নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

No Mercy : বেস্ট কোরিয়ান রিভেঞ্জ থ্রিলার :)

০৯ ই মে, ২০১৪ সকাল ১১:৫৮









সিনেমার নামঃ No Mercy ( নো মারসি)

বাংলা অর্থঃ কোন ক্ষমা নাইক্কা! :P

সিনেমা সম্পর্কে অনেক কিছু বলার আগে একটা পরিস্কার সতর্কবাণী দিয়ে দিতে চাই, তানাহলে পড়ে আমাকে খামোখাই গালিগালাজ করতে পারেন। সতর্কবাণী হল, এই সিনেমা সবার জন্য না, এই সিনেমা সবার হজম হবে না।



বেশ নামডাকওয়ালা একজন বিখ্যাত ফরেনসিক ডাক্তার, নিজের কাজে সিদ্ধহস্ত বলে বেশ সুনাম তার। স্ত্রী অনেক আগেই মারা গেছেন, এক মেয়ে আছে, সেও বোর্ডিং স্কুলে। খুশির খবর হল ১৩ বছর পর তার মেয়ে তার কাছে ফিরে আসছে। ডাক্তার ভাবছেন- “মৃত” শরীরের সাথে তো অনেক বছরই কাটানো হল, এবার নাহয় শুধু “জীবিত” মেয়ের সাথে সময় দেবেন। এমন সময়ই একটা খুনের ঘটনা ঘটে। জঙ্গলে একটি মেয়ের লাশ পাওয়া যায়, যার শরীর থেকে তার মাথা, দুটি পা এবং দুটি হাত বিচ্ছিন্ন করে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। ডাক পড়ে সেই ফরেনসিক ডাক্তারের। এই কেসের ইনভেস্টিগেশন এর দায়িত্ব পড়ে এক সদ্য জয়েন করা লেডি পুলিশ অফিসারের ঘাড়ে, যিনি কিনা আবার এই ডাক্তারেরই প্রাক্তন ছাত্রী। খুনিকে বের করতে খুব একটা ঝামেলা পোহাতে হয়না তাদের, নিজের দোষ স্বীকারও করে নেয় খুনি। খুনির সাথে ডাক্তার যখন প্রিজন সেলে একা দেখা করতে যান, তখন তিনি জানতে পারেন, খুনি আগেই তার একমাত্র মেয়েকে অপহরণ করেছে, নিজের মেয়েকে বাঁচানোর একটাই উপায় ডাক্তারকে বাতলে দেয় খুনি- “আমার বিরুদ্ধে যত প্রমাণ পেয়েছ, তার সবগুলোকে নিশ্চিহ্ন করে আমাকে সম্পূর্ণ নির্দোষ ব্যক্তি হিসেবে জেল থেকে বের করো, তানাহলে তোমার একমাত্র মেয়ের চেহারা তোমার আর জীবনেও দেখা হবে না!” রাগে, দুঃখে, ক্ষোভে দিশেহারা হয়ে যান ডাক্তার! কি করবেন এখন তিনি? নিজে আইনের লোক হয়ে কীভাবে তিনি একজন দোষী ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করবেন? কিন্তু না করতে পারলে যে নিজের মেয়েকে আর ফিরে পাবেন না! এই খুনি তার সাথেই শুধু এমন করছে কেন? এত সহজে আইনের কাছে নিজেকে ধরা দেয়ার পিছনে কি তার কোন উদ্দেশ্য আছে? এই সব প্রশ্নের উত্তর জানা যাবে নো মারসি দেখলে :)



ভালো স্ক্রিপ্ট, ভালো অভিনেতা, মানানসই ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সর্বোপরি একজন ভালো পরিচালক থাকলে যে কতটা দুর্দান্ত একটা টানটান উত্তেজনার সিনেমা বানানো যায়- তার উদাহরণ হল নো মারসি। ভিলেনের অভিনয় কেন জানি মনে হয়েছে আর “এক ডিগ্রী” বেশি ভালো হতে পারতো, তারপরেও যা করেছেন- মন্দ নয়। অভিনয়ে সবাই ভালো- তবে ফাটিয়ে দিয়েছেন ডাক্তারের চরিত্রে অভিনয়কারী।



