নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

Her- অদ্ভুত প্রেমের অদ্ভুত এক সিনেমা :)

১৮ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৭









সিনেমার নামঃ Her

বাংলা নামঃ হার (পরাজয় না কিন্তু ) :P



মানুষের সাথে মানুষের প্রেম কাহিনী শুনেছেন? বলেন কি ভাই, এটা তো শুনছি আর দেখছিও। ৯৫% সিনেমা তো নায়ক নাইকার পিরীতি নিয়েই- এটা তো ছোটবেলা থেকেই দেখছি, ঘুরে ফিরে সেই একই কাহিনী।

মানুষের সাথে পশুপাখির প্রেম কাহিনী? হ্যাঁ, দেখেছি কিছু , যেমন Hachicko , war horse

মানুষের সাথে ভ্যাম্পায়ারের প্রেম কাহিনী? হম, সেই "এপিক" টোয়াইলাইট ! জীবন ফালাফালা করে দিসে এই কাহিনী! :P



কিন্তু মানুষের সাথে কম্পিউটারের একটি কণ্ঠের প্রেম কাহিনী? মোটা দাগে বললে মানুষের সাথে একটা যন্ত্রের প্রেম কাহিনী? মনে হয়না শুনেছেন...



হার সিনেমাতে সেই কাহিনীই বলা হয়েছে।



নিকট ভবিষ্যতের আমাদের পৃথিবী , যেখানে মানুষ বর্তমান যুগের মানুষের চেয়ে আরেকটু বেশি ব্যস্ত, নিজের প্রিয়জনের খোঁজ খবর নেয়ার খুব একটা সময় নেই। সেই যুগের একজন মানুষ- থিওডোর টওম্বলি যার কাজ হচ্ছে অন্যদের হয়ে প্রেমের চিঠি লিখে দেয়া। নিজের কাজে সে খুবই ভালো, তার চিঠি নিয়ে সবাই খুব সন্তুষ্ট। কিন্তু যেই মানুষটা মানুষের চিঠি এত সুন্দর করে লিখে, তার নিজের সংসারের অবস্থা বড়ই করুণ। বৌ ক্যাথেরিন-এর সাথে ওর ছাড়াছাড়ি হয়ে গেছে প্রায় বছরখানেক আগে, কিন্তু সে এখনও ক্যাথেরিনকে ভুলতে পারছে না। হাতেগোনা বন্ধু বান্ধবীরা বলে দুঃখ ঝেড়ে ফেলতে , কিন্তু থিওডরের কিছুই ভাল্লাগে না। নিজেকে অনেক একা আর নিঃসঙ্গ মনে হয়।



একদিন অফিস থেকে ফেরার সময় তার চোখে পড়ে ওএস-ওয়ান এর বিজ্ঞাপন।কী এই ওএস-ওয়ান? এটা হচ্ছে একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা। মোবাইলে ওএস-ওয়ান ডাউনলোড করে নিলে সেটা একজন সত্যিকারের মানুষের মতোই কথা বলে, নতুন নতুন জিনিস শিখতে থাকে এবং আস্তে আস্তে একজন মানুষের মতই আচরণ করে মানুষকে সঙ্গ দেয়। থিওডোরের কাছে ব্যাপারটা বেশ মজা লাগে। সে কিনে ফেলে একটা ওএস-ওয়ান। থিওডোরের মোবাইলে ডাউনলোড হবার পর সেই কোকিলকণ্ঠী ওএস-ওয়ান নিজের নাম রাখে সাম্যান্থা। দিন যত যায়,

থিওডোর আর সাম্যান্থা একে অপরের তত কাছাকাছি আসতে থাকে। বন্ধুত্ব নাম দিয়ে শুরু হওয়া সম্পর্কটা আস্তে আস্তে অন্যদিকে মোড় নেয়। এক পর্যায়ে তারা একজন আরেকজনের প্রেমে পড়ে যায়।



হার আপনাকে বেশ কিছু প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিবে। মানুষ কি শুধু মানুষেরই প্রেমে পড়ে? কেউ কী একসাথে সমানভাবে দু’জন মানুষকে ভালোবাসতে পারে? প্রেমে পড়লে শারীরিক সম্পর্ক কতটা জরুরী বা আদৌ জরুরী কিনা ? হলে কতটুকু জরুরী? কাউকে ভালোবাসলে কী তাকে আঁকড়ে ধরে রাখা উচিত? ধরে রাখতে হলে কতক্ষণ? নিজের সুবিধামত? যার সাথে প্রেম করছি তার দৈহিক অবস্থান কি খুবই জরুরী? তার দেহ কি অনুভব করতেই হবে? কিন্তু একটি আদর্শ চলচ্চিত্রের মত হার এর পরিচালক কোন প্রশ্নের উত্তর দর্শকের উপর চাপিয়ে দেননি, বরং তিনি নিজে উৎসাহিত করেছেন যাতে দর্শক নিজের মনে উদয় হওয়া প্রশ্নের উত্তর নিজেই খুঁজে নিক। এটাই একজন আদর্শ পরিচালকের কাজ :)



