নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের বিভিন্ন সিনেমার গ্রুপে মুভি নিয়া যেমনে ক্যাচাল শুরু হয় :P :/

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৭

১) দ্যা গডফাদার দেখলাম মাগার আফসোস, কিছুই বুঝলাম না! অত ভাল্লাগে নাই যত মাতামাতি এটা নিয়া! এমনে খারাপ না, চলে আরকি! একটা বিড়াল রে এত আদরের মানে কি?



-ভাই, যান, আপনে আশিকি ২ দেখেন!:/

- এই মুভি ভাল্লাগেনাই? অন্তত পার্ট ওয়ান এ বিড়ালের প্রতি মারলান ব্র্যান্ডও এর যে সুপ্ত ভালোবাসা ছিল, বোবা প্রাণীদের প্রতি তার যে ভালোবাসা ছবিতে ফুটে উঠেছে- মুভির বাকিসব বাদ দিলেও শুধু এই ভালোবাসার জন্যই ছবি অসাধারণ লাগার কথা! বুঝি না ভাই, আপনাদের বুঝি না! দুনিয়া থেকে ভালোবাসা উঠে গেল! :/ :P

-কে কোথায় আছিস? কাঁটাবন থেকে সব বিড়াল আইনা এই শালার গায়ের উপরে ছাইড়া দে! এত বড় সাহস, গডফাদার রে খারাপ কয়! :/



২) এই প্রথম টম হেঙ্কস এর ছবি দেখলাম, দ্যা টার্মিনাল- অসাধারণ লাগসে!



-এতদিনে এটা দেখলেন? আপনে তো কিছুই দেখেন নাই, আসল মুভি- ফরেস্ট গাম্প ই বাকি! কবে দেখবেন? আরও দুই বছর পরে?



৩) ফাস্ট ৬ দেখলাম! ট্রাস্ট মি ডুড! ইটস কিকঅ্যাজ অসাম! এরকম একশন মুভি হলিউড এ আর হয়নাই! গাড়িগুলা অস্থিররররররর লাগসে! এরকম একটা গাড়ি যদি পাইতাম! ইশ!



-এরকম একশন মুভি হলিউড এ আর হয়নাই!--- ভাই, যেই গাড়ির স্বপ্ন দেখেন, সেটাতে করে আমেরিকা চইলা যান! এই বালের দেশে কি করেন আফনে? সিএনজী চালান?



৪) স্বদেশ এর পর শাহরুখ এর আরেকটা অসাধারণ মুভি দেখলাম- চাক দে ইন্ডিয়া! অসাধারণ এর উপরের স্তরের মুভি ম্যান! যারা বলে শাহরুখ নাকি সিরিয়াস রোল পারে না, তাঁদের এই ছবি দেখা উচিত! এই রোল শাহরুখ এর চেয়ে ভাল আর কেও করতে পারত না! হ্যাটস অফ!



- কোত্থেকে যে আসেন আপনারা?! স্বদেশ একটা ছবি হইলে তেলাপোকা একটা গাভি যে নিয়মিত দুধ দেয়! :/ আইএমডিবি রেও বুঝি না! নাসার চাকরি ছাইড়া নায়ক "শাড়ি পড়া" এক নায়িকার জন্য দেশে আইসা গ্রামের বাড়িতে বাত্তি জ্বালায়! ফাইজলামির একটা সীমা থাকা উচিত কাহিনীর -এইটারে আইএমডিবি ক্যামনে ৮.১ দেয়?! চাক দে একটা ছবি হইল? এক ব্যাটা হাফপ্যান্ট পড়া ১৫ টা মাইয়ার লগে ঘুরতেসে হকি শিখানোর কথা বইলা! বুইরা বয়সে শাহরুখ এর যে কি ভীমরতি ধরল! :/





৫) শাহরুখ এর ডন ২ দেখলাম! সুপারব , স্টাইলিশ একশন মুভি বলিউড হেজ এভার সিন! শাহরুখ এর লম্বা চুল আর দাঁড়ির স্টাইল যা মানাইসে না! ব্যপক লাগসে!



