নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

চীনা চাপের মুখে ডোকলাম থেকে ভারতীয় সেনা প্রত্যাহার!!

২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৫৪

অবশেষে টানা আড়াই মাস ধরে চলতে থাকা টান টান উত্তেজনার অবসান ঘটল। বেইজিং থেকে রয়টার্স জানিয়েছে, ভারত ইতিমধ্যেই তাদের সৈন্য ডোকলাম থেকে সরিয়ে নিয়েছে। আর এর মধ্য দিয়ে প্রায় দু’মাসব্যাপী টানাপড়েনের সমাপ্তি ঘটল।

ভারতীয় সংবাদ মাধ্যমে উভয় পক্ষ ডোকলাম থেকে সেনা সরিয়ে নিয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু চীন সে দাবী অস্বীকার করে ডেকলামে তাদের সেনা উপস্থিতির ঘোষণা করেছে। অন্যদিকে চীন ডোকলামের বিরোধপূর্ণ অঞ্চল থেকে ভারতের সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছে। ডোকলাম থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সেই সময় নেওয়া হলো, যখন ‘ব্রিকস’ শীর্ষ সম্মেলন শুরু হওয়ার মুখে। সেপ্টেম্বরের ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত চীনে এই সম্মেলন বসছে। তাতে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে সংকট কাটানো ও উত্তেজনা প্রশমনের এই সিদ্ধান্ত।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিইয়িং এক সংবাদ সম্মেলনে বলেন, আজ ভোরে ডোকলাম এলাকা থেকে সরে গেছে ভারতীয় সেনাবাহিনী। তিনি জানান, ভারতীয় সেনাদের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওই এলাকায় মোতায়েন চীনা সেনারা। এছাড়া, ভারতীয় বাহিনী তাদের সরঞ্জামও সিরিয়ে নিয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বিরোধপূর্ণ ওই এলাকায় টহল শুরু করেছে চীনা সেনারা। তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অনুপ্রবেশকারী সব ভারতীয় সেনাকে সরিয়ে ভারত সীমান্তের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে; আর চীনা সেনারা টহল শুরু করেছে।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৭

আবু তালেব শেখ বলেছেন: সিল্করোড তৈরির কোন খবর? ? রাস্তা তৈরির কাজ কি চালিয়ে যাবে চীনারা???

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই

২| ২৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
একটি অলিখিত সমঝোতার মাধ্যমে উভয়দেশের ভারি অস্ত্রসস্ত্র সহ সেনারা সরে গেছে, সুধু সিমান্তরক্ষীরা আছে।
রাস্তা ও বিতর্কিত সিমান্ত চিহ্ন নিয়ে পরে দ্বিপাক্ষিক আলোচনা হবে।

২৯ শে আগস্ট, ২০১৭ রাত ২:৫৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভারতের সৈন্যরা সরে গিয়েছে চীনের সৈন্যরা টহল দিচ্ছে

৩| ২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৫:৩৬

বিদ্যুৎ বলেছেন: ভারত বাংলাদেশের সীমান্তে বাঘের মত, পাকিস্তানের সীমান্তে কুকুরের মত আর চীনের সীমান্তে বিড়ালের মত। ভারত শুধু বাংলাদেশের সাথে মাস্তানি দেখাতে পারে। আমরা ভারত কে বন্ধু মনেকরি কিন্তু ওরা তা করেনা।

৪| ২৯ শে আগস্ট, ২০১৭ ভোর ৬:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
যে সৈন্যরা টহল দিচ্ছে তারা সিমান্তরক্ষী। এটা তাদের নিয়মিত ডিউটি।
ভারত ও চীন, ওরা নিজেদের ভালটা বুঝে। সবাই জানে যুদ্ধ কোন ভাল ফল বয়ে আনে না। কেউই যুদ্ধ চায় না।
এদেশের কিছু আবাল মাস খানেক জাবৎ যুদ্ধ যুদ্ধ বলে লাফাচ্ছিল।

পরে সব সপ্ন ভেস্তে যাওয়ার পর নতুন এক কাহিনী বের করে অন্ধকারেই লাফাচ্ছে।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনি ভাল করে চীনা বিবৃতিটি পড়েছেন বলে মনে হয় না। স্পষ্ট করে বলা আছে চীনা সেনা, সীমান্তরক্ষী বলা হয় নাই।

৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:২০

চুলবুল পান্ডে বলেছেন: পেইড এজেন্ট হাজির, তবে ঠেলার নাম বাবাজী। এমন প্যাঁদানি দিতো যে বাবার নাম খগেন হয়ে যেতো। লাঙ্গুল না নামিয়ে উপায় আছে। ৬২এর দগদগে ঘা এনও শুকোয়নি মাইরি।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ভালো বলেছেন

৬| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিদ্যুৎ বলেছেন: ভারত বাংলাদেশের সীমান্তে বাঘের মত, পাকিস্তানের সীমান্তে কুকুরের মত আর চীনের সীমান্তে বিড়ালের মত।
=p~ =p~ =p~ =p~ =p~ =p~

ভারত শুধু বাংলাদেশের সাথে মাস্তানি দেখাতে পারে। আমরা ভারত কে বন্ধু মনেকরি কিন্তু ওরা তা করেনা।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৭| ২৯ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭

টারজান০০০০৭ বলেছেন: সৈন্য সরাইয়া ভারত অতীব বীরত্বের সাথে তাহাদের মূল্যবান গোয়া বাচাইছে ! এহন বলিউডে সোলেমান খান ছিঃনেমা বানাইয়া জাতিরে বোঝাইবো কি বীরত্বের সাথে তাহাদের ধজঃভঙ্গ সৈন্যরা চীনা সৈন্যদের থেইকা গোয়া বাঁচাইছিলো ! সেইসাথে আমাদের দেশে থাকা তাহাদের ঘেটুপুত্রসকল পোন্দে মাতরম কইয়া ইন্ডিয়ান সৈন্যদের বীরত্বের কাহিনী ম্যাংগো পিপলরে শোনাইতে থাকিবে !

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হা হা দারুন বলেছেন।

৮| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০২

চুলবুল পান্ডে বলেছেন:

৩০ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৫৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.