নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্রপতি হবার দৌড়ে প্রধান বিচারপতি, দুদক পারবে কি বাধা হয়ে দাঁড়াতে!!

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৪

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১২৬টি অভিযোগ উত্থাপিত হয়েছে দুর্নীতি দমন কমিশনে!!
অভিযোগ গুলো সবই প্রধান বিচারপতি হবার আগে সংগঠিত। অভিযোগ গুলোর মধ্যে দুদকের কাজে বাধা দেয়ার অভিযোগও রয়েছে। রয়েছে বিচারধীন মামলায় পক্ষপাতদুষ্টতার অভিযোগ, পক্ষপাতমূলকভাবে জামিন দেওয়ার অভিযোগ।

দুর্নীতি দমন কমিশনের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এর মধ্যে কয়েকটি অভিযোগ সুনির্দিষ্ট আর্থিক লেনদেন বিষয়ে। দেশের প্রধান বিচারপতি বিরুদ্ধে এরকম তদন্ত কতটা আইনসম্মত জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘একমাত্র মহামান্য রাষ্ট্রপতিকে সংবিধান দায়মুক্তি দিয়েছে। আর কারও বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করা আমাদের আইনগত দায়িত্ব।’ তবে এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে যে সব আইনি প্রক্রিয়া তা পুর্বানুমতি নিতে হয়, তা গ্রহণ করেই দুদক এগুবে বলে জানা গেছে।

গত কয়েকদিন ধরে সরকারের বিভিন্ন পক্ষ থেকে প্রধানবিচারপতিকে পদত্যাগ করতে বলা হচ্ছে। এখন সম্ভাবত প্রধানবিচারপতি যদি পদত্যাগ না করে তবে তাকে দুর্নীতির দায় দিয়ে পদত্যাগে বাধ্য করা হবে। কিন্তু প্রস্ন থেকে যায় একজন দুর্নীতিবাজ(যদি অভিযোগগুলো আসলেই সত্যি হয়) লোককে প্রধান বিচারপতি করবার জন্য যারা তার সুপারিশ করেছে ও যিনি নিয়োগ দিয়েছেন তারা কি দুর্নীতিমুক্ত??
তারাও যদি দুর্নীতিবান হয়ে থাকেন তাহলে তাদেরও কি বিচার হওয়া উচিৎ না??

যত দিন পর্যন্ত প্রধানবিচারপতি সরকারের পক্ষে রায় দিয়েছেন তত দিন তিনি কি সৎ ছিলেন?? সরকারকে অপরিপক্ক বলতেই কি তিনি অসৎ হয়ে গেলেন?? তবে এটা এখন নিশ্চিত প্রধানবিচারপতি যদি এবারের চালেঞ্জ কাটিয়ে উঠতে পারেন তবে তিনি বাংলাদেশের প্রথম সংখ্যালঘু প্রেসিডেন্ট হবেন। এক সময় দাদাবাবুরা বলেছিলেন তাদের দেশে মুসলিম প্রেসিডেন্ট হলে বাংলাদেশে কেন হিন্দু প্রেসিডেন্ট হবে না??

বিশ্বাস করিনি তখন। ৯০% মসুলমানদের দেশে কোন যুক্তিতে তাদের বাহিরে কেউ প্রেসিডেন্ট পদ পাবে? যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম?? সংবিধানে বিসমিল্লাহ্‌ যুক্ত করা আছে!! তবে প্রথম মোহ ভেঙ্গেছিল যখন দেখলাম প্রধানবিচারপতির মত এত বড় সাংবিধানিক পদে বিচারপরি সিনহা সাহেবকে নিয়োগ দেওয়া হল। বিচারপতি হয়েই প্রথমে তিনি সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে গ্রীক দেবীর শাড়ি পরানো মূর্তি প্রতিষ্ঠা করলেন।

দেশব্যাপী তীব্র প্রতিবাদের মুখে অবশেষে গ্রীকদেবীর মূর্তি সরল কিন্তু ন্যায় প্রতিষ্ঠার লড়াইতে সম্ভাবত বিচারপতি নিজেকে সরালেন না !! একের পর এক সরকার বিরোধী বক্তিতা দিতে শুরু করলেন। আদালতের ভেতর ও বাহিরে দেশের সকল বিষয় নিয়ে তিনি ওছিয়ত দিতে শুরু করলেন। সর্বশেষ ষোড়শ সংশোধনী বাতিল করে সরকারের সাথে সরাসরি যুদ্ধ শুরু করেছেন তিনি। নিশ্চিতভাবেই যুদ্ধে জয় পেলে তার রাষ্ট্রপতি হওয়া নিশ্চিত, আর হেরে গেলে দাদারাতো আছেনই!!

