নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

একটি সাধারণ ফেসবুক স্ট্যাটাস ও তার অসাধারণ পরিণতি :P ;) :)

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯

স্ট্যাটাসঃ ডান হাতে ব্যথা, তাই বাম হাতে এক গ্লাস পানি খেলাম, শান্তি লাগতেসে!



মন্তব্য ১- ওয়াও! দারুণ লিখেছেন!



মন্তব্য ২- আপনার শান্তি লাগছে দেখে আমাদেরও শান্তি লাগছে!



মন্তব্য ৩- রবীন্দ্র পরবর্তী যুগে এমন অসাধারণ লেখা আর পড়া হয় নাই! চালিয়ে যান!



মন্তব্য ৪- স্যালুট বস! শেয়ার দিলাম! এই লেখা শেয়ার না দিলে গুনাহ হবে!



মন্তব্য ৫- আপনি যে শুধু প্রাতিষ্ঠানিক পড়ালেখায় দুর্বল তা নয়, আপনি সাধারণ বাংলাতেও দুর্বল! তানাহলে আপনি জানতেন যে, পানি কেও খায় না, পান করে! স্ট্যাটাস বাংলায় দেয়ার আগে দয়া করে বাংলা শিখে আসুন প্লিজ! সারাদিন গান গাইলেও ইভা রহমান যেমন সঙ্গীতশিল্পী না, তেমনি অভ্র সফটওয়্যার পাইলেই আপনে স্ট্যাটাস লেখক না!



মন্তব্য ৬- গরীব মানুষ একফোঁটা পানি পায় না, আর সেখানে আপনি এক গ্লাস পানি আরাম করে খাচ্ছেন? কীভাবে পারেন ম্যান? গরীব মানুষের প্রতি কি আপনার একটুও দরদ নাই?আজিব!



মন্তব্য ৭- "বাম হাতে এক গ্লাস পানি খেলাম" এর দ্বারা বোঝা যায় আপনি পরোক্ষভাবে "বাম রাজনীতি" এর সাথে যুক্ত!



মন্তব্য ৮- আমাদের সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র কইরা বন ধ্বংস কইরা ফালাইতাসে আর তুমি এইখানে বইসা পানি খাও শু*** বাচ্চা? থাব্রাইয়া তোর পানি বের করতেসি!



মন্তব্য ৯- সাকার বিচার শেষ হইয়া গেল, তুমি কিচ্ছু লিখলা না, আর এখন পানি খাওয়ার কথা লেখো, তুমি যে একটা উৎকৃষ্ট মানের ছাগু এইটা আজকে প্রমাণিত! হাহ হা... "লেঞ্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড! মাইন্ড ইট!"



মন্তব্য ১০- হু ইজ "শান্তি" ডুড? নতুন গার্লফ্রেন্ড? কনগ্রেটস মাম্মা! ট্রিট কবে পাচ্ছি?



মন্তব্য ১১- পানি ডান হাতে খাও বা বাম হাতে, পানির গন্তব্য কিন্তু তোমার সেই পেটেই! এইটা নিয়া স্ট্যাটাস দেয়ার কোন মানে দেখিনা, বাম হাতে পানি খাইলে পানি যদি পেটে না গিয়া পিঠে যাইত, তাইলেও বুঝতাম!



মন্তব্য ১২- সব ঠিক আছে, কিন্তু ডান হাতে ব্যথা হইসিল কেন? কোন অপকর্ম করসিলেন? এখানে বলা যাবে না ইনবক্সে আলাপ করবো?



মন্তব্য ১৩- এক হাতে ব্যথা আর ওমনি আরেক হাত ব্যবহার শুরু করে দিলেন? দেশে যে ডাক্তার- হাসপাতাল নামক জিনিসগুলো আছে তা কি আপনারা ভুলে গেলেন মশাই? ডান হাতের জন্য কি করেছেন শুনি! এলোপ্যাথি ট্রাই না করে হোমিওপ্যাথি ট্রাই করেন।



মন্তব্য ১৪- ভাল লিখসেন ভাই, আমি ব্লকড, আমারে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান প্লিজ! আল্লাহ্‌র দোহাই লাগে!



