নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অব্যক্ত ধ্বনি

আল-শাহ্‌রিয়ার

গুরুত্বপূর্ণ ঘটনার ভেতরের কারণগুলো জানতে এবং বিশ্লেষণ করতে চেষ্টা করি এবং সবার সাথে শেয়ার করতে পছন্দ করি। সামাজিক, রাজনৈতিক আর আন্তর্জাতিক বিষয়ে লেখালেখি করতে ভালো লাগে। তাই ব্লগে পদচারনা।

আল-শাহ্‌রিয়ার › বিস্তারিত পোস্টঃ

১৪৪ ধারা ভেঙ্গে কাশ্মীরে বিক্ষোভ হাজার হাজার মানুষের অংশগ্রহন

১১ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৫০

৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে শ্রীনগরের সৌরা এলাকায় শুক্রবার এক বড় বিক্ষোভ প্রদর্শন হয়।

কয়েক হাজার লোক এসময় সড়কে নেমে আসেন। রয়টার্সে গতকাল কাশ্মীরে বিক্ষোভে কমপক্ষে দশ হাজার মানুষ শামিল হন বলে জানানো হয়।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর থেকে এক বিবৃতিতে ওই খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন এবং অতিরঞ্জিত’ বলে জানানো হয়েছে। শ্রীনগর ও বারামুলায় কিছু বিক্ষিপ্ত বিক্ষোভ হলেও কোনোটিতেই ২০ জনের বেশি লোক জমায়েত হননি বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়। এরপরেই গতকাল রাতে বিবিসির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শনের ভিডিও চিত্র প্রকাশ করে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল কিন্তু নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের সামনে আসতেই তাদের সঙ্গে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা এসময় বিবিসির সাংবাদিককে বলেন, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপরে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও পেলেটগান ব্যবহার করেছে।

এদিকে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে বলে দাবি করলেও আন্তর্জাতিক গণমাধ্যমে বিপরীত ছবি প্রকাশ্যে আসায় সরকারের অস্বস্তি বাড়ছে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:০৪

মাহের ইসলাম বলেছেন: মহান আল্লাহ্‌ আমাদের সকলের সহায় হউন।

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমিন।

২| ১১ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৪২

হাসান কালবৈশাখী বলেছেন:
বিবিসি বর্তমানে মৌলবাদিদের প্রপাগান্ডায় নেমেছে।
ওরা পাকি দখল অংশের এবং চীনের কাছে বিক্রি অংশের কাশ্মিরের স্বাধীনতা চাহেনা কেন?

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:২৯

আল-শাহ্‌রিয়ার বলেছেন: পারলে বিবিসির সংবাদ মিথ্যা প্রমাণ করে দেখান তবে তা পারবেন না যেটা পারবেন সেটা হল অন্ধ ভাবে ইন্ডিয়ার দালালী।

৩| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৫৬

প্রবালরক বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
বিবিসি বর্তমানে মৌলবাদিদের প্রপাগান্ডায় নেমেছে।
ওরা পাকি দখল অংশের এবং চীনের কাছে বিক্রি অংশের কাশ্মিরের স্বাধীনতা চাহেনা কেন?


আপনি রেগে গেছেন।
বিবিসি সংবাদ পরিবেশনকারী প্রতিষ্ঠান। ঘটনার কোন পক্ষ নয়। এবং বিশ্বরাজনীতির মোড়লও নয়।
কারো স্বাধীনতা চাওয়া বিবিসির কাজ নয়।
কাশ্মীর যে অবরুদ্ধ অবস্থায় আছে বিবিসি শুধু সে খবর দিয়েছে।

প্রসঙ্গত: কাশ্মীরের জনগনকে অবরুদ্ধ করে রেখেছে গেরুয়া মৌলবাদ।

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩১

আল-শাহ্‌রিয়ার বলেছেন: সহমত।

৪| ১১ ই আগস্ট, ২০১৯ দুপুর ১:৫৮

প্রবালরক বলেছেন: নিউ ইয়র্ক টাইমসের পাকিস্তানি সংস্করণ অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন
ও অনলাইন টাইমস অব ইন্ডিয়া এইমাত্র খবর দিয়েছে :
ভারতকে সমর্থন রাশিয়ার পাকিস্তানকে চীনের।

কাশ্মীর সমর্থন হীন।

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দুঃখজনক

৫| ১১ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: হে প্রভু কাশ্মীর সমস্যার সমাধান করে দাও।

১২ ই আগস্ট, ২০১৯ সকাল ৯:৩০

আল-শাহ্‌রিয়ার বলেছেন: আমিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.