নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ The Terminal (2004)

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯


Movie Name: The Terminal
IMDB rating: 7.3
Personal Rating: 8.5
Release year: 2004

ধরুন আপনি বৈধ ভিসা-পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়ে জানতে পারলেন আপনার দেশে যুদ্ধ বা সামরিক ক্যু হয়েছে আপনার দেশ থেকে ইস্যু করা সকল পাসপোর্ট স্থগিত করা হয়েছে। আপনি নিজ দেশেও ফিরতে পারবেন না বা যেদেশে গিয়েছেন সেদেশেও প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। এখন বিমান বন্দরের টার্মিনালই আপনার একমাত্র থাকবার জায়গা। এমনকি আপনার দেশের মুদ্রাও অবৈধ ঘোষিত হবার কারনে আপনি খিদে পেলে খাবার কিনতে পারছেন না! আপনি ইংলিশ অথবা স্থানীয় ভাষা জানেন না সুতরাং কারও সাথে আপনার সমস্যার কথা শেয়ারও করতে পারছেন না। কিন্ত কিভাবে এমন একটি পরিস্থিতিতে নিজে সারভাইভ করবেন? কিভাবে ওই দেশে প্রবেশ করবেন? বা নিজের দেশে কি আর ফিরে যেতে পারবেন?
ঠিক এমন একটি কাহিনী নিয়েই দি টার্মিনাল নামক মুভিটি নির্মিত হয়েছে।

২০০৪ সালের মুভি হলেও আগে দেখা হয়নাই। তবে ৫ দিন আগে TRT World এর একটি প্রতিবেদন যার শিরোনাম ছিল Syrian man stranded at Malaysian airport for 4 months.

দেখার পর জানতে পারি এমন ঘটনা নিয়ে একটি মুভি আছে The Terminal. সুতরাং আর দেরি না করেই দেখে ফেললাম চমৎকার মুভিটি। যারা মুভিটি আগেই দেখেছেন তারা মন্তব্য করবেন কেমন লেগেছে মুভিটি আর যারা এখনও দেখেন নাই তারা শীঘ্রই দেখে ফেলুন আশাকরি হতাস হবেন না।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪

কাইকর বলেছেন: বাহ.....সুন্দর মুভি তো ।সময় করে দেখবো ।ধন্যবাদ আপনাকে

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

২| ১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

রাজীব নুর বলেছেন: মুভিটা দেখি নাই।
তবে দেখার আগ্রহ জাগলো।

১৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অবশ্যই দেখবার আহব্বান থাকবে।

৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মুভিটি দেখেছি। এটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। এক ইরানী রিফিউজি ফ্রান্সের এয়ারপোর্টে ১৮ বছর অবস্থান করেছিল নিজ দেশের জাতীয়তা হারানোর কারণে। ঐ ঘটনার উপর ভিত্তি করে বানানো...

মুভিটি খুব সুন্দর ও মানবিক। শেষ দিকে চোখে পানি চলে আসে...

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:২৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন ইরানের বিপ্লবের পরে এমন হয়েছিল।

৪| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:০৯

রাকু হাসান বলেছেন: এখন ও দেখলাম ,আগেও নাম ডাক শুনেছি ...

১৮ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আশাকরি ভালো লেগেছে।

৫| ২১ শে জুলাই, ২০১৮ ভোর ৬:০১

সোহানী বলেছেন: হুম সত্য ঘটনার উপর নির্মিত এটি। অনেক আগে দেখেছিলাম।.........

৬| ২১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০০

আরণ্যক রাখাল বলেছেন: টম হ্যাংক্স আমার প্রিয় অভিনেতা৷ আর স্টিভেন স্পিলবার্গের সাইফাই মুভি ছাড়া বাকিগুলো না দেখে ছাড়ি না।
এটাও দেখেছি৷ অসাধারণ। বিশেষ করে প্লটটা। আর টম হ্যাংক্সের প্রতিটা চাহনি আমি উপভোগ করেছি৷ কী অনন্য অভিনেতা একজন

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে!

৭| ২১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

ডট কম ০০৯ বলেছেন: এই মুভি দেখে আমি কেঁদেছিলাম। খুব খারাপ লেগেছিল।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই মুভির কাহিনী যে কোন দর্শককে হাঁসাতে এবং কাঁদাতে সক্ষম।

৮| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১

রুদ্র নাহিদ বলেছেন: টম হ্যাংকস অন্য লেভেলের অভিনেতা

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই দারুণ একজন অভিনেতা।

৯| ২৩ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

জাহিদ অনিক বলেছেন:


মুভিটা অনেক আগে দেখেছি। দারুণ

১০| ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৬

হাসান রাজু বলেছেন: কয়েকবার দেখেছি । তবে শেষ কবে দেখেছি মনে নাই । Denied সিলের সিনটায় মজা পাইছিলাম । আর এয়ারপোর্টের সেই কর্তাব্যাক্তি যখন খাবারের আয়োজন করে কিন্তু টম হ্যাঙ্কস ততক্ষণে ভরপেট খেয়ে এসেছেন । যা একইসাথে মজা ও ছোট ম্যাসেজ দিয়ে রাখে।
ভালো ও সুন্দর পোস্ট।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ধন্যবাদ।

১১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৯

ডীকসটা বলেছেন: link pls

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: crazyhd তে পেয়ে যাবেন।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

জাযেদ বিন সোহান বলেছেন: ভাই মুভিটির লিংক দিয়েন তো।।

১১ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: Click This Link

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

MOZAMMEL5271 বলেছেন: স্যালুট টম হ্যাংকস

২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত, সে স্যালুট পাবার যোগ্য তার সেরাটা উপহার দেওয়ায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.