মন্তব্য ১৫- আপনার এই স্ট্যাটাস পড়ে আমাদের যুবসমাজ তথা সমগ্র বাংগালী জাতি আজ নতুন এক দিশা খুঁজে পেলো । আপনাকে নোবেল পুরষ্কারে ভূষিত করার লক্ষ্যে আমি নতুন কমিটি গঠন করে দ্রুত পদক্ষেপ গ্রহন করে এ মহৎ কাজকে ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নিকট আকুল বিকুল আবেদন জানাই ।



মন্তব্য ১৬- আপনি পানি পানের আগে "বিসমিল্লাহ" বলেন নাই, এর দ্বারা প্রমাণিত হয় যে আপনি একটা নাস্তিক!



মোরাল অফ দ্যা স্টোরি- বাঙ্গালি পারেও ম্যান! তিলকে তাল করতে তার জুড়ি নাই! :D :P

মন্তব্য ২৮ টি রেটিং +১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২

ভিটামিন সি বলেছেন: দে কোপ। কোপাইয়া ফালা ফালাা কইরা পানিতে ফালাইয়া দে।

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :)

২| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২০

আমিনুর রহমান বলেছেন:




যার স্ট্যাটাস তার এই মন্তব্যগুলো দেখে এখন সে পানি পান করতে গেলে তার অনুভূতি কি হয় খুব জানতে মুঞ্চায়।

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

শাহরুখ সাকিব বলেছেন: এটা আমারই বানিয়ে লেখা একটা স্ট্যাটাস ভাই, আমাদের আশেপাশে সাধারণত একটা স্ট্যাটাস নিয়া কেমন ক্যাচাল হয় সেটা বুঝাইলাম :)

৩| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪

অচিন তারা বলেছেন: হাঃ হাঃ হাঃ... ভাই সত্যি সত্যি লেখাটা শেয়ার না দিয়ে পারলাম না... মজা পেলাম পড়ে :p

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

শাহরুখ সাকিব বলেছেন: শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু! :)

৪| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬

আশমএরশাদ বলেছেন: আরো কয়েকটা যোগ করেন -১।আপনি কি বসে পানি খেয়েছিলেন নাকি দাঁড়িয়ে?
২, পানি কি পিউরিট ফিল্টার থেকে নাকি নরমাল ফিল্টার থেকে নেয়া?

৩, পানি খাবেন কাঁচের গ্লাসে প্লাস্টিকের গ্লাস কে না বলুন।
৪, হাতে ব্যাথাতো কি হয়েছে - পানিতো আর হাতে খাবেন না । খাবেন মুখ দিয়ে। আজিব।
৫, পানি খেতে আপনার গলায় বেঁধে যায় নাইতো ভাইয়্যা। :)

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

শাহরুখ সাকিব বলেছেন: হা.।হা.। আপনে দেখি মিয়া আরও রসিক! :)

৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D


ব্যাপক বিনুদোন!!!

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :)

৬| ০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: =p~ =p~ =p~

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :)

৭| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সত্য । স্ট্যাটাস দিলাম।

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ! কার্টেসি দিয়েন কিন্তু :)

৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৬

আহমেদ আলিফ বলেছেন:
এজন্যেই তো ফেবুতে থাকি না !

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শাহরুখ সাকিব বলেছেন: আয় হায়!

৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩০

নেক্সাস বলেছেন: :) :) :) :) :) :) :) :) :)

০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :) :)

১০| ০৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: :)

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :)

১১| ০৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৯

এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: ধন্যবাদ

০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৫

শাহরুখ সাকিব বলেছেন: :)

১২| ১৯ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:০৯

রাসেল১৩ বলেছেন: হা হা হা :) :) প্রতিদিনের ফেসবুকচিত্র ;)

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

শাহরুখ সাকিব বলেছেন: একদম সত্য ও বাস্তব চিত্র :)

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০২

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ওই বেচারা তো এখন পানি খাওয়াই বন্ধ করে দিবে মনে হয়। :D

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :) পানি নাম শুনলেই সে ভয় পাবে ;)

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

অবাধ্য সৈনিক বলেছেন: বিনুদন আর বিনুদন B:-/ :-B

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৮

শাহরুখ সাকিব বলেছেন: জীবন মানেই বিনুদুন! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.