নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

একটি আষাঢ়ে গল্পঃ ঢাকার জ্যামে ভিভিআইপির ফোর জি চালানো!

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬


আজ ৯ শ্রাবণ, দেশে ৪ দিন থেকে চলছে শ্রাবণের অবিরাম বর্ষণ। গায়িকার ভাষায়,আষাঢ়-শ্রাবণ মানে না তো মন ঝর ঝর ঝর ঝর ঝরেছে তোমাকে আমার মনে পড়েছে। আমাদের দেশের এক ভিভিআইপি যিনি একাধারে জাতির পিতার নাতি, প্রধানমন্ত্রীর সন্তান এবং বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা! তিনি গতকাল একটি মজার স্ট্যাটাস দিয়েছিলেন, "তিনি নাকি বাংলাদেশের রাস্তায় জ্যামে আটকা পরেছেন এবং জ্যামে বসে অ্যামেরিকার মত স্পীডে ৪ জি নেট চালিয়েছেন"।

কিন্তু মজার বিষয় হল বাংলাদেশের মানুষ বিষয়টিকে নিয়ে ফান করতে শুরু করে দিয়েছে যা তার স্ট্যাটাসের কমেন্ট সেকশন ঘুরলেই বোঝা যায়। কিছু দিন আগে জেনে ছিলাম বাংলাদেশ আওয়ামীলীগ সরকার নাকি আমাদের হাতে স্মার্ট ফোন তুলে দিয়েছে! যদিও আমার হাতের সাওমি ফোনটি কিন্তু আমার নিজের টাকা দিয়ে কিনতে হয়েছে, হয়ত আমার স্মার্ট ফোনের জন্য সরকারের দেওয়া টাকা দুর্নীতিতে বড় পুকুরিয়ার কয়লার মত উড়ে গিয়েছে! এবার জানতে পেলাম বাংলাদেশের ঢাকার রাস্তায় বসে নাকি অ্যামেরিকার স্পীডে নেট চালানো যায়!

এখন আসুন জেনে নেই নেট স্পীডে আসলেই কার অবস্থান কেমন। Speedtest Global Index June 2018 বলছে বিশ্বে এই মুহূর্তে অ্যাভারেজ ডাউনলোড স্পিড হল 23.54 Mbps। এই মুহূর্তে নেটে সব থেকে বেশী গতি পাওয়া যায় কাতারে সেখানের Download স্পিড 63.22 Mbps। তবে যেহেতু অ্যামেরিকা এবং বাংলাদেশের তুলনা এসেছে সুতরাং আমেরিকার স্পিড এবং ও অবস্থান জেনে নেওয়া উচিৎ। নেট স্পীডের দিক থেকে অ্যামেরিকা কিন্তু অনেক পিছিয়ে এবং বিশ্বে ৪৭ তম স্থানে অবস্থান তাদের Download স্পিড 27.47 Mbps। এবার বলি প্রিয় মাতৃভূমির গল্প নেটের স্পীডের দিক থেকে আমাদের অবস্থান বিশ্বে ১১২ তম আমাদের দেশে Download স্পিড 8.97 Mbps এবার বুঝুন কীসের সাথে কি তুলনা?

যাই হোক বাংলাদেশের অন্তত ঢাকার মানুষ জানেন ভি আই পি বা ভি ভি আই পি রাস্তায় আসলে রাস্তার অবস্থা কেমন হয়! এক এক জন রাস্তায় নামলেই ৩০ মিনিটের থেকে এক ঘণ্টা রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আর তিনি রাস্তায় জ্যামে পরেছিলেন এটাও আমাদের বিশ্বাস করতে হবে! যাই হোক অবশেষে আজ থেকে দেশে ৫ জি পরীক্ষামুলক ভাবে চালু হয়েছে শুনলাম, সুতরাং তিনি এখন থেকে গাড়িতে বসে ৫ জি চালাবেন নিঃসন্দেহে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

স্রাঞ্জি সে বলেছেন:
এক আজবখানা

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: নিঃসন্দেহে!

২| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: বাহ।। আসল কথা হল, ওই ৮এম বি পি এস ঈ কি সবাই পায়?সব জেলাতে পায়? না। আরে আমি
শহরে থেকেও ৩এর বেশি স্পিড পাই নি।।।

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক বলেছেন অথচ তারা নাকি অ্যামেরিকার স্পিড পাচ্ছে!

৩| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

তারেক ফাহিম বলেছেন: গ্রামে এখনো ই দেখায় X((

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দুঃখজনক

৪| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৩

দি এমপেরর বলেছেন: আমি অলরেডি ফাইভজি পাচ্ছি (স্বপ্নে)।

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হা হা, ভালো বলেছেন।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



যে দেশে মূর্খ কথাশিল্পীর (বাঁচাল) সংখ্যা বেশি, সে দেশের ফোর জিতে স্পীড আসেন; পাবলিকের কথার জ্বালায় মোবাইল টাওয়ার জ্যাম হয়ে যায়!!!

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: হা হা অনেক মজা পেলুম

৬| ২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬

যবড়জং বলেছেন: :#) B:-) মজা আর মজা

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক বলেছেন।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

রাজীব নুর বলেছেন: এই দেশে জন্ম নেওয়া টাই পাপ।

৮| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: এই হল ফোর জি। বলে সিম স্লট ১এ নিয়ে আসুন। আনলান। ফোর জি। হা হা হা

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই আমি ৪ জি উপলক্ষে ৫ জিবি ডাটা পেয়েছিলাম ফ্রি তবে বেশী স্পীডের কারনে ২ জিবিও খরচ করতে পারিনাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.