নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

ইসরাইল ও সৌদি আরবের প্রকাশ্য মাখামাখি বিমানবন্দরের দায়িত্ব দেওয়ায় পর সৌদি আকাশে উড়ল ইসরাইলগামী বিমান!

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৩৬

অবশেষে সকল জল্পনা কল্পনা ভেঙ্গে ৭০ বছরের মধ্যে প্রথমবারের মত সৌদি আকাশে উড়ল ইসরাইলগামী বিমান। এর আগে সৌদি আরবের বিমানবন্দরগুলোর দায়িত্ব দেয়া হয়েছে ইসরাইলের একটি নিরাপত্তা বাহিনীর হাতে।

বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ইসরায়েলের তেল আবিবের গুরিঅন বিমানবন্দরে পৌঁছায় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল থেকে বা ইসরায়েলগামী উড়োজাহাজের সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের উপর ৭০ বছরের পুরনো একটি নিষেধাজ্ঞা ছিল। তবে কিছু দিন পূর্বে একটি খবরে বলা হয় সৌদি সেই নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে। অতঃপর ফ্লাইটরাডার মনিটরিং অ্যাপের তথ্যানুযায়ী, এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ জিএমটি ১৬:৪৫ মিনিটে সৌদি আরবের আকাশে প্রবেশ করে এবং প্রায় ৩ ঘণ্টা ধরে ৪০ হাজার ফুট উপর দিয়ে উড়ে দেশটির আকাশসীমা অতিক্রম করে। বিমানটি ওমান, সৌদিআরব, জর্ডানের আকাশ সীমা ব্যবহার করে পশ্চিমতীর হয়ে ইসরাইলে প্রবেশ করে যেখানে যাত্রা পথে মোট সাড়ে সাত ঘণ্টা সময় লাগে।

ইসরায়েলের সামরিক বাহিনীর রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পর্যটন মন্ত্রী যারিভ লেভিন বলেন, “দুই বছরের প্রগাঢ় সহযোগিতা ও কাজের ফল আজকের এই ঐতিহাসিক দিন।”সৌদি রাজার নতুন এক ফরমান অনুযায়ী সেদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব দেয়া হয়েছে ইসরাইলের জিফোরএস কোম্পানির হাতে।

পর্যবেক্ষকদের ধারণা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানকে ঠেকাতে এ দেশ দুটি কাছাকাছি আসছে। গত দুই দশকে মধ্যপ্রাচ্যে গঠনমূলক ভূমিকার কারণে মধ্যপ্রাচ্যে ইরানের জনপ্রিয়তা ব্যাপক বেড়েছে এবং এ অঞ্চলের শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে গেছে। ইরাক থেকে শুরু করে সিরিয়া, লেবানন পর্যন্ত ইরানের সুস্পষ্ট প্রভাব বলয়ের মধ্যে রয়েছে। অন্যদিকে সিরিয়া ইস্যুতেও আরেক দেশ তুরস্ক ও ইরান একসাথে কাজ করছে। জিসিসি ভুক্ত দেশ ওমান এবং কাতার ও এখন নানা কারনে ইরানমুখি হয়েছে। এ কারণে সৌদি শাসকদের ধারণা তাদের শত্রু ইরানের শত্রু ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে হয়তো মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকানো যাবে।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পেছনে আরেকটি কারণ হচ্ছে, সৌদি আরবের অভ্যন্তরীণ সংকট ও ক্ষমতার দ্বন্দ্ব। যুবরাজের ধারনা পাশ্চাত্য বিশেষ করে আমেরিকার সমর্থন নিয়ে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিত্বে পরিণত হতে পারবেন। ওয়াশিংটনে ইহুদিবাদী লবিং গ্রুপের প্রভাবের বিষয়টিও সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান অবহিত আছেন। তাই তার ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে যেমন আমেরিকার সমর্থন পাওয়া যাবে অন্যদিকে পরবর্তী রাজা হওয়ার স্বপ্নও পূরণ হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪৫

চাঁদগাজী বলেছেন:


সিরিয়া ইরানের প্রভাব হাঁড়ে হাঁড়ে অনুভব করছে, প্রত্যেক বাড়ীতে কত ইট ছিলো উহা এখন গণনা করা সম্ভব হচ্ছে।

ইরানের প্রভাব বাংলাদেশেও দরকার।

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই ইরান মনে হয় সিরিয়ার সরকার পরিবর্তনের জন্য বিশ্বের ১০০+ দেশ থেকে যোদ্ধা এনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার চেষ্টা করেছিল?