- এইসব পাবলিকদের জন্য গ্রুপে আসতে মন চায়না! কথা বলতেও ইচ্ছা করেনা এদের সাথে, যাদের সাথে "স্ট্যাটাস" যায়না, তাঁদের সাথে আবার কীসের কথা!? কীসব বালছাল মশলা মুভি দেখে, সেইটা নিয়া বার এত লাফালাফি, যাইয়া দেখেন মিশন ইম্পসিবল থেকে কয়টা সিন কপি মারসে! আইপিএল এ হাইরা শাহরুখ এর টাকা পয়সা সব শেষ, এমনকি দাড়ি কামানোর আর চুল কাটার টাকাও নাই- এইটা নাদান পাবলিক বুঝে না! এইটা নাকি আবার স্টাইল! :/





৬) অনন্ত এর মোস্ট ওয়েলকাম দেখলাম! হাসতে হাসতে, গড়াইতে গড়াইতে সিনেমা হল থেকে বের হয়ে গেসিলাম! কি উচ্চারন এই ব্যাটার! হি ইজ রিয়েলই পম গানা! ব্যাপক বিনোদন ম্যান!



- এই মানুষটাকে আর কত জ্বালাবেন আপনাদের মত সুশীলেরা? তাঁকে কি একটু শান্তিতে এই দেশে থাকতে দিবেন না? নাকি তাঁকে জ্বালাতে জ্বালাতে ঘানাতেই পাঠায় দিবেন?





৭) শাকিব খানের নতুন ছবির গেটআপ এর পিক্স দেখলাম! আকাশি শার্ট এ তাঁকে বেশ মানাচ্ছিল, কিন্তু এটার সাথে ম্যাজেনডা কালারের ছেঁড়া প্যান্ট সব মাইরা দিছে! এটা কোন স্টাইল হল? কালো রঙের প্যান্ট পড়লেই ভাল মানাত!



- ওরে ফকিন্নির পুলা! স্টাইলের তুই কি বুঝিস? তুই জানোস ও যেই ম্যাজেনডা কালারের প্যান্ট পড়সে, হুবুহু একই রকমের একটা প্যান্ট আমার কাছে আছে! শাকিব না থাকলে আজকে তো আমাদের ইন্ডাস্ট্রি থাকতোই না, আবার কথা কইতে আইসস! যাহ্‌, বাসায় যাইয়া হলিউড এর ন্যাংটা মাইয়া মানুষ আর বলিউড এর শিলার জাওানি দ্যাখ গিয়া! :/





৮) Agora(2009) দেখলাম! ধর্মান্ধতা যে কত ভয়াবহ হতে পারে! মানুষের জীবনের চেয়েও ধর্মের দাম বেশি হয়ে যায়! অদ্ভুত!



- ধর্ম শুনলেই চুলকানি লাগে নারে ছুপা নাস্তিক? বাসা কি শাহবাগ এর আশেপাশে? তোদের জন্যই আজ দেশ নষ্ট! :/



৯) The Messenger দেখলাম! ধর্ম যে কত শান্তির তা এই ধরনের ছবি দেখলে বুঝি- অসাধারণ!



- হুম! ধর্ম নাম শুনলেই তোমাদের খালি শান্তি লাগে! মুভি দেখতে নিলেও ধর্মের মুভি বাইছা দেখে! হেফাজতের মত অবস্থা নাকি কে জানে? রমজানে ইফতারে কি খেজুর খাইতেন নাকি তেঁতুল? :/





১০) কোরিয়ান মুভি ডেইজী দেখলাম! এত অসাধারণ ক্যামনে হয়?



