নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

যুদ্ধ বিমানের পর বাণিজ্যিক বিমান নির্মাণের ঘোষণা পাকিস্তানের!!!

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৪৩

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য শিগগিরই বাণিজ্যিক বিমান তৈরির প্রকল্প হাতে নেবে পাকিস্তান বলে জানিয়েছেন পাকিস্তান এরিনটিকাল কমপ্লেক্সের (পিএসি) সিনিয়ার কর্মকর্তা এয়ার মার্শাল আহমার শাহজাদ। তিনি খালিজ টাইমসকে বলেন, ১০ থেকে ৩০টি আসন বিশিষ্ট বাণিজ্যিক বিমান তৈরির কথা চিন্তা করছে পিএসি।

বিমানবাহিনীর এই কর্মকর্তা বর্তমানে ‘দুবাই এয়ারশো ২০১৭-তে অংশ নেয়ার জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। ওই শোতে পাকিস্তান নিজস্ব পেভিলিয়নে তাদের তৈরি সুপার মুশকাকা এবং জেএফ-১৭ থান্ডারসহ উন্নত প্রযুক্তির বিভিন্ন বিমান প্রদর্শন করছে। পাকিস্তান দুবাইয়ের বিমান শোতে নিয়মিত অংশ নিয়ে থাকে।

মিস্টার শাহজাদ বলেন, তাদের দেশে বাণিজ্যিক বিমান নির্মাণের কাজ শিগগিরই শুরু হবে। তিনি বলেন, ‘আমরা সুপার মুশকাকা তৈরি করেছি এবং এটি বাজারে বেশ প্রতিযোগিতা করে বিক্রি হচ্ছে। তিনি বলেন, নিশ্চয়তা দিতে পারি আমাদের তৈরি বাণিজ্যিক বিমান অবশ্যই টেকসই হবে এবং আশাকরি এটি অবশ্যই আন্তর্জাতিক ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরো সক্রিয় করতে আমাদের অভ্যন্তরীণ পথে বিমানের চলাচল বাড়াতে হবে। এ চাহিদা পূরণ করতে দ্রুত এ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি আমরা আন্তর্জাতিক বিশেষ করে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার বাজারের এ ধরনের বিমানের চাহিদাও পূরণ করার দিকে দৃষ্টি দেবো।

দুঃখজনক হলেও সত্য আমরা যখন চীনা বিমান কিনে খুশি হই তখন পাকিস্তান চীনের সাথে যৌথ উদ্যোগে ফাইটার বিমান নির্মাণ করেছে। আমরা যখন বিদেশের তৈরি পার্স আসেম্বেলিং করে খেলনা ড্রোন তৈরি করছি বলে ঘোষণা দিচ্ছি তখন পাকিস্তান জানাচ্ছে খুব শীঘ্রই তারা বাণিজ্যিক বিমান নির্মাণ করতে চলেছে! আর আমরা আছি পাকিস্তানে মুরগি নির্যাতন, অপহরণ নিয়ে!!!

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫২

হাঙ্গামা বলেছেন: শুনেন পাইক্কাদের এইসব ****ছাল শুনাইয়েন না।
পাইক্কারা কি ফালাইয়া আটি বানতে পারে সেইটা আমারা জানি।
আপাতত ওদের এরকম একটা ***ঙ্গ উত্থিত হবার খবরে আপনি একবার হস্ত****থুন করে ফেলুন।

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৮:৫৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আপনাদের মত পাগলদের সুখ মনে মনে। রাত্রে সপ্নে দেখবেন অ্যামেরিকাকে হারিয়ে দিয়েছেন আর সকালে গিয়ে মিয়ানমারের বর্ডারগার্ডদের সাথে পতাকা বৈঠক করবেন।

২| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৪

মো : শাহাদাত হোসাইন বলেছেন: যেটা সত্য সেটা সবাইকে মানতে হবে।

১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত। নিজেদের দুর্বলতা স্বীকার না করলে কখনোই সবল হওয়া সম্ভব নয়, অহেতুক আত্মতুষ্টিতে না ভোগাই ভালো ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
ছুডকালে শুনছিলাম পাকিরা শ্রেষ্ঠ আর্মি।
যদিও এযাবৎ কোন যুদ্ধে জিততে পারে নাই।
এদের বেশিরভাগ যুদ্ধ নিজেদের বেসামরিক জনগনের সাথে।
তবে এদের সেক্সপাওয়ার মারাত্মক।
গরু ঘোড়া গাধা.... এমনকি মৃত লাশও রেহাই পায়নি।
সর্বশেষ সংযোজন মুরগী!

