নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনে ইরান ও তুরস্কের নিন্দা ও ঐক্য প্রতিষ্ঠার আহব্বান।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৪

রোহিঙ্গা ইস্যুতে হতাশা ও উদ্বেগের কথা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের যেকোনো জায়গায় মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন হোক না কেন ইরান তা সহ্য করবে না। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৃহস্পতিবার টেলিফোনে এসব কথা বলেন।
এরদোগানও মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনে দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি আঞ্চলিক সমস্যা সমাধানে ইরান ও তুরস্কের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

তুর্কি প্রেসিডেন্ট সঙ্গে ফোনালাপে ড. রুহানি বলেন, এ অঞ্চলের দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করতে কিছু দেশ তাদের ইচ্ছা চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। দুই প্রেসিডেন্ট দৃশ্যত ইরাকের কুর্দিস্তানে আসন্ন গণভোটের নামে বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপের কথা বলেছেন। আগামী ২৫ সেপ্টেম্বর ওই গণভোট অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন ইরাকের কুর্দি নেতারা।

ইরানি প্রেসিডেন্ট বলেন, এ ধরনের বিচ্ছিন্নতাবাদী প্রবণতা ও পারস্য উপসাগরীয় দেশগুলোতে যে সমস্যা তৈরি করা হয়েছে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তৈরি করা হয়েছে বলে ইরান কখনো বিশ্বাস করে না। আঞ্চলিক কয়েকটি দেশের নিরাপত্তাহীনতা ও সহিংসতায় দুঃখ প্রকাশ করে ড. হাসান রুহানি বলেন, এ অবস্থায় ইরান ও তুরস্কের আরো জোরালো ভূমিকা পালন করা উচিত।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মুসলিম দেশগুলোতে দ্রুত যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, আধিপত্যকামী শক্তিগুলোর নীতি আর কর্মসূচি মুসলমানদের মধ্যে ফেতনা ও বিভেদের আগুন ছড়ানোর কাজে ব্যস্ত রয়েছে।

তিনি বলেন, “মুসলিম বিশ্ব আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ নিরাপত্তাহীনতার অন্যতম কারণ হলো আমাদের উদাসীনতা এবং শত্রুদের নির্দয় আক্রমণ।” তিনি আরো বলেন,আমরা কাফেরদের বিরুদ্ধে আপোশহীন হওয়ার নীতি ভুলে গেছি, আবার নিজেদের মধ্যে পরস্পরে দয়া পরবশ হওয়ার শিক্ষাও ভুলে গেছি। এর পরিণতিতে ইহুদিবাদী শত্রুরা মুসলিম বিশ্বের মানচিত্রের একেবারে হৃদয়ের মাঝে ফেতনা-ফাসাদ সৃষ্টি করেই যাচ্ছে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


"তিনি আরো বলেন,আমরা কাফেরদের বিরুদ্ধে আপোশহীন হওয়ার নীতি ভুলে গেছি, আবার নিজেদের মধ্যে পরস্পরে দয়া পরবশ হওয়ার শিক্ষাও ভুলে গেছি। এর পরিণতিতে ইহুদিবাদী শত্রুরা মুসলিম বিশ্বের মানচিত্রের একেবারে হৃদয়ের মাঝে ফেতনা-ফাসাদ সৃষ্টি করেই যাচ্ছে। "

-মানুষকে কাফের কুফর ডাকে বেকুবেরা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: যারা আল্লাহ্‌ কে অস্বীকার করে তারা কাফের। আপনার অবশ্য ধর্মীয় জ্ঞান কতটুকু আছে প্রস্নবিদ্ধ।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

চাঁদগাজী বলেছেন:


ওরা বাংলাদেশে এসে, সরকারের সাথে বসে, রোহিংগাদের জন্য একটা ব্যবস্হা করছে না; শুধু দু:খ প্রকাশ করে কি হবে?
হাজার ব্লগার ও কোটি বাংগালী দু:খ প্রকাশ করছে, ও বাংলাদেশে রোহিংগারা আসছে!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: বাংলাদেশ সরকারই রোহিঙ্গাদের পাশে না দাড়িয়ে বরং রোহিঙ্গা দমনে মিয়ানমারকে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। কিভাবে তারা বাংলাদেশের সাথে বসবে। আপনি খবর কি রাখেন বুঝি না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: মালায়শিয়ার সরকার রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিয়েছে অথচ সেই ত্রাণ নিজ এলাকার ভোটারদের মধ্যে বিলি করছে সরকারি এম্পি। কোন ভরসায় বাংলাদেশের সরকারের পাশে দাঁড়ানো যায়!

