নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার জন্য কাতালানবাসীর গণভোট বনাম বার্সার জয়

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:০২

এক দিকে কাতালান স্বাধীনতার জন্য গনভোট, যেখানে বাঁধা দিয়েছে স্পেন সরকার, ৪৬০ জনকে আহত করেছে তাদের পুলিশ। ভোট দেবার বুথগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের নির্দেশে!

বার্সেলোনার মাঠে অন্য দলতি খেলতে এসেছে স্পেনের পতাকা জার্সিতে জরিয়ে অন্যদিকে নিজ মাঠে কাতালান বাসি তাদের নিজেদের পছন্দের দলের খেলা দেখবার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। বার্সেলোনা কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে এর আগে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিল।
কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে সমর্থনকারিদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে, রাবার বুলেটও ছুড়েছে। এর মধ্যে বার্সেলোনা ম্যাচ খেলতে রাজি ছিল না। সন্ত্রাসী হামলায় এই শহরে কিছুদিন আগে হতাহতের ঘটনা ঘটেছে। বার্সা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিল।

ধারনা করা হচ্ছিল আজকের খেলা নাও হতে পারে!! মানুষিকভাবে বিধ্বস্ত বার্সেলোনা আবেদন করে ছিল, ম্যাচ পেছানোর জন্য কিন্তু লা লিগা কর্তৃপক্ষ লীগের খেলা পেছাতে রাজি হয় নাই! এরই মধ্যে টিভিতে দুই ধরনের খবর ছড়িয়ে পড়ে, একপক্ষ দাবী করে আজকের খেলা পিছিয়ে দেওয়া হয়েছে, অন্যসুত্র দাবী করে আজকের খেলা চলবে কিন্তু মাঠে দর্শক থাকতে পারবে না!

অবশেষে সব জল্পনা-কল্পনা শেষ করে কাতালানিয়ার স্বাধীনতার বিপক্ষের দল লাস পালমাসকে কাতালানবাসীর প্রিয় দল মাঠের লড়াইয়ে পরাজিত করেছে। এত মানুষিক চাপ নিয়েও মেসির দল ৩-০ তে জিতে তবেই ম্যাচ শেষ করেছে। আর যেখানে মেসির অবদান ডাবল গোল!!

ধারনা করা হচ্ছে এই দফায় হয়ত কাতালানিয়াকে স্পেন থেকে স্বাধীন হতে বাঁধা দিতে পেরেছে স্পানিস কর্তৃপক্ষ তবে নিঃসন্দেহে এক দিন কাতালানবাসী স্বাধীন হবেই। সেদিন হয়ত আজকের ম্যাচ নিয়ে তারা গর্ব করবে।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:১৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: ওইদিকে কুর্দিরাও স্বাধীনতা চাচ্ছে। আজকাল বিশ্ব অনেক কিছুই লক্ষ্য করছে। সবকিছু কেমন অস্থিরময়।

০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

২| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

মলাসইলমুইনা বলেছেন: আমি ক্যাটালুনিয়ার স্বাধীনতার পুরোই বিরুদ্ধে ! এই স্বাধীনতা পেয়ে গেলে বার্সা রিয়েল মাদ্রিদকে তিন গোলে না হোক অন্তত ২-০ গোলে হারাক প্রতি ম্যাচে আমাদের সেই স্বাপ্নিক চাওয়ার কি হপে ?

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:২১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কাতালান স্বাধীন হলে তখন বার্সেলোনা ম্যানচেস্টার ইউনাইটেড খেলা হবে, চিন্তার কিছু নাই।

৩| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ১:৩৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: রিয়াল মাদ্রিদকে হারানোর চেয়ে কাতালানবাসীর স্বাধীনতা অনেক বড়...

