নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

সালার বাসের চাপায় শিক্ষার্থীদের মৃত্যু দুলাভাই হেসেই খুন!

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩২

(অতএব, তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশী কাঁদবে।সূরা তাওবা;আয়াত ৮২)

মৃত দিয়ার পিতা সকাল থেকেই কেঁদে চলেছেন সেই স্থানে বসে যেখানে তার মেয়েকে বাস চাপা দিয়ে মেরে ফেলা হয়েছিল।

দিয়া ও করিমের হত্যাকারী পরিবহন জাবালে নূর গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের চাপা দেয়। আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুর রুটে চলাচলকারী জাবালে নূর পরিবহন লিমিটেডের মালিক সম্পর্কে মন্ত্রীর সালা হন। মন্ত্রীর নিজেও পরিবহণ রয়েছে এবং তিনি একই সাথে পরিবহণ মালিক ও শ্রমিকদের নেতা! নিজে নৌ-পরিবহণ মন্ত্রী হলেও সড়কের পরিবহণের নিয়ন্ত্রণও তার হাতেই! বলা চলে সরকারের দায়িত্বশীল পরিবহণ খাতে নৈরাজ্যের নেতৃত্ব দিচ্ছেন তিনি। কিছু দিন পূর্বে যখন তারেক মাসুদ এবং মিশুক মুনিরের হত্যার জন্য আদালত রায় দিয়েছিল চালকের বিরুদ্ধে তখন মন্ত্রীর বাসা থেকেই পরিবহণ শ্রমিক আন্দোলন শুরু করেছিলেন।

গত কাল যখন বাসের চাপায় মৃত্যুর জন্য মন্ত্রিকে প্রশ্ন করে সাংবাদিকরা তখন মন্ত্রী হেসেই খুন! কতগুলো বাচ্চা ছেলে মেয়ে আহত হয়েছে কয়েকজন মারা গিয়েছে অথচ মন্ত্রীর মুখের হাসি থামে না! মন্ত্রী বরং সাংবাদিকদের জ্ঞান দিচ্ছেন যে এধরনের বাস চাপার ঘটনা কিছুই না! পাশের দেশ ইন্ডিয়াতে আরও অনেক মানুষ মারা যায় সে হিসেবে আমাদের দেশে কম মানুষ মারা গিয়েছে, আরও কিছু মরলে হয়ত মন্ত্রী গর্ব করে বলতে পারতেন যাত্রা পথে মৃত্যুর দিক থেকে বাংলাদেশ এখন ইন্ডিয়ার সমান! আসলেই কতটা গর্বের বিষয় ভেবে দেখুন তো!
বোকা সহপাঠীরা কেঁদেই চলছে!

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪২

জুনায়েদ বি রাহমান বলেছেন: এই দু'পাওয়ালা জন্তুগুলার প্রাণে কোনো মানুষের জন্য কোনপ্রকার মায়া নেই।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ঠিক বলেছেন অমানুষগুলোকে দেখতে একবারেই মানুষের মতন!

২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৪

মো: নিজাম গাজী বলেছেন: চরম ধিক্কার জানাই।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৩| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: কি জঘন্য! কি বর্বর!

ছিঃ

এরপরো কি জাগবেনা জনতা
এরপরো কি চেতনায় বিবশ
হত্যা, খুন, গুমের ভয়াবহতা
হায়েনার বিভৎস হাসি

নিজের শিশুদের বাঁচাতে,
নিজেদের স্বপ্নকে সাজাতে
জেগে উঠো হে মানব
হায়েনাদের বিরুদ্ধে!

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: জনতা এখন বন্দুকের ক্ষমতার কাছে বন্দি।

৪| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: উনার পরিবহন এনা মহাসড়কের এক বিভীষিকার নাম।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: কিন্তু উনার বিরুদ্ধে ব্যাবস্থা নেবার তো আর কেউ নেই!