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


"রোহিঙ্গা ইস্যুতে হতাশা ও উদ্বেগের কথা তুলে ধরে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বের যেকোনো জায়গায় মুসলমানদের বিরুদ্ধে নির্যাতন হোক না কেন ইরান তা সহ্য করবে না। "

-তা'হলে, মুসলমান ব্যতিত, অন্যদের উপর নির্যাতন হলে, ইরান সহ্য করে যাবে? এই জন্য তেল পেয়েও বেকুবেরা মানুষ হতে পারলো না!

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এক মুসলিম অন্য মসুলমানের ভাই। সুতরাং মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের পবিত্র ধর্মীয় দায়িত্ব।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনার কাছে অবশ্য ধর্মের গুরুত্ব আছে বলে মনে হয় না।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২২

সামিউল ইসলাম বাবু বলেছেন: একটা ভালো উদ্যোগ

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

ত্রিকোণমিতি বলেছেন: চাঁদগাজী ভাই আপনার মনোভাবটা বুঝলাম না

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: গাজি ভাই এলিয়েন উনাকে বোঝা সহজ নয়

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১৪

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: তিনি বলেন, “মুসলিম বিশ্ব আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ নিরাপত্তাহীনতার অন্যতম কারণ হলো আমাদের উদাসীনতা এবং শত্রুদের নির্দয় আক্রমণ।” তিনি আরো বলেন,আমরা কাফেরদের বিরুদ্ধে আপোশহীন হওয়ার নীতি ভুলে গেছি, আবার নিজেদের মধ্যে পরস্পরে দয়া পরবশ হওয়ার শিক্ষাও ভুলে গেছি। এর পরিণতিতে ইহুদিবাদী শত্রুরা মুসলিম বিশ্বের মানচিত্রের একেবারে হৃদয়ের মাঝে ফেতনা-ফাসাদ সৃষ্টি করেই যাচ্ছে।

উনি খুবই সত্য কথা বলেছেন। ইহুদী-খ্রিস্টানরা সেই একই পুরোনো কৌশল ব্যবহার করে যাচ্ছে অথচ মুসলিম শাসকদের কোন হুশ নাই। শাসক নামের অপদার্থ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩০