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৪| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৫

মলাসইলমুইনা বলেছেন: হয়তো আপনার কথাই ঠিক | কিন্তু ক্যাটালুনিয়া খুব বেশি বড়তো কোন জায়গা নয় | স্বাধীনতা পেলে তাদের প্রভাব ইইউ- তে কেমন হবে বা তাদের এখনকার অর্থনৈতিক শক্তি (স্পেন) হিসেবে যেমন আছে তেমন থাকবে কিনা সে রকম প্রশ্নগুলোও কিন্তু আছে | ক্যাটালুনিয়া স্প্যানিশ ভাষায় কথা বলে, এদের সংস্কৃতিও এক রকম, মিলই বেশি অমিলের চেয়ে | ও,আরেকটা খুবই জরুরি ব্যাপার, লা লিগার থেকে বার্সিলোনা বাদ পরে যাবে ভিন্ন দেশ হওয়ায় ! পৃথিবীর শান্তির একটা ব্যাপার কমবে (বার্সিলোনার খেলায় আর সেই খেলা দেখায় মনে একটা বিরাট শান্তি শান্তি ব্যাপার আছে সেটা নিশ্চই মানবেন )| অতি ন্যাশনালিস্টরা পৃথিবীতে ঝামেলাই শুধু বাড়ায় | তাই আমার মনে হয় এখানে একটা সমঝোতা হলেই ভালো |

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনি কাতালান সম্পর্কে খুব কম জানেন মনে হয়, কাতালানের ভাষা আলাদা ভাষা আছে যা কাতালান ভাষা নামে পরিচিত। যে ভাষায় ৯ মিলিয়ন লোক কথা বলে। কাতালানদের আলাদা সংস্কৃতি রয়েছে যা স্পেনের থেকে সম্পূর্ণ আলাদা। আর তাদের অর্থনীতি স্পেনের মধ্যে সব থেকে ভালো অবস্থানে আছে।

৫| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: @মলাসইলমুইনা - বার্সেলোনার আবেদন কখনোই কমবে না। কাতালুনিয়া - কাশ্মির, আসাম, বেলুচিস্তান এর মত হবে না। তারা স্বাধীনতা পেলে নিজেরা দাঁড়িয়ে যেতে পারবে। তাদের নাকি আলাদা ভাষাও আছে। তবে আমার মনে হয় কাতালুনিয়া স্বাধীন হয়ে গেলে স্কটল্যান্ডও স্বাধীনতা চাইবে। এরপর হয়তো কুর্দি...

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এর পর নিঃসন্দেহে স্কটল্যান্ড স্বাধীনতা চাইবে।

৬| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:৪৮

মলাসইলমুইনা বলেছেন: ক্যাটালুনিয়া সম্পর্কে আপনার আশাবাদ হয়তো সত্যি | আমি তাদের স্বাধীনতার বিরুদ্ধে তা নয় | ক্যাটালান ভাষা স্প্যানিশ হতে আলাদা কিন্তু মিলও আছে | ক্যাটালান ভাষাটা কিন্তু শুধু বার্সিলোনা নয় ভ্যালেন্সিয়া (স্পেনের অন্যতম বড় শহর) আর নর্থ ইস্ট স্পেনের আরো কিছু শহরেই বলে | কিন্তু আমি জানিনা ভ্যালেন্সিয়াও স্বাধীনতা চায় কিনা | আমি আসলে ক্যাটালুনিয়া আর স্পেনের সমস্যাগুলো নিয়ে অনেক জনিনা | কিন্তু এটুকু বুঝতে পারছি যে এখানে অবস্থাটা কাশ্মিরের মত না | কাশ্মীরে ভাষা, সংস্কৃতি, ধর্ম সবই আলাদা | এখানে তাই বিভেদটা অনেক বেশি | আসাম আর বেলুচিস্তান -এর সমস্যাটাও হয়তো কাশ্মীরের মতো না, ভিন্ন প্রকৃতির | স্কটল্যান্ডের স্বাধীনতা মনে হয় হয়েই যাবে | তাদের ঐতিহাসিক একটা দ্বন্ধ আছে ইংল্যান্ডের সাথে | স্কটল্যান্ড তো আলাদা দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলেও খেলে | সব সময়ের জন্য এটা এড়ানো যাবে মনে হয় না | এদের সবার থেকেই ক্যাটালুনিয়া আর স্পেনের সমস্যার প্রকৃতি ভিন্ন আর সবচেয়ে বেশি মিনিমাইজেবল মনে হয় আমার কাছে |তাই সমঝোতার একটা সুযোগ থাকলে ক্যাটালুনিয়া আর স্পেনের সেটাই মনে হয় করা উচিত |