- মানুষ ক্যামনে কোরিয়ান মুভি দেখে? আমি তো এদের চেহারাই আলাদা করতে পারি না! সবগুলা ছোট চোখ, চ্যাপ্টা নাক- নায়ক, নায়িকা, কাজের বুয়া, ভিলেন- সব দেখতে তো একই রকম লাগে! :P :D





এত কিছু দেখার পর আমার রিএকশন- মাটি! আল্লাহ্‌র কসম তুই ফাঁক হইস না! আমি ফাঁক হই, তুই আমার ভিত্রে ঢুইকা যাহ্‌! মাটি, দেরি করিস ক্যান? ঢুইকা যা মাটি জলদি! আমার আর ভাল্লাগে না এই ক্যাচাল!





আমার মত অতি নিম্নমানের সিনেমাখোর এর কথা- অভিনয় পৃথিবীর অন্যতম কঠিন কাজ বলে আমি বিশ্বাস করি, এর চেয়ে গভীর রাতে "ওয়া ওয়া" বলে চিৎকার করে কেঁদে উঠা বাচ্চাকে শান্ত করা আরও বেশি সোজা! যাদের নাম উপরে বললাম আর যাদের নাম বলিনাই অর্থাৎ যাদের নাম বললেই আমরা চিনতে পারি- তারা প্রত্যেকেই অভিনেতা। এই নাম তারা অর্জন করেছেন, টাকা দিয়া কিনেন নাই। প্রত্যেকের ভিতরে "কিছু" না থাকলে তারা আজ এই পর্যায়ে আসতে পারতেন না... আপনার যেই মুভি ভাল্লাগবে না, সেটা দেখবেন না- সোজা হিসাব। একজন অভিনেতা বা নেত্রির সব ছবি "ভাল" হতে হবে এমন কোন কথা নাই, এটা সংবিধানে লিখা নাই! হাতের পাঁচ আঙ্গুল সমান না, সবার সমান দিন সবসময় যায় না, ব্যাটে বলে একসময় অনেক জিনিস নাও মিলতে পারে- এইটা নিয়ে তারে গালাগালি করার কিছু নাই! বাইরে থেকে, এসি রুমে বসে, হোম থিয়েটার এ মুভি দেখে আরামে সবাইরে গালাগালি করা যায়- নিজে করতে গেলে বুঝবেন কত গমে কত আটা! বাইরে থেকে তাঁদের দুনিয়া অনেক রঙ্গিন লাগে, তাঁদেরও জীবন আছে, মিডিয়া পলিটিক্স আছে, সাংবাদিকদের ঘ্যানর ঘ্যানর জ্বালা আছে- এত সোজা না জীবন! আপনার কোন মুভি ভাল না লাগলেই যেন আপনি এটা নিয়ে ইচ্ছামতো গালাগালি করার সুযোগ পাবেন না, তেমনি আপনি কোন ছবি না বুঝলে সেই ছবি খারাপ হয়ে যাবে না! পথের পাঁচালি না বুঝলে যেমন সত্যজিতের কিছু যাবে আসবে না, তেমনি গজনী একটা "ফালতু মশলা" সিনেমা বললেও সেটার ব্যবসা কম হবে না! সমাজে আপনি একা থাকেন না- সব আপনার একার পছন্দের ছবি হবে না! "সিনেমা" খালি শিক্ষিত মানুষের জন্য না, দুই পাতা পড়ে ফেলসেন তার মানে এই না যে বিনোদন পাবার অধিকার খালি আপনার! "রিকশাওয়ালা ফকিন্নির বাচ্চার আবার মুভির দরকার কি?" এটা বলার কোন অধিকার আপনার নাই! রিকশাওয়ালার দাবাং কে গালি দেয়ার কোন অধিকার আপনার নাই, তেমনি কোন রিকশাওালার অধিকার নাই শশাঙ্ক রিডেম্পশন না বুঝলে তারে গালি দেয়ার! পরিশ্রম মরগান ফ্রিমেন ও করে, সালমান খান ও করে, আমাদের শাকিব ও করে! কেও বেশি কেও কম! মশলা ছবিতে কোন পরিশ্রম লাগে না, "গভীর জীবনবোধ" এর ছবিতে খুব হাড়ভাঙ্গা পরিশ্রম লাগে - এটা কি নতুন তত্ত্ব আবিষ্কার করছেন? আলুভর্তা, ডাল, ভাত খাওয়ার যেমন দরকার আছে, তেমনি মাঝে মাঝে পোলাও খাবার ও দরকার আছে, তেমনি কিমকি দুক, কুবরিক যেমন দরকার আছে, তেমনি দাবাং, চেন্নাই এক্সপ্রেস এরও দরকার আছে, তবে বেশি পোলাও একটানা খাইলে( দাবাং), হজমে সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা প্রবল!