২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: বাংলাদেশে তো ইরানের আরেক চেলা ভারতের প্রভাব রয়েছে সুতরাং ইরানের কি দরকার!

২| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ক্ষমতার লোভ মানুষকে উন্মাদ করে দিতে পারে।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে!

৩| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৫

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সৌদি রাজতন্ত্র আমার একেবারে অপছন্দ।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৪| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১২

নতুন নকিব বলেছেন:



অবৈধ ইসরাইলের সাথে কৃত অবৈধ এই সম্পর্ক বেশি দিন টিকবে না। গোটা মুসলিম মিল্লাতের সাথে গাদ্দারী করে কোনো স্বৈরাচারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা ইতিপূর্বে সম্ভব হয়নি। ভবিষ্যতেও হবে না।

ফিলিস্তিনের দলিত মুসলিমদের বুকে পদাঘাত করে কোনো মুসলিম সন্তান, যিনি মুসলিম মায়ের দুগ্ধ পান করেছেন, যার শরীরে প্রবাহিত মুসলিম রক্ত, তার পক্ষে সম্ভব নয়, দুরাচার ইসরাইলের সাথে সখ্য গড়া। যারা এই হীন কাজ করবে, তাদের পতনও অনিবার্য।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে। হোসনী মোবারকও কিন্তু টিকতে পারে নাই।

৫| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: সৌদি রাজতন্ত্রের পতন সামনে

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে।

৬| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৬

আহমেদ জী এস বলেছেন: আল-শাহ্‌রিয়ার ,




জগৎটাই স্বার্থের দাস ।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৭| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: সৌদিরা ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে।

২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:০৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক প্রবিত্র জিহাদ আর ধর্মকে কলঙ্কিত করেছে ।

৮| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১২:৫৬

১৯৭১ মুক্তি বলেছেন: "লেখক বলেছেন: নিঃসন্দেহে। হোসনী মোবারকও কিন্তু টিকতে পারে নাই।"

আল্লহর অতি পছন্দের হাসান বান্না, মুরসি, ব্রাদার হুড এসবও কিন্তু টিকতে পারেনি? নাকি এক্ষেত্রে ঈমানী পরীক্ষা?? হা হা...

২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: মুরসি/ব্রাদারহুড আল্লাহ্‌র পছন্দের নাকি ফ্রি সিরিয়ান আর্মির পছন্দের জানতে চেষ্টা করুন। https://www.youtube.com/watch?v=3KEDHEjxj_0 লিংক দিলাম ভিডিও টি দেখুন। না দেখতে পেলে নিচের টাইটেল সার্চ করুন ইউটিউবে Hafez al-Assad Speech Against Muslim Brotherhood 1982

৯| ০৫ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪২

নাঈমুর রহমান আকাশ বলেছেন:

০৬ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কাউমি হুজুররা সৌদি অর্থে জঙ্গিবাদ ছড়াতে ব্যাস্ত রয়েছে। এরা আর কোন খবর রাখে না।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

রিফাত হোসেন বলেছেন: g4s তো british company, আমার জানা ভুল হতে পারে

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এটার অর্থ ইসরাইলের স্বার্থেই ব্যবহার কর হয়। যেন বিশ্বের সব জায়গায় ব্যাবসা করতে পারে তাই ব্রিটিশ লাইসেন্স ভোগ করছে।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৮ ভোর ৪:২৯

রিফাত হোসেন বলেছেন: lol
g4s বাংলাদেশেও আছে আরও বৃহতভাবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক বলেছেন, আমাদের দেশে যমুনা ফিচার পার্কের পাশে গড়ে তোলা হচ্ছে ইসরাইলী নতুন হোটেল ম্যারিয়ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.