এবার আসি আসল কথায়- এটি একটি রিভেঞ্জ থ্রিলার। রিভেঞ্জ বা প্রতিশোধ কীভাবে নেয়া হল সেটি উন্মোচন হয় সিনেমার শেষে এসে, এটা সিনেমার টুইস্ট। আপনি যত বেশি সিনেমা দেখেন না কেন না সিনেমা সম্পর্কে আপনার আইডিয়া অনেক উঁচু লেভেলের হলেও- এই সিনেমার টুইস্ট আন্দাজ করা আপনার পক্ষে অসম্ভব পর্যায়ের। আপনার নার্ভ যতই শক্ত হোক না কেন- সিনেমার শেষে আপনার মুখ হা হয়ে যাবে, ফিনিশিং সহ্য করা কষ্টের হবে। যারা ফ্রান্সের সিনেমা Incendies বা আরেক “বস” কোরিয়ান টুইস্টের সিনেমা Oldboy দেখেছেন, তাদেরও ধাতস্থ হতে একটু সময় লাগবে। প্রতিশোধ যে কি পরিমাণ নির্মম হতে পারে, কতটা ভয়ানক আর নির্মম হতে পারে, কোরিয়ানদের থিঙ্কিং লেভেল যে কোন পর্যায়ের তা কোরিয়ান রিভেঞ্জ থ্রিলার গুলো দেখলেই বুঝবেন- নো মারসি এক্ষেত্রে আপনার জন্য হবে মাস্ট সি একটি সিনেমা। “প্রতিশোধ” শব্দটা সম্ভবত নিজেও ভয় পেয়ে যাবে কোরিয়ান সিনেমার প্রতিশোধের নির্মমতা দেখলে!



কিছু কথাঃ কোরিয়ান সিনেমা দেখার কিছু সমস্যা হচ্ছে-

১. এদের সবার চোখ ছোট ছোট, নাক চ্যাপ্টা- নায়ক, নায়িকা, কাজের বুয়া, ভিলেন- সব দেখতে একইরকম :P চেহারা মনে রাখা কষ্টের!

২. চেহারার চেয়েও যেটা মনে রাখা কষ্টের, সেটা হল এদের নাম! “অং চিং পং”, “লি সুমাতি ভং” টাইপের নাম যদি সবারই হয় তাইলে ক্যামনে কি?!

৩. রেটিং এর কোন চিন্তা করতে হয়না বিধায় কোরিয়ান সিনেমাতে ভায়োলেন্স বা নৃশংসতা এবং নুডিটি বা নগ্নতার কোন সীমা থাকে না। নো মারসি সিনেমার প্রায় শুরুর দিকেই নগ্নতার দৃশ্য রয়েছে। সুতরাং, এটা মাথায় রেখেই সিনেমা দেখতে বসবেন।

৪. বেশিরভাগ সময় সাবটাইটেলের দিকে নজর রাখতে হয় বলে ( যদিনা আপনার কোরিয়ান ভাষা জানে থাকে :P ) অভিনেতাদের মুখের এক্সপ্রেশনের দিকে নজর দেয়া অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে।

উপরের সমস্যাগুলো আপনার কাছে “কুনু বেফারি না!” হয়, তাহলে কোরিয়ান সিনেমা আপনাকে মুগ্ধ করে রাখবে, যেই মুগ্ধতার শুরু আছে- শেষ নেই। বাই দ্যা ওয়ে, কোরিয়া কিন্তু শুধু থ্রিলার না, সিনেমার অন্যান্য জনরাতেও দুর্দান্ত যেমন- রোম্যান্টিক, ইমোশনাল এবং যুদ্ধের সিনেমা।

হ্যাপি সিনেমা ওয়াচিং!



পুনশ্চঃ কোরিয়ান সিনেমা দেখার পর থেকে হলিউড, বলিউড- সব “পানসে” না, একদম “তিতা” লাগে!

মন্তব্য ৪২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:১৯

আরাফআহনাফ বলেছেন: দারুন গাইডলাইন।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

শাহরুখ সাকিব বলেছেন: :)

২| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইল +++

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: দেখব!

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

শাহরুখ সাকিব বলেছেন: :)

৪| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১:০৮

বেসিক আলী বলেছেন: কোরিয়ান মুভি সম্পর্কে একবিন্দুও বাড়িয়ে বলেন্নি। ;)
আমিও কোরিয়ান মুভির অনেক বড় পাংখা। :)

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: :)

৫| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১:৪০

অদীত বলেছেন: দ্য ম্যান ফ্রম নোহ্যায়ারটাও ভালো মুভি।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: আসলেই, দারুণ সিনেমা :)

৬| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:০৮

কন্সট্যান্ট শেখ বলেছেন: সময় করে দেখমুনে 8-|, 8-|

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: :)

৭| ০৯ ই মে, ২০১৪ দুপুর ২:১১

আমি ভাল আছি বলেছেন: আজ ই দেখব। ধন্যবাদ

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

৮| ০৯ ই মে, ২০১৪ বিকাল ৪:৪৩

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ফেসবুকে আপনার রিভিউ পড়ছি এটা

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

শাহরুখ সাকিব বলেছেন: :)

৯| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সামুস কিং বলেছেন:

দেখি নাই।

দেখা লাগবে।

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

শাহরুখ সাকিব বলেছেন: :)

১০| ০৯ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সাংঘাতিক রিভিউ দিয়েছেন... :)

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ :)

১১| ০৯ ই মে, ২০১৪ রাত ১১:২৩

এহসান সাবির বলেছেন: দেখতে হয়।

+++++

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

শাহরুখ সাকিব বলেছেন: দেখে ফেলেন :)