হ্যাপি সিনেমা দেখাদেখি- গালাগালি কইরেন না, যেই অভিনেতাকে আপনার দুই চক্ষে দেখতে ইচ্ছা করে না, তার কথা বলতে গেলেও একটা ন্যূনতম সম্মান দিয়ে কথা বলবেন- সে যেই হোক না কেন- কারণ এট লিস্ট সে চেষ্টা করেছে আর ক্যাচাল কইরেন না , সৈয়দ নাজমুস সাকিব (এটা আমি!) নামে এক জনৈক মনিষী বলেছেন- ক্যাচাল জাতিকে পিছিয়ে দেয়! :P :D

মন্তব্য ৩৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

হাসান মাহবুব বলেছেন: ঐ মিয়া আপনি এত বেশি বুঝেন কেন? নিজেরে কি মহাবোদ্ধা এবং ক্রিটিক মনে করেন? কৈত্থিকা যে এইসব ব্লগে আইসা...








প্লাস আদায় কৈরা লয় B-)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১

শাহরুখ সাকিব বলেছেন: হা...হা... ধন্যবাদ :)

২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৪

আখিলিস বলেছেন: হা হা প গে । কিচ্ছু কমুনা - কইলেই দোষ ! =p~

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :) আসলেই দোষ!

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

টুম্পা মনি বলেছেন: - ওরে ফকিন্নির পুলা! স্টাইলের তুই কি বুঝিস? তুই জানোস ও যেই ম্যাজেনডা কালারের প্যান্ট পড়সে, হুবুহু একই রকমের একটা প্যান্ট আমার কাছে আছে! শাকিব না থাকলে আজকে তো আমাদের ইন্ডাস্ট্রি থাকতোই না, আবার কথা কইতে আইসস! যাহ্‌, বাসায় যাইয়া হলিউড এর ন্যাংটা মাইয়া মানুষ আর বলিউড এর শিলার জাওানি দ্যাখ গিয়া! :/
=p~ =p~ =p~

- এই মানুষটাকে আর কত জ্বালাবেন আপনাদের মত সুশীলেরা? তাঁকে কি একটু শান্তিতে এই দেশে থাকতে দিবেন না? নাকি তাঁকে জ্বালাতে জ্বালাতে ঘানাতেই পাঠায় দিবেন? =p~ =p~ =p~

ছাকিব খান আর জলন্ত অনিল দুই জনই আমার প্রিয়ু নায়ক। তাদের নিয়া হাব্বিজাব্বি লিকবেন না। X(( X(

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫

শাহরুখ সাকিব বলেছেন: ওকে! ভয় পাইসি! :)

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: হাসতে হাসতে পুরা আউলাইয়া গেলাম হাহাহাহাহাহাহাহাহাহাহাহা.....+

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

শাহরুখ সাকিব বলেছেন: এই প্রথম শরৎ ভাই এর কমেন্ট! আমি তো খুশিতে আর নাই! অনেক ধন্যবাদ ভাই! :) :) :)

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্লাস দিয়া গেলাম। উত্তম পর্যবেক্ষণ!

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮

শাহরুখ সাকিব বলেছেন: এক বছর ধরে পর্যবেক্ষণ করসি ভাই! ধন্যবাদ! :)

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

আরজু পনি বলেছেন:

মেজাজ পুরাই খারাপ করে দিরেন মিয়া ?!