০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৮:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনি নিজেই বলছেন ঐতিহাসিক দন্দ, হ্যাঁ কাতালানদের সাথে স্পেনের ঐতিহাসিক দন্দ আছে। কাতালান এক সময় স্বাধীন ছিল কিন্তু স্পেনের শাসকরা ১৫ শতকের পরে ইসাবেলার সময়ে কাতালান স্পেনের অংশে পরিনত হয়। তবে তারা স্বায়ত্তশাসন ভোগ করছিল। আর কাতালানবাসী কখনোই তাদের স্পানিস ভাবে না, স্পানিস জাতীয়তাবাদের প্রতি তাদের বিন্দুমাত্র আগ্রাহ নাই সুতরাং তাদের মধ্যে ইমোশনাল কোন আটাচমেন্ট নেই।

৭| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬

মলাসইলমুইনা বলেছেন: আপনার কথার সাথে একমত হলাম | আমি আগেই বলেছি যে ক্যাটালুনিয়ার স্বাধীনতা নিয়ে স্পেন আর কাতালুনিয়া-র এই সাম্প্রতিক ঝামেলা নিয়ে আমি অনেক জানিনা | ক্যাটালুনিয়া স্পেনের জিডিপি-র প্রায় ২0% উৎপাদন করে | এটা অনেকখানি আপনি যদি গ্রেট ব্রিটেনের অর্থনীতিতে স্কটল্যান্ডের ৯% জিডিপি কন্ট্রিবিউশনের কথা চিন্তা করেন | কিন্তু সিএনবিসি-র একটা রিপোর্ট (দুই বছর আগের) মন্তব্য করেছে যে ক্যাটালুনিয়ার স্বাধীনতার ক্ষেত্রে একটা বড় ইস্যু হলো স্পেনের বৈদেশিক ঋণটা কেমন ভাবে ভাগ হবে এক্ষেত্রে | ক্যাটালুনিয়ার যদি স্পেনের মোট ঋণের ২০%-এর দায় নিতে হয় তবে সেটা এর স্বাধীন ক্যাটালুনিয়ার ইকোনোমিতে খুবই ঝামেলা করবে কারণ ক্যাটালুনিয়ার মূল অর্থনৈতিক শক্তি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর আর সেটার গ্রোথ স্পেনের অন্য অংশগুলোর থেকে হিস্টোরিক্যালি বেশি দ্রুত নয় | তাই স্পেনের মোট ঋণের কত অংশ এর নিতে হবে তা একটা বিরাট প্রভাব ফেলবে স্বাধীন ক্যাটালুনিয়ার অর্থনীতিতে | এই ঝামেলা কিন্তু সামান্য না কোনো ভাবেই |আপনি পনেরো শতাব্দীর কুইন ইসাবেলার সময় কালের যে দ্বন্দ্বের কথা বলেছেন সেটা আমি জানতাম না | সেই হিস্টোরিক দ্বন্দ্ব কিন্তু ধরেন ত্রিশ চল্লিশ বছর আগেও ততো প্রকট হয়ে উঠেনি | ক্যাটালুনিয়ার স্বাধীনতার দাবি জোরালো হয়েছে (ভোটাভুটির পর্যায়ে গেছে) গত ১০/১৫ বছরে | তাই কালচারাল একটা এসিমিলেশন সেখানে হয়েছে সেটাই আমার মনে হয় (জানি না অবশ্য কতটা ঠিক এই ধারণা) | যাক অনেক ধন্যবাদ নেবেন | আপনার মন্তব্য থেকে নতুন কিছু জিনিস জানলাম |