মূল চরিত্রে Joaquin Phoniex দুর্দান্ত অভিনয় করেছেন। প্রথমে চিনতে পারিনি, কিন্তু চেনা চেনা লাগছিল। পড়ে বুঝলাম, তিনি গ্ল্যাডিয়েটর সিনেমার ভিলেন! এই না হলে অভিনেতা- যখন যেরকম দরকার :) সামান্থা চরিত্রে স্কারলেট জোহানসন এর কণ্ঠই যথেষ্ট :) আর সিনেমার এন্ডিং অনেকের হজম করতে সমস্যা হবে- যদিও এটাই পারফেক্ট এন্ডিং মনে হয়েছে নিজের কাছে। ২০১৩ এর সেরা মৌলিক চিত্রনাট্য হিসেবে অস্কার জিতে নিয়েছে ‘হার।’



মন্তব্য এক- it's a very interesting movie, to me it's not just দারুণ, it's দাহরুন! :D



মন্তব্য দুই- বাপের জন্মের এমন সিনেমা দেখি নাই! মানুষের মাথায় এগুলা আসে ক্যামনে? এই ধরনের চিন্তা আসা যতটা কঠিন , তার চেয়ে বেশি কঠিন এই ধরনের চিন্তাকে পর্দায় এত দুর্দান্তরূপে তুলে ধরা। এবং এই কঠিন কাজটি পরিচালক অত্যন্ত দারুণভাবে করেছেন। মাস্ট সি মুভি, একটু হালকা স্লো, তবে ভালো লাগবে বলে আশা রাখি :) হ্যাপি ওয়াচিং :)

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫

মূহুর্ত বলেছেন: অস্থির মুভি :#) :#) :#) :#) :#) :#) :#)

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৪

শাহরুখ সাকিব বলেছেন: আবার জিগস! :) :) :)

২| ১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৯

সুমন কর বলেছেন: Joaquin Phoniex এর অভিনয় বেশ লাগে।
দেখার লিস্টে আছে। কিন্তু ছোট 720p সাইজ এখনো বের হয় নাই। X((

উনার Walk the Line (2005) এবং The Master (2012) মুভি দু’টো দেখেন। অসাধারণ অভিনয় করেছেন।

রিভিউ ভাল লাগল।

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৩

শাহরুখ সাকিব বলেছেন: দেখব ইনশাল্লাহ :)

৩| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০৭

হাসান মাহবুব বলেছেন: আগ্রহ জাগানিয়া রিভিউ। দেখতে হৈবো।

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ হামা ভাই :) :)

৪| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

ডি মুন বলেছেন: মুভিটা খুবই সুন্দর।

আমার প্রিয় একটা মুভি। এমন মিষ্টি একটা সম্পর্ক আমারো ছিলো একটা কণ্ঠের সাথে। তারপর যা হয় ....!!!

মুভিটা সবারই দেখা উচিত। রিভিউ ভালো হয়েছে। :)

১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:১১

শাহরুখ সাকিব বলেছেন: :) থ্যাংকস অ্যা লট :)

৫| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৯

ইশতিয়াক এম সিদ্দিকী বলেছেন: ওএস-ওয়ান সফ্টওয়্যারটা কি আসলেই আছে?? গুগল তো কিছুই জানে না দেখি :p

১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:১১

শাহরুখ সাকিব বলেছেন: আসলেই, গুগলের মাথায় কিছু নাই, এক্কেরে অশিক্ষিত :P

৬| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪২

কানা দাজ্জাল বলেছেন: যদি এই মুভিটা ভাল লেগে থাকে তাহলে আপনার Al Pacino-র Simone মুভিটা মিস করা উচিত হয়নি। দেখে নিয়েন, তারপর বলবেন কোনটা সেরা Simone নাকি Her? প্রশ্ন রইল কিন্তু? দেখে উত্তর দিয়েন। আপনি বল্লেন বাপের জন্মে এমন ছবি দেখেন নাই, তাই প্রশ্নটা পেন্ডিং রইল। দেখে উত্তর দিয়েন B-)

১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:১২

শাহরুখ সাকিব বলেছেন: তাই নাকি? তাইলে তো মাস্ট দেখব! থ্যাংকস অ্যা লট :)

৭| ১৯ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৭

কানা দাজ্জাল বলেছেন: ওহ আরেকটা মুভির নাম বলি। Robin williams এর Bicentenial Man। এইটাও মিস করা ঠিক হবে না তাহলে ;)

১৯ শে জুলাই, ২০১৪ রাত ২:১২

শাহরুখ সাকিব বলেছেন: এটার নাম শুনেছি, এটাও দেখে জানাব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.