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১২

মোঃ তানজিল আলম বলেছেন: মনে হয় তিনি হারলেও তার লাভ ছাড়া লস হবে না।

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:১৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক আমিও তাই মনে করি।

২| ২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৫

নিরাপদ দেশ চাই বলেছেন: ''Contempt of court, often referred to simply as "contempt", is the offence of being disobedient to or discourteous towards a court of law and its officers in the form of behavior that opposes or defies the authority, justice and dignity of the court''

প্রধান্মন্ত্রীর কথা নাহয় দই দিলাম। বিচারপতির রায়ের প্রতিক্রিয়ায় এক মন্ত্রী (হানিফ) বিচারপতিকে পাকিস্তান চলে যেতেবলেছেন, খাদ্যমন্ত্রী বলেছেন সিনহা সাহেবের পদত্যাগের পর কি হতে পারে তা কি তিনি একবারো ভেবেছেন? আরেক মন্ত্রী ( হাসান)তার দজায় লাথি মারার হুমকি দিয়েছেন। আইনমন্ত্রী এখন পর্যন্ত কোন বক্তব্য দেননি, তাই তার কাছেই অনুরোধ ''আদালত অবমাননা'' করার দায়ে এদের এখন পর্যন্ত গ্রেফতার করা হছে না কেন? কেন মন্ত্রীরা আইনের উর্ধে উঠে যাচ্ছে?

২৩ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অনেক বড় গেম প্লান নিয়ে সব কিছু সংঘটিত হচ্ছে। বিচারপতি নিজেই বলেছেন "আমরা বিচার বিভাগ ধৈর্য ধরছি"। এটা অনেক কিছুই মিন করে।

৩| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৩

এম আর তালুকদার বলেছেন: Wait and See..................

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক

৪| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

নীল আকাশ ২০১৬ বলেছেন: ইন্ডিয়া যদি চায় সিনহা বাবুকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে, তাহলে স্বয়ং হাসিনারও সাধ্য নাই তারে আটকায়। আওয়ামী লীগের প্রভু মোদী দেখতে সাদাসিধা, কিন্তু আসলে খুবই ভয়ঙ্কর।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দেখা যাক। কি হয়!!

৫| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৮

আজাবুল মরফুদ বলেছেন: মন্তব্য নিষ্প্রয়োজন এবং দেখার অপেক্ষায় পানি কতদূর গড়ায়।

২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৬| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: রাজনীতি খুব খারাপ জিনিশ।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৭| ২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

প্রািন্ত বলেছেন: এই দুর্নীতিদমন কমিশন আওয়ামী আজ্ঞাবহ। প্রধান বিচাপতিকে অপদস্থ করতে সরকার তার পেছনে লেগেছে।

২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: তাই মনে হচ্ছে।

৮| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে...

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: শেষ দেখার অপেক্ষায়

৯| ২৩ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৭

জাহিদ অনিক বলেছেন: কিসের সাথে কি মিশাচ্ছেন ভাই !
রাষ্ট্রপতি হবার দৌড়ে প্রধান বিচারপতি, দুদক পারবে কি বাধা হয়ে দাঁড়াতে!! এই লাইনের সাথে ৯০% মসুলমানদের দেশে কোন যুক্তিতে তাদের বাহিরে কেউ প্রেসিডেন্ট পদ পাবে? যেখানে রাষ্ট্রধর্ম ইসলাম?? এই কথার কানেকশান কোথায় ?


সংবিধানে বিসমিল্লাহ্‌ যুক্ত করা আছে!! এটা সংবিধানের সাথে কনফ্লিক্ট হয়ে যায়।

২৪ শে আগস্ট, ২০১৭ রাত ২:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভাই আপনি বুঝবেন না এখানে অনেক হিসেব আছে অনেক মোল্লারাও এখন তাকে রাষ্ট্রপতি মানতে রাজি।

১০| ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৫৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমার মনে হয় নিশ্চিত সরকারি কোন চাল এটা :)

২৪ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অসম্ভব নয়

১১| ২৪ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩

কানিজ রিনা বলেছেন: নীলআকাশ বলোছেন ইন্ডিয়া যদি
চায় সিনহা বাবুকে রাষ্ট্রপতি বানাতে তাহলে
স্বয়ং হাসিনাও আটকাতে পারবেনা। মদি বড়
ভয়ংকর। এটা কি করে হয়? বাংলাদেশে
নব্বই ভাগ মুসলিম দেশে একজন হিন্দু সিন্হা
রাষ্ট্রপতি হবে? আমরা নব্বই ভাগ মুসলিম কি
ইন্ডিয়ার দাশ নাকি? ইন্ডিয়ার মোড়লগীরি
রাস পেয়েছে অনেকটাই। ওদের এখন পোয়া
বারো চীন পাকিস্তানের যুদ্ধ হুমকী। ধন্যবাদ।

২৪ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অনেক কিছুই অস্পস্থ কখন কি হয় বলা যায় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.