মানুষকে কফি খাওয়াতে পারত পিএসজি!

বিল গেটসের বাড়ি

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি তাঁর বাড়ি বানাতে খরচ করেছেন ১২৫.৫ মিলিয়ন ডলার। নেইমারের অর্থে এমন দুটো বাড়ি কেনা সম্ভব। এরপরও হাতে কিছু টাকা থাকবে!

নেইমারের দামে যা করা যাবে না!

ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত দেয়ালটা বানানো সম্ভব নয় নেইমারের দামে। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে দেয়াল বানানোর ইচ্ছে ট্রাম্পের সেটা বানাতে নেইমারকে ৯৫ বার দল বদলাতে হবে!

তথ্য সুত্রঃ প্রথম আলো ক্রীড়া ডেস্ক

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: বাপরে বাপ!!

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হিম সবই টাকার খেলা!!

২| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০৮

চিটাগং এক্সপ্রেস বলেছেন: এমন একজন ফুটবলার যদি বাংলাদেশে থাকতো

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই !!!!!

৩| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২

প্রোলার্ড বলেছেন: বার্সার মেসি - সুয়ারেজের নেইমার কি পিএসজিতে সেরকম কাউকে পাবেন ? যদি একাই পারতেন তাহলে ব্রাজিলের মাটিতে ব্রাজিল কাপ জিততো।

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দেখা যাক। শুভ কামনা করবো তার জন্য। অন্তত পিএসজির টাকাটা হালাল করা উচিৎ

৪| ০৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ফাটাফটি বিনিময় পর্ব সাজিয়েছেন :) =p~ =p~ =p~ =p~

০৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ

৫| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫১

ভাললাগে না বলেছেন: কি কি পারা যাবে তার চেয়ে কি পারা যাবে না তা ভাল লাগল।

০৫ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

৬| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৩

বিজন রয় বলেছেন: ব্যাপার না।

কাতারীয় তেলের টাকা।

৭| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৯

কাল্লে জাকোলা বলেছেন: এই টাকায় বাংলাদেশে কয়টি জুনিয়র স্কুল দেওয়া যেত, সেটি বলবেন কি।

৮| ০৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:


নেইমার ভালো থাকুক; দারিদ্রতায় অনেক ভুগেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.