নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

"পিঁপড়াবিদ্যা"র কথা :)

২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩৯




সিনেমার নাম- পিঁপড়াবিদ্যা ( Ant Story)

অভাগা যেদিকে তাকায়, সাগর শুকিয়ে যায়- গল্পের প্রধান চরিত্র মিঠু এর ক্ষেত্রে এই কথাটা যায়। লেখাপড়া করা বেকার ছেলে, চাকরি নামক সোনার হরিণটা কিছুতেই তার কাছে ধরা দিচ্ছে না- সবকিছুই অসহ্য লাগে এই সময়টাতে। শিক্ষিত ছেলে বলে তিনি "যেনতেন" কিছু করবেন- এটাও ঠিক না। ভাগ্যদেবী একদিন কিছুটা মুখ তুললেন- লাকি সেভেন নামের এক এমএলএম কোম্পানিতে কাজ পেল মিঠু। কোম্পানিতে যোগদানের পড়ে বসের দেয়া অল্প কিছু টাকা দিয়ে সে একটি মোবাইল ফোন কিনতে যায় । দোকান থেকে মোবাইল কেনার বদলে চুরি হওয়া একটি মোবাইল চোরের কাছ থেকে কম দামে কিনে নেয় সে। মোবাইলটা আসলে ছিল অভিনেত্রী রিমার। মোবাইলে ছিল রিমা আর তার বয়ফ্রেন্ড অয়নের অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও। এই ভিডিও দিয়ে মিঠু রিমাকে ব্ল্যাকমেইল করা শুরু করে। গোবেচারা টাইপ যেই ছেলে প্রায় কথাই বলে না, সে ছেলেটিই একসময় অন্যদের দুর্বলতার সুযোগ নিয়ে তাঁদের জন্য ফাঁদ তৈরি করে- সাধারণ পিঁপড়ার পাখা মেলতে থাকে আস্তে আস্তে। এই ফাঁদ কি সফল হবে নাকি নিজের তৈরি ফাঁদে মিঠু নিজেই জড়িয়ে যাবে- সেটা জানতে হলে দেখতে হবে পিঁপড়াবিদ্যা।

একেবারেই ডিফারেন্ট স্টোরি( আমাদের দেশের সিনেমার কনটেক্সট এ) কিন্তু তারপরেও খুব চেনা, একদম আমাদের আশেপাশের। এই কাহিনীর এত সুন্দর প্রেজেন্টেশন ছবিকে উপভোগ্য বানিয়ে দিয়েছে। স্ক্রিনপ্লে অ্যান্ড ডিরেকশন- অসাম। ফারুকির কাজের মান তার প্রত্যেক সিনেমার সাথে সাথে একটু একটু করে ভালো হচ্ছে। অভিনয়ে সবাই দারুণ। রিমা চরিত্রে শিনা চৌহান বেশ ভালো। পশ্চিমবঙ্গের একজন অভিনেত্রীকে নিজের প্রথম বাংলাদেশি সিনেমাতে এত সাবলীল বাংলা বলতে দেখে বেশ ভালো লেগেছে। শিনা চৌহানকে কেন নেয়া হল সিনেমাতে- বলে যেই বিতর্কের পাহাড় গড়ে উঠেছিলো, সেই পাহাড় শিনা গুড়িয়ে দিয়েছেন নিজের অভিনয় দিয়ে। তার অভিনয়ে বেশ পরিমিতবোধ আছে। মূল চরিত্রে নূর ইমরান মিঠু- দারুণ! বোঝার উপায় নেই এটি তার প্রথম সিনেমা। এক ক্যারেক্টারের জন্য তিনি ছিলেন পারফেক্ট! তার কমেডি টাইমিং মুগ্ধ করার মতো।মিঠুর মায়ের চরিত্রে অভিনয়কারী বেশ ভালো, রিমার প্রেমিকের চরিত্রে অভিনয়কারী আরজে ও ডেন্টিস্ট সাব্বির উতরে গেছেন। সিনেমার সংলাপ অসাধারণ, হাস্যরসে ভরপুর, একদম মেদহীন ঝরঝরে। ভাঁড়ামি ছাড়াও শুধু সংলাপ দিয়ে যে দর্শককে হাসানো যেতে পারে- এই সিনেমার সংলাপ তার উদাহরণ। মিঠুর সাথে তার প্রাক্তন প্রেমিকার স্বামী রিদওয়ান এর সাথে মোবাইলে কথোপকথনের দৃশ্যগুলো অনেক বেশি আনন্দ দেয়। স্বামী চরিত্রে এই লোকের অভিনয় বেশ ভালো। "লেজে রাখা পা" গানটার লিরিক, গায়কী এর জন্য চিরকুটকে বিশেষ ধন্যবাদ না দিলেই নয়। দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য ধন্যবাদ হৃদয় খান, আরমান হক আর চিরকুটকে। সিনেমেটগ্রাফি দারুণ- এই ক্ষেত্রে গোলাম মাওলা নবির কাজের প্রশংসা আলাদা করে না করলেই নয়।