৫| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

রাকু হাসান বলেছেন: এতটুকু লজ্জা নেই ওদের ,মুখে থুথু ফেলতেও ঘৃণা লাগে । উনি তো সুস্থ মানুষের কাতারেই পরে না না ,মন্ত্রী কিভাবে ! প্রশ্ন জাগে । একই সাথে দু টি দায়িত্ব ই্ বা পালন করে কিভাবে । সরকার কেন পুষে রাখছে ওদের ,তাহলে কি বললো মৃত্যু নিয়েও রাজনৈতিক পায়দা খুঁজছে । সামলান ওদের , X((

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এরা মানুষ নামের জন্তু যাদের মধ্যে এতোটুকু মায়া বা মানবতা নেই।

৬| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

করুণাধারা বলেছেন: ধিক্কার এবং অভিশাপ জানালাম।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এদের জন্য ধিক্কার আর অভিশাপ বাংলার প্রতিটি ঘর থেকে।

৭| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৬

জগতারন বলেছেন:

এই হাসনেওলা কু**র বাচ্ছা ওর আপন খালুর বসত বাটী জবর দখল করেছে।
ওর আপন খালাতো ভাই বোনেরা এখন বাপ-মা'য়ের বাস্তুভিটা হারা।

এই হারামীর জাহান্নামে স্থান হোক কামনা করি।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমিন। এদের শাস্তি হওয়া প্রয়োজন।

৮| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: প্রধান মন্ত্রীর উচিত এই দরনের মানুষগুলোকে লাথি মেরে মন্ত্রীত্ব পদ থেকে বের করে জেলখানায় পাঠিয়ে দেয়া।

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩

আল-শাহ্‌রিয়ার বলেছেন: উচিৎ তো অবশ্যই! কিন্তু এবং যদি!

৯| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

জগতারন বলেছেন:


এই হাসনেওলা কু**র বাচ্ছার বাপের নাম; আচমত খাঁ, মোক্তারি করতো মাদারীপুর কোর্টে,
ওর বাপের নুন আনতে পানতা ফুরাতো।
এখন এই হারামী হাজার লক্ষ কোটী টাকা সুইস ব্যাঙ্কে।
এ সব টাকাই বাংলাদেশের জনগনের টাকা।
মাদারীপুর ওর ঘরের সামনে ওর নিজের দৈত্তের মত এক বিরাট ছবি টানাইয়েছে,
যেন বলতে চায়ঃ
"অত্র এলাকায় আমিই সবচেয়ে বড় দানব, আমার সামনে আসবি না, এক্কেবারে খাইয়া ফেলাবো"

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দানবের বিরুদ্ধে মানবের যুদ্ধ আসলেই অসম্ভব! তবে ধিক্কার দানবের প্রতি।

১০| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০০

জগতারন বলেছেন:
-- সড়ক দুর্ঘটনা কমাবার একমাত্র উপায় হচ্ছে সাথে সাথে বাস ড্রাইভার আর কন্ডাক্টরকে নামিয়ে মেরে ফেলা।

সহমত !!!

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এদের নেতাকে সাইজ করলেই সবাই ভালো হয়ে যেত।

১১| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩২

আবু তালেব শেখ বলেছেন: এই ঘটনায় যারা হেসে উড়িয়ে দেয় তাদের মুখে বিষ্টা মারা উচিৎ

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

১২| ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪

টারজান০০০০৭ বলেছেন: আমি বুঝিনা, আওয়ামীলীগের মতন একটা দলে এতো যোগ্য লোক থাকার পরও এরা কিভাবে মন্ত্রী হয় ? পরিবহন সেক্টরে নেতা, এমপি, মন্ত্রীদের পরিবহন নামে-বেনামে চলে বলিয়া পুলিশও ইহাদের কাছে অসহায় ! তাই ইহারা ডাকাতে পরিণত হইয়াছে !

৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এই মাফিয়া নেতাদের কাছে মানুষ জিম্মি ঘরের বাহিরে বের হতেই ভয় করে, আর ঈদের সময় তো অনেকেই ঈদ করতে দিয়ে লাশ হয়ে বাড়িতে ফিরেন।