১২| ১০ ই মে, ২০১৪ রাত ১২:০৬

জায়েদ ওয়ালিদ বলেছেন: ডাউনলোড লিংক টা দিলে খুব উপকৃত হইতাম......লেখাটা পইড়া মুভিটা দেখবার মন চাইতাছে..। B-) :-B =p~

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

শাহরুখ সাকিব বলেছেন: এই যে লিঙ্ক
Click This Link

১৩| ১০ ই মে, ২০১৪ সকাল ১১:৩৮

পুশকিন বলেছেন: dakte hobe

১০ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

শাহরুখ সাকিব বলেছেন: :)

১৪| ১০ ই মে, ২০১৪ দুপুর ১:৩২

হাসান রাজু বলেছেন: বেশ কয়টা জাপানি আর কোরিয়ান মুভি দেখছি । আমি বুঝি না । ওরা হলিউড, বলিউড এর মত এতো বাণিজ্য কেন করতে পারেনা । যাক গা, এইটা ও দেইখা ফেলি।

১০ ই মে, ২০১৪ রাত ৮:০০

শাহরুখ সাকিব বলেছেন: প্রথম কারন সম্ভবত ওদের খটমটে ভাষা, দ্বিতীয় কারন মনে হয় হলি বা বলির মত এত বড় বাজার ওদের নাই। দেখে ফেলেন :)

১৫| ১১ ই মে, ২০১৪ রাত ৮:৫৭

জায়েদ ওয়ালিদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই.।.। download link দেয়ার জন্য.। :D :D :D

১২ ই মে, ২০১৪ সকাল ৮:২৮

শাহরুখ সাকিব বলেছেন: দেখে ফেলেন তাড়াতাড়ি এবার :)

১৬| ১২ ই মে, ২০১৪ সকাল ৮:৪১

বিডি আইডল বলেছেন: ভাইজানের নাম কি আসলেই শাহরুখ সাকিবা?!

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: সাকিবা না তো, সাকিব। নাহ, এটা ছদ্মনাম, সাকিব আসল নাম , শাহরুখ প্রিয় নায়কদের মাঝে একজন :)

১৭| ১২ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৬

শ্যাডো ডেভিল বলেছেন: ঘটনা বুঝলাম না, ডাক্তার কি তার নিজের মেয়ের অটোপসি করলো? নিজের মেয়েই যদি হয়, তাইলে চেহারা দেইখা চিনবার পারলো না কেন??

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:৩৫

শাহরুখ সাকিব বলেছেন: জি হ্যাঁ, নিজেই নিজের মেয়ের দেহ কেটেছেন, চিনতে পারেননি তার কারণ হল, আরেকটি মেয়ে, (ডাক্তারের মেয়ের পাশে যাকে বেঁধে রাখা হয়েছিল) তার মাথার সাথে ডাক্তারের মেয়ের মাথা চেঞ্জ করে দিয়েছিল খুনি! শুধু শরীরটাই ঠিক রেখেছিল, মাথা আর হাত পা চেঞ্জ করে দিয়েছিল- আশা করি বুঝেছেন এবার কোরিয়ানদের থিঙ্কিং লেভেল :)

১৮| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

হাসান মাহবুব বলেছেন: আমি বুঝলাম না এই মুভিটা এত আন্ডাররেটেড কেন। ওল্ডবয়ের চেয়ে কোন অংশে কম ভালো লাগে নাই। বরং আরো ম্যাচিউর লাগসে। চিন্তাই করা যায় না!

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৪

শাহরুখ সাকিব বলেছেন: আমারও একই কথা! দারুণ একটা সিনেমা অথচ এটা নিয়া তেমন কোন আলোচনাই নাই! :/

১৯| ০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

শের শায়রী বলেছেন: বলেন কি দেখতে হবে তো!

১১ ই জুন, ২০১৪ বিকাল ৩:৫৫

শাহরুখ সাকিব বলেছেন: দেখে ফেলেন :)

২০| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

ডক্টর লেকটার বলেছেন: আজকে মুভিটা দেখলাম। দেখার পর ঘণ্টাখানেক মাথা হ্যাং হয়ে ছিলো...

মাই গড!
আমি নিশ্চিত স্ক্রিপ্ট রাইটারের মাথায় সমস্যা আছে - এই স্ক্রিপ্ট কোনো সুস্থ মানুষের মাথায় আসার কথা না

১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৩

শাহরুখ সাকিব বলেছেন: :) :) :)

২১| ২৩ শে জুন, ২০১৪ রাত ৮:৪০

হাসান রাজু বলেছেন: দেখছি ভাই । চরম প্রতিশোধ । ' ডক্টর লেকটার ' এর সাথে আমিও একমত । স্ক্রিপ্টরাইটার অসুস্থ ।

২৪ শে জুন, ২০১৪ রাত ১১:৫১

শাহরুখ সাকিব বলেছেন: কোরিয়ানরা পারেও ভাই! বেস্ট বেস্ট! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.