পন্ডিতদের পাঠশালা থেকে বেরিয়ে আসছি.... X(

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৯

শাহরুখ সাকিব বলেছেন: :(

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

আরজু পনি বলেছেন:

মেজাজ খারাপের চোটে বানা্নও ভুল করছি :(

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০

শাহরুখ সাকিব বলেছেন: :(

৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০১

ইয়েন বলেছেন: ভাই সিরাম হইসে... গড ফাদার এর টা চরম হইসে :) ....তবে শেষে আবার আতলামি পেচাল পারসেন কেন!!২/৩ টা মুভি দেইখা আফনে মুভি ক্সিটিক হওয়ার ভাব লন X(( .... =p~ B-) ,,,,,,,, পোস্টে পিলাছ ...

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

শাহরুখ সাকিব বলেছেন: লাস্টের কথাই আসল কথা ভাই! আমাদের সবার সহনশীলতা দরকার ! :)

৯| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :) :)

১০| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:০০

ত্রিভকাল বলেছেন: আমনে তো মিয়া এদিক দিয়া বুঝিয়া দিলেন যে আমনে হইতাছেন গিয়া সাঁচ্চা চলচিত্র বোদ্ধা.. :P কুবরিক, ফ্রিম্যান, শাকিব খান.... সব কইয়া বুঝাইদিলেন যে না আপনে আসলেই সবই দেখেন... এটার একটা নাম আছে, জানেন তো ? সুবিধাপার্টি :P :P :P

তয় ভাইজান আপনার পোষ্ট পইড়া ব্যপক শান্তি পাইছি। কমেন্ট না কইরা পারলাম না তাই.. ভালো থাকবেন.।।। :)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৭

শাহরুখ সাকিব বলেছেন: আমি আসলেই সব দেখি ভাই, বস্তির রানী সুরাইয়া থেকে শুরু করে এক থা টাইগার হয়ে শশাঙ্ক- সব মুভি দেখি, ভাল্লাগে সব ধরনের জিনিস দেখতে :) ধন্যবাদ, আপনিও ভাল থাকুন :)

১১| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১১

সোহানী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩০

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :) :) :) :) :)

১২| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

মাথাল বলেছেন: শিট ম্যান.... ভাবছিলাম মাউস দিয়া কার্জ উদ্ধার কররে ফেলব। ঝোর কইরা কি-বোর্ডে হাত লাগাইতে বাধ্য করলেন। :)



+++++++++++++++++++++++

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :) অনেক অনেক ধন্যবাদ!

১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

শায়মা বলেছেন: :P

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :)

১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

নুর ফ্য়জুর রেজা বলেছেন: :-/ :P :P

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৯

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :)

১৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২১

আলাপচারী বলেছেন: আপনার মন্তব্য করার ভ্যারিয়েশন দারুন। শাবাশ !!!

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৩৮

শাহরুখ সাকিব বলেছেন: চোখে পানি এসে গেল আপনার প্রশংসা শুনে! অনেক ধন্যবাদ! :) :) :)

১৬| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: মজার পোস্ট - পড়ে মজা পাইছি :D

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২

শাহরুখ সাকিব বলেছেন: মজাই জীবন ভাই! :) :) :)

১৭| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

জান্নাতুল এন পিয়াল বলেছেন: দারুণ পোস্ট... আরও কয়টা ইংলিশ মুভি সম্পর্কে লিখলে মজা বেশি পাইতাম...

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

শাহরুখ সাকিব বলেছেন: এইগুলা লেখতে লেখতেই আমি শেষ! আপনে আরও চান? হায় খোদা! ধন্যবাদ! :)

১৮| ১৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৮

শাওণ_পাগলা বলেছেন: :#)

১৫ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :)

১৯| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: খে খে খে :-B :-B

ভাই পারেন ও বটে !!!

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪১

শাহরুখ সাকিব বলেছেন: পারতে হয় ভাই! :P :P =p~ =p~ ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.