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের বিষয়ে বাংলাদেশ নজিরবিহীন সংকটেঃ প্রধানমন্ত্রী
সুতরাং অন্যদের দিকে আঙুল তুলবার আগে নিজেদের অবস্থান যাচাই করা অধিক জরুরী।

৪| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭

বিষন্ন পথিক বলেছেন: @হাঙ্গামা এবং হাসান কালবৈশাখী
বড়ই রসিক মন আপনাদের, ধন্যবাদ জানবেন B-)

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের মতো একটি দ্রুত পতনশীল (এবং পচনশীল) দেশের তুলনা করা চরম বোকামি | প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে রয়েছে | শুধুমাত্র দুই নম্বরি এবং সন্ত্রাস রফতানিতেই পাকিস্তান এগিয়ে আছে ! ;)

পাকিরা যুদ্ধ বিমান তৈরী করেছে সম্পূর্ণ এককভাবে নয়, চীনের সহায়তায় যৌথভাবে | আর বাংলাদেশের আকাশপথ বা বিমান নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ | এই নদীমাতৃক দেশটির শিপইয়ার্ডে ইতিমধ্যেই যুদ্ধজাহাজ তৈরী করে ফেলেছে বাংলাদেশ | আর বাংলাদেশের বেসরকারি শিপইয়ার্ডে বেশ কয়েকটি সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজ তৈরী করে রফতানিও করে ফেলেছে বাংলাদেশ |

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কিছু ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি এটা অবশ্যই ঠিক, তবে পাকিস্তানকে চীন যেভাবে বন্ধু হিসেবে গ্রহন করেছে বাংলাদেশকে কিন্তু ইন্ডিয়া সেই দৃষ্টিতে দেখে না।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

নতুন নকিব বলেছেন:



সত্য মেনে নেয়া কঠিন! যারে দেখতে না রি তার চলন বাঁকা- এই আর কি! পাকিস্তান বলে কথা! ওর আবার উন্নয়ন! এই হল মানসিকতা! এই ক্ষুদ্রতা পরিহার করা প্রয়োজন।

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

চাঁদগাজী বলেছেন:


পাকী জন্য এটা সুসংবাদ। আমরা পেছনে আছি, তাতে কোন সন্দেহ নেই।

আপনারা যারা মনেপ্রাণে পাকিস্তানের নাগরিক, আপনারা সেই দেশে গেলে ভালো থাকবেন; নাকি ওখানে আছেন?

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: বাংলাদেশ থেকে ইন্ডিয়া বা সৌদি আরব অনেক এগিয়ে বিশ্বের সব থেকে অত্যাধুনিক দেশ হল আরব আমিরাত। যদিও আপনার জন্য আমেরিকা আছে।

৮| ১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৫৯

জগতারন বলেছেন:
পাইক্কা'রা বানাবে পরিবহন বিমান !
এ সমস্ত আজগুবি কথা আপনারা কোথায় পান।
যদি কেহ বলে হিমালয় পাহাড় সরাইয়া অন্য যায়গায় স্থাপন করা আর পাইক্কা'রা পরিবহন বিমান বানাবে !
কে কে এমন কথা বিশ্বাস করেন ? হাত তুলেন!

১৬ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: চীন যখন তাদের সাথে রয়েছে তখন অসম্ভব কিছু নয়।

৯| ১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

হাঙ্গামা বলেছেন: যদি আজ থেকে অন্তত ৫ বছর আগের সামু ব্লগ থাকতো তাহলে এতক্ষনে আপনাকে মাটির সাথে মিশিয়ে ফেলা হত।

১৬ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: মাটির তৈরি মানুষ, মাটিতেই মিশে যাওয়াটাই স্বাভাবিক নয় কি?

১০| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পাকিদের কথা বলছেন তো যারা কিনা বিমানে দাঁড়ানো যাত্রী বহন করে!!!

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:১০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমাদের দেশে বাসে দাঁড়িয়ে যাত্রি বহন করছে তারা বিমানে কিন্তু আমরা বাস তৈরি করি না কিন্তু তারা যুদ্ধ বিমান তৈরি করছে, যাত্রীবাহী বিমান তৈরির ঘোষণা দিচ্ছে।

১১| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৩

ওসেল মাহমুদ বলেছেন: আত্মসম্মান নিয়ে বাচতে হবে , আমাদের ও এগোতে হবে ! তর্ক নয় কর্ম করে দেখাতে হবে ! পিছিয়ে পড়লে চলবে না ! সাধু সাবধান !

১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

১২| ১৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

কালীদাস বলেছেন: ইরান, তেহরান জপ কৈরা দিনে দুইবার মিলাদ পড়েন তামশা দেখতে মজাই লাগে। এহন পাইক্কাগরেও ব্লোজব দেয়া শুরু কর্সেন? বিনুদুন।

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ওয়াও আপনাকে আনন্দ দিতে পেরে গর্ব বোধ করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.