১৩| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৮

রাজীব নুর বলেছেন: পৃথিবীর উন্নত দেশগুলিতে মন্ত্রীরা কেন পদত্যাগ করেন? এমনকি অনেক সময় প্রধানমন্ত্রীও পদত্যাগ করেন। পদত্যাগের বিষয়টি যদি তলিয়ে দেখা হয়, তবে দেখা যাবে মন্ত্রীরা কোন দূর্ঘটনা বা অবান্চিত ঘটনার জন্য সরাসরি দায়ী নন। তারপরও তার মন্ত্রনালয়ের দায়ীত্ব স্বীকার করে পদত্যাগ করেন। এর মূল উদ্দেশ্য জনগনকে শান্ত রাখা এবং পরিস্থিতির দায়ী ব্যাক্তিদের বিচারে আনা।
সরকারের প্রচারনায় জানা যায় যে বাংলাদেশ নাকি অনেক উন্নত দেশেকে ছাড়িয়ে প্রথম সারির তালিকায় চলে এসেছে কিন্তু সরকদূর্ঘটনায় কাউকে পদত্যাগ করতে দেখলাম না, বরং মন্ত্রীর মুখের গোয়ামুরী ভেটকী হাসি জনগন উপভোগ করতে হল। আজব দেশের আজব মন্ত্রী।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: এরা আসলে বর্বর তাই মানুষের মৃত্যুর থেকে এদের কাছে ক্ষমতা অধিক দামি।

১৪| ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

পদ্মপুকুর বলেছেন: এই লোকটাকে শুওরের বাচ্চা বলতে পারলে ভালো লাগতো। মামলা খাওয়ার ভয়ে বলছি না।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আই সিটি অ্যাক্ট শুধু এই অমানুষদের রক্ষার জন্যই।

১৫| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

হাঙ্গামা বলেছেন: এরা আছে বলেই তো সরকার শক্ত ভিতের উপর দাড়িয়ে আছে।
সরকারের তো এদেরকেই দরকার, 'করিম' আর 'দিয়া' কে দিয়ে সরকার কি করবে?

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৫

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আসলেই এসব জল্লাদ দিয়েই দেশটাকে শোষণ করছে।

১৬| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

উদাসী স্বপ্ন বলেছেন: এইসব লিখে গালি দিয়ে লাভ নেই। এসব শয়তানদের ক্ষমতায় আপনি আমিই বসিয়েছি। আমাদের লাভের জন্যই। যদি বলেন যে ভালো প্রার্থী নেই তাহলে বলবো মনীষার মতো প্রার্থী আপনাদের চোখে পড়ে না। পরে শুধু বিএনপি। আজকে েকটা ভিডিও দেখলাম মেয়রপদপ্রার্থী বিএনপির মনোনয়নপাপ্ত প্রার্থী কেন্দ্রের গেটে একজন আনসার মহিলাকো গালি দিতেছে তর পছন্দের একজনকে জাল ভোট দিতে বাঁধা দেয়ায়।

এখন এসব শালা দুলাভাই বলে লাভ নাই। যখন আপনার কারো কিছু না হচ্ছে ততদিন শুধু সরকারের সমালোচনা করবেন যাতে নিজের পছন্দের কেউ আসে।


ভালো যোগ্য প্রার্থীকে ক্ষমতাতে বসানোর সদিচ্ছা বাঙ্গালীর নেই আর তাই নিস্পাপ মানুষের প্রান যাবে

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৪

আল-শাহ্‌রিয়ার বলেছেন: মিথ্যা বলবেন না আমি এসব কোন অমানুষদের আজ পর্যন্ত ভোট দেইনাই। ক্ষমতা থাকলে আর সবার সমর্থন পেলে ঝাটিয়ে বিদায় করে দিতাম । তবে আপনাদের মত সুশীলদের জন্য কিছু করতে পারি না।

১৭| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এমন অকৃতজ্ঞ মন্ত্রীর পদত্যাগ চাই, এরা মন্ত্রী হওয়ার যোগ্যই নয়।

বড় হৃদয় বিদারক ঘটনা ঘটেছে গতকাল, আমি খুব কষ্ট পেয়েছি জানার পর।

মন্ত্রী সাহেবের পদত্যাগ দাবী করছি

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: অমানুষটার পদত্যাগ সময়ের দাবী।

১৮| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

ভ্রমরের ডানা বলেছেন:




তার ব্যবহার লজ্জাজনক! ব্যাথিতের ব্যাথায় যে হাসে সে অমানুষ দানব! এটাকে মন্ত্রীসভা থেকে বের করে দেওয়া হউক!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১২:৩৮

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

১৯| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধিক্কার এবং অভিশাপ জানাই

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.