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনি হয়ত জানেন কিনা কাতালান প্রদেশ স্পেনের খরচ কমাবার নীতির সাথে একমত নয় কেননা তাদের রপ্তানি আয় স্পেনের মোট আয়ের ২৫%, এমনকি স্পেনের ইন্ডাস্ট্রির আয়ের ২৩% আসে কাতালান থেকে সম্পূর্ণ স্পেনের জন প্রতি আয় ২০১৭ সালে যখন ৩৮ হাজার ডলার তখন কাতালানের ২০১২ সালেই ছিল ৪৩ হাজার ডলার। সুতরাং স্পেনের ঋণের বোঝা কাতালান সহ্য করবে না। আর ২০১২ সালের পর স্পেনের সাংবিধানিক আদালত কাতালান সরকারের অনেক ক্ষমতা কমিয়ে দিয়েছে, এমনকি তাদের জাতীয়তা কাতালানিয়ানের পরিবর্তে স্পানিস হিসেবে দেখিয়েছে যা তারা মানতে ইচ্ছুক নয়।

৮| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৫

বারিধারা বলেছেন: কাতালানবাসীর উপর কোন নিধনযজ্ঞ চালানো হয়নি, তারপরেও তারা স্বাধীনতা পেয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য কাশ্মীর, মিন্দানাও, জিনজিয়াং আর রাখাইনবাসীর। প্রজন্মের পর প্রজন্ম জীবন দিয়েও তার নিশ্চিত জীবনের অধিকারী পর্যন্ত হতে পারছেনা।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কালকের গনভোটের খবর কতটা দেখেছেন জানিনা ইউরোপের মত অঞ্চলেও ৭৬০ জন আহত হয়েছে, কিন্তু কাতালানরা ভোট দিয়েছে। সুতরাং আন্দোলন-সংরামের বিকল্প নেই, বিশেষ করে এশিয়ার দেশগুলোতে শাসকরা অনেক খারাপ তারা ক্ষমতার জন্য হাজার হাজার মানুষ খুন করতেও দ্বিধা করে না সেখানে স্বাধীনতার জন্য লক্ষ প্রাণ দিতে প্রস্তুত থাকতে হবে।

৯| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৮

উচ্ছল বলেছেন: বিচ্ছিন্নতা ভালো নয়, তবুও জনগন চাইলে কাতালান স্বাধীন হোক।

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

১০| ০২ রা অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

রুহুল আমিন খান বলেছেন: জিব্রাল্টার(জাবাল আল তারিক) প্রনালীর পাড়ে এক সমৃদ্ধ খৃষ্টানদেশ স্পেন তাদের অন্যতম সমৃদ্ধ প্রভিন্স কাতালুনিয়া তথা বার্সেলোনাকে হারাতে পারে কাতালান জাতীয়তাবাদের গ্যাড়াকলে পড়ে।
এই ইয়োরোপীয়ানরা আরব জাতীয়তাবাদ কে ম্যানুপুলেট এক সময় মিডেলইস্ট কে খন্ড বিখন্ড করেছিলো আর এখন নিজেরা ভাংতেসে তাও আবার অন্যকারো ম্যানুপুলেশন ছাড়া।
ইয়োরোপ এমনিতে তার শুশিলতা ও লিবারেজম এর মুখোশ খুলে আইডেন্টি পলিটিক্সের দিকে ঝুকছে এই মূহুর্তে জাতীয়তাবাদ টাইপ একটা ইস্যু বেশ দরকার ছিলো যেটা হয়তো কাতালুনিয়া স্পেন থেকে শুরু হতে পারে।
কাহিনীটা ঘটলে বেশ পিনিকদায়ক হবে
(কালেক্টেড)

০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কাতালানদের সাথে স্পেনের দন্দ অনেক আগ থেকেই। সুতরাং তাদের প্রদেশিক সরকারকে অনেক বেশি স্বাধীনতা দিয়েই একমাত্র তাদের সাথে সমঝোতা করলে ঠিক করত স্পেন, কিন্তু দমন করে কাতালানদের দমন করবার চেষ্টা করা ভুল ছিল।

১১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

নীরদ অর্ণব বলেছেন: আগামী বিশ বছরে অন্তত দশটি নতুন স্বাধীন রাষ্ট্র আত্মপ্রকাশ করবে ।

০৩ রা অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: স্বাধীন হওয়া প্রয়োজন তবে প্রকৃত স্বাধীনতা, একের অধিন থেকে অন্যের অধীনে না গিয়ে সম্পূর্ণ স্বাধীন হওয়া প্রয়োজন যেন তারা নিজ দেশের সব কিছুর সিদ্ধান্ত নিজেরা নিজেরা নিতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.