প্রথম অংশ যত দুর্দান্তভাবে আগায়, দ্বিতীয় অংশের শুরুর দিকে সিনেমা একটু ঝুলে যায়- যদিও পরে ট্র্যাক এ চলে আসে। মোবাইল চুরি যাওয়ার পরে এত তাড়াতাড়ি কীভাবে রিমা মিঠুর নাম্বার পেয়ে তাকে ফোন দিয়ে ফেলে বা দ্বিতীয় অংশে যখন মিঠুকে একটি দোকানে থাকতে হয়, সেই দোকানের মালিকের সাথে মিঠুর সম্পর্ক কি, কবে সে এখানে আসলো, কি বলে সে উঠেছে- এগুলো আরও ডিটেল দেখালে মনের মধ্যে খচখচ করত না। কালার গ্রেডিং এ কিছু সমস্যা আছে বলে মনে হয়েছে। এগুলো ছাড়া এই সিনেমার আর কোন নেতিবাচক দিক খুঁজে পাই নি।

সিনেমার এন্ডিং নিয়ে অনেকে অভিযোগ করেছেন, অনেকের কাছেই পছন্দ হয়নি, ফারুকি যেন হঠাৎ করে শেষ করে দিলেন সিনেমা। কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এই ফিনিশিং ই কেন জানি অনেক বেশি ভালো লেগেছে। নিজে ঠিক না করে দিয়ে, দর্শকের হাতে সিদ্ধান্ত ছেড়ে দেয়া, নিজে শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ না হওয়ার কারণে ফারুকিকে ধন্যবাদ। বিবাহপূর্ব শারীরিক সম্পর্ক নিয়ে ফারুকির কোন ধরনের লেকচার দেয়ার চেষ্টা ছিল না- এটা বেশ ভালো লেগেছে।

পিঁপড়াবিদ্যা কেমন? অবশ্যই ভালো, বেশ ভালো। অনেক উপভোগ্য সিনেমা। প্রাণখুলে হাসার সিনেমা। একই সাথে বেদনার সিনেমা, চিন্তার উদ্রেককারী সিনেমা, বাস্তবতার দিকে আঙ্গুল তাক করা সিনেমা। আমাদের দেশের শিক্ষাজীবন শেষ করে বেকার ছেলেগুলোর জীবনের হতাশা, দুঃখ, কামনা, ঠাট্টা, স্বপ্ন- সবই পাবেন পিঁপড়াবিদ্যাতে। এমএলএম ব্যবসা এবং পরে এই ব্যবসার উপরে সরকারের নিষেধাজ্ঞা- কত তরুনের জন্য, কত মানুষের জন্য যে কি পরিমাণ অভিশাপ বয়ে এনেছে, তা এই সিনেমাতে পাওয়া যায়। তাঁদের কষ্টটা বোঝা যায়। সবার জন্য মাস্ট ওয়াচ, বেকার ভাইদের জন্য অবশ্যই। তবে সিনেমা দেখার মতো "বিলাসিতা" বেকার ভাইরা করেন কিনা বা করবেন কিনা- সেটাও একটি প্রশ্ন। তবে করলে মনে