প্রভুরূপী মানুষ বলেছেন: বাল-গাজীঁ না চোর-হাজীঁ এই নাস্তিকের বাচ্চার ধর্ম নিয়ে সব কিছুতে এত চুলকানি কেন? বুঝি না।প্রত্যেকটা ধর্মীয় পোস্টে সালার কুত্তা দাচো মার্কা কমেন্ট থাকবেই।অাগে জানতাম নাস্তিকেরা নাকি যুক্তি তর্কে বিশ্বাসী, এখন দেখি যুক্তি তর্ক না বরং সালাদের কাজই হচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতিতে অাঘাত দেওয়া।।।।
অার যুক্তি, তর্ক। হা হা যে বালের যুক্তি দিয়ে কথা বলে ক্লাস ওয়ানের একটা বাচ্চা পড়লে ও বুঝতে পারবে এগুলো যে ভিত্তিহীন।
সোজা কথা তোদের ব্যাপারে অামরা নাক গলায় না, তোরা কেন অামাদের ব্যাপার নাক গলাতে অাসিস???তা ও অাবার অাবাল মার্কা যুক্তি দিয়ে....
বাংলাদেশের বর্তমানে যত সমস্যা অাছে সবগুলোর কারণ তোরা।বাংলার মানুষ ভালো থাকুক সেটা তোরা চাস না।তোদের কাজ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় দিক দিয়ে ঝগড়া লাগিয়ে মাঝ দিয়ে মজা নেওয়া।
ইহুদীদের কাফের বললে তোদের সমস্যা কারণ তোরা প্রত্যেকটা নাস্তিক প্রকৃতিগত ভাবে ইহুদীদের দোচা।
মানবতা দাচোস, ইহুদীদের কিছু বললে তোদের ডায়রিয়া হয়ে যায়।অার হাজার হাজার নিরপরাধ মানুষদের কুত্তার মত গুলি করে মারলে ও তোদের গায়ে লাগে না।তখন তোরা মানবতার ট্যাবলেট গুলিয়ে স্যালাইন বানিয়ে অপেক্ষা করিস কাকে গুয়া মারবি।
ভাল থাকতে ভাল লাগে না।
""'শুধু দু:খ প্রকাশ করছে''''দু:খ প্রকাশ করবে না, কি চোরে ভরা বাংলাদেশে এসে ত্রাণ দিবে।বর্তমানে বাংলাদেশের বেশি ভাগ মানুষই চোর। অারে শুকুরের বাচ্চা যার যতটুকু সাম্যর্থ অাছে সেটা করতেছে।অার এটাই মানবতা।তোদের মত মানবতা,মানবতা বলে কুত্তার মত ঘেউ ঘেউ করছে না।
সময় থাকতে ভালো হয়ে যা,সালা ছাগলের তিন নাম্বার বাচ্চা। নইতো রাজিব কুত্তারে মনে অাছে????
সবার কাছে অান্তরিক ভাবে দু:খিত বাজে কমেন্ট করার জন্য।কিন্তু কি করার বাল-গাজীঁ সালার ধর্ম নিয়ে লাফালাফি দেখলে মাথা ঠিক থাকে না।
বাল-গাজীঁ না চোর-হাজীঁ এই নাস্তিকের বাচ্চার ধর্ম নিয়ে সব কিছুতে এত চুলকানি কেন? বুঝি না।প্রত্যেকটা ধর্মীয় পোস্টে সালার কুত্তা দাচো মার্কা কমেন্ট থাকবেই।অাগে জানতাম নাস্তিকেরা নাকি যুক্তি তর্কে বিশ্বাসী, এখন দেখি যুক্তি তর্ক না বরং সালাদের কাজই হচ্ছে মানুষের ধর্মীয় অনুভূতিতে অাঘাত দেওয়া।।।।
অার যুক্তি, তর্ক। হা হা যে বালের যুক্তি দিয়ে কথা বলে ক্লাস ওয়ানের একটা বাচ্চা পড়লে ও বুঝতে পারবে এগুলো যে ভিত্তিহীন।
সোজা কথা তোদের ব্যাপারে অামরা নাক গলায় না, তোরা কেন অামাদের ব্যাপার নাক গলাতে অাসিস???তা ও অাবার অাবাল মার্কা যুক্তি দিয়ে....
বাংলাদেশের বর্তমানে যত সমস্যা অাছে সবগুলোর কারণ তোরা।বাংলার মানুষ ভালো থাকুক সেটা তোরা চাস না।তোদের কাজ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় দিক দিয়ে ঝগড়া লাগিয়ে মাঝ দিয়ে মজা নেওয়া।
ইহুদীদের কাফের বললে তোদের সমস্যা কারণ তোরা প্রত্যেকটা নাস্তিক প্রকৃতিগত ভাবে ইহুদীদের দোচা।
মানবতা দাচোস, ইহুদীদের কিছু বললে তোদের ডায়রিয়া হয়ে যায়।অার হাজার হাজার নিরপরাধ মানুষদের কুত্তার মত গুলি করে মারলে ও তোদের গায়ে লাগে না।তখন তোরা মানবতার ট্যাবলেট গুলিয়ে স্যালাইন বানিয়ে অপেক্ষা করিস কাকে গুয়া মারবি।
ভাল থাকতে ভাল লাগে না।
""'শুধু দু:খ প্রকাশ করছে''''দু:খ প্রকাশ করবে না, কি চোরে ভরা বাংলাদেশে এসে ত্রাণ দিবে।বর্তমানে বাংলাদেশের বেশি ভাগ মানুষই চোর। অারে শুকুরের বাচ্চা যার যতটুকু সাম্যর্থ অাছে সেটা করতেছে।অার এটাই মানবতা।তোদের মত মানবতা,মানবতা বলে কুত্তার মত ঘেউ ঘেউ করছে না।
সময় থাকতে ভালো হয়ে যা,সালা ছাগলের তিন নাম্বার বাচ্চা। নইতো রাজিব কুত্তারে মনে অাছে????
সবার কাছে অান্তরিক ভাবে দু:খিত বাজে কমেন্ট করার জন্য।কিন্তু কি করার বাল-গাজীঁ সালার ধর্ম নিয়ে লাফালাফি দেখলে মাথা ঠিক থাকে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.