নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ইরানি \'মিসাইল বোটের সতর্ক সংকেতে গতিপথ পরিবর্তন মার্কিন যুদ্ধ জাহাজের

১০ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

ওমান সাগরে আমেরিকার একটি যুদ্ধজাহাজ ইরানি বোটের দিকে আসার জন্য উদ্যত হলে ইরানি মিসাইল বোট থেকে তাকে সতর্ক করা হয়।
ইরানের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে "শামস নামের বোটটি তার ইঞ্জিন পরীক্ষার জন্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাস্ক বন্দর থেকে সমুদ্রযাত্রা করে এবং ৪৫ কিলোমিটার যাওয়ার পর ইঞ্জিনটিতে সমস্যা দেখা দেয়। এসময় স্থির হয়ে থাকা ইরানী বোটটির দিকে অপেশাদার ভাবে কাছাকাছি অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে আসে। একই সময় ইরানী মিসাইলবাহী জাহাজ ইরানী বোটটিকে উদ্ধারে এগিয়ে এসে মার্কিন জাহাজটিকে সতর্ক বার্তা দেয়। ইরানি বোটের সতর্কবার্তা এবং মিসাইল বোটের সময়মতো উপস্থিতির কারণে মার্কিন যুদ্ধজাহাজটি ওই এলাকা ছেড়ে চলে যায়।

গত কয়েক মাস ধরে পারস্য উপসাগরে ইরান ও আমেরিকার যুদ্ধজাহাজ বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে চলে গেছে। এসব ঘটনায় ওয়াশিংটন মার্কিন যুদ্ধজাহাজকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ইরানকে দায়ী করেছে। তবে ইরানের নৌবাহিনী বলছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন যুদ্ধজাহাজগুলো তাদের চলাচলের ধরণ বদলেছে এবং বহুবার ইরানি নৌযানের কাছে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে।
এর আগে মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে সমন্বয়ের প্রস্তাব উড়িয়ে দিয়েছে ইরান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬

চাঁদগাজী বলেছেন:


লেখাটা অনেকক্ষণ আলোচিত ব্লগে আছে, ৩১৫ বার দেখা হয়েছে, কোন ব্লগার মন্তব্য করেননি; কোথায়ও নিশ্চয় সমস্যা আছে; মনে হয়, বিষয়টি গুরুত্বপুর্ণ নয়, এবং এনালাইসিস, পর্যবেক্ষণ কিছুই নেই

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

ব্লগ মাস্টার বলেছেন: ভালো হচ্ছে সব দেশে আস্তে আস্তে যুদ্ধ লাগছে মনে হয় ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অ্যামেরিকা যত দিন থাকবে তত দিন বিশ্বে অশান্তি যুদ্ধ লেগে থাকবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.