নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

"খাদক" হয়ে মারা যান, তবুও মাদক স্পর্শ কইরেন না! :P/:)/:)

২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:২৫

"বিশ্ব মাদকমুক্ত দিবস" উপলক্ষে কিছু ভয়ঙ্কর তথ্য! ---



১. দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা প্রায় ৫০ লাখ।

২. মাদকের পিছনে এদের দৈনিক খরচ কমপক্ষে এবং গড়ে ১৫০ টাকা।

৩. প্রতি মাসে সব মিলিয়ে মাদকের পিছনে ব্যয় হয় প্রায় ২০০০ কোটি টাকার মত।

(তথ্যসূত্র- মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর)



২০০০ কোটি টাকা?!?!? কস্কি মমিন! পুরাই দেখি মাননীয় স্পিকার হইয়া গেলাম! আহারে মূর্খের দল! তোরা যদি বেশি না, মাত্র দুইটা মাস এইসব "ছাইপাশ" (নাকি ছাই"ফেল" হবে? এগুলা বেশি খাইলে তো হার্ট ফেল করতে পারে!) না খাইলেই তো আমরা একটা না, দুই দুইটা পদ্মাসেতু বানায় ফেলতে পারতেম রে মমিন! দুইটা সেতু দিয়া কি করতাম? আরে পাগলা, একটা দিয়া পদ্মার ঐ পাড়ে যাইতাম, একটা দিয়া পদ্মার এই পাড়ে আইতাম! :P :D আমাদের "মাল" সাহেবও তখন দুই দুইটা পদ্মা সেতু দেইখা বাচ্চার মত লাফ দিয়া " I am একদম ফেড আপ" এর বদলে I am একদম Cheer Up" বলত!



একটু সিরিয়াস কথা- পৃথিবীতে অনেক অসাধারণ খাবার আছে খাওয়ার জন্য, এত কিছু ছাইড়া এইসব ইয়াবা নামক ট্যাবলেট, গাঁজা, কয়েক ইঞ্চির বিষভর্তি সিগারেট খাওয়ার মানে কি? তোমার যেই বন্ধু বা বান্ধবী তোমারে এগুলা খাইয়া "স্মার্ট" হইতে বলে, সে আসলে তোমার বন্ধু না, সে একটা জীবন্ত বন্দুক! যে তোমাকে গুলি ছাড়াই মাইরা ফেলার জন্য যথেষ্ট! :P :/



পরীক্ষায় ফেল করস বইলা ট্যাবলেট খাইতে হবে? ফাইজলামি? পৃথিবীতে মনে হয় তুমি একাই ফেল করস!আইনস্টাইন ভার্সিটি ভর্তি পরীক্ষায় ফেল করসিল এটা জানা আছে? ট্যাবলেট খাইলে টিচার কি নাম্বার বাড়ায় দিবে? উল্টা ট্যাবলেট খাইলে ট্যাবলেট আকৃতির আরও কিছু "গোল্লা" পাইবা ভবিষ্যতে আরও কিছু পরীক্ষায়! :P তোমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড তোমারে ছাইড়া চইলা গেছে? ট্যাবলেট খাইলে কি সে ট্যাবলেট এর উপরে চইড়া তোমার কাছে ফেরত আসবে? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া আর কেও তোমারে ভালোবাসে না? জীবনে হতাশা? কাজে ব্যর্থ- তাই বলে ট্যাবলেট খাইয়া "চেগাইয়া" শুইয়া থাকতে হবে? সমস্যার চোখে চোখ রেখে যদি উল্টা সমস্যাকেই ভয় দেখাতে না পারিস তাইলে আর কীসের মানুষ হইলি? :D তোমার চেয়ে অনেক খারাপ অবস্থানে থেকেও একজন সাধারণ মানুষ কতটা অসাধারণ জীবনযাপন করে তা কি কখনও একটু চোখ খুলে দেখেছ? দেখলে, অনুভব করতে বেঁচে থাকাটাই কতটা অসাধারণ!



"জীবন" এর মত অসাধারণ জিনিসকে যে হুক্কার "ধোঁয়ার" সাথে উড়িয়ে দেয়, তার কি করা উচিত? "জী", তার "বনে" চলে যাওয়া উচিত এই লোকালয় ছেড়ে! :P :D



মরে যেতে চাস? কিচ্ছু ভাল্লাগে না? আর কোন আকর্ষণ নাই এই দুনিয়ার প্রতি? তাইলে মানুষের সেবা করে মারা যা! সেটাতে অনেক কষ্ট হলে "মাদক" ছাড়া অন্য সব কিছু খেয়ে "খাদক" উপাধি নিয়ে মারা যা! তাতেও একটা কাজের কাজ হবে! :D



অনেক কথা বললাম, এগুলা আরও অনেকেই বলবে, বলেছেও হয়ত ইতিমধ্যে, তারা কেও থাকবে না একদিন, মানুষ মরণশীল এই নিয়ম মেনে তারা একদিন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে! কিন্তু, at the end of the day, জীবনটা তোমার এবং শুধুই তোমার, এবং এই জীবনটা জাস্ট একটা, একবারের জন্যই পাওয়া, এই অসাধারণ জীবনটাকে "মাদক" নামক হাতিয়ার দিয়ে নিজ হাতে খুন করোনা! জীবনের মূল্য বুঝতে চেষ্টা করো, বেঁচে থাকার সার্থকতা খুঁজো, আমাদের আশেপাশের অনেক ছোটখাটো জিনিসের মাঝেই যেই অসাধারণ আনন্দ আছে, ঐ মরণঘাতী ট্যাবলেট এর সমস্ত কোম্পানি মিলে তোমাকে সেই আনন্দের এক বিন্দুও দিতে পারবে না! শুভকামনা! :D Live, Love and Laugh :D

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৩

রোজেল০০৭ বলেছেন: চমৎকার লিখছেন।

আসলেই আনন্দ নিয়ে বাঁচো,
ভালবাসা দিয়ে বাঁচো,
হাসতে শেখো,হাসি ছড়িয়ে দাও।

পোস্টে নিদারুন ভালো লাগা।

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৫১

শাহরুখ সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ :)

২| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪

এইচ আর খান বলেছেন: দারুন পোষ্ট । ধন্্যবাদ

২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৫২

শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৩| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৫

শ্রীঘর বলেছেন: যে থানা বা পুলিশের কর্মকর্তারা মাদকের চালান আটকাইয়া আবার সেই মাদক বেইচ্চা দেয় অন্য মাদক ব্যবসায়ীর কাছে, তাদেরকে কি করা উচিত বলে আপনি মনে করেন?



২৭ শে জুন, ২০১৩ রাত ১০:৫২

শাহরুখ সাকিব বলেছেন: শাস্তি হওয়া উচিত অবশ্যই, চাকরি থেকে বরখাস্ত করা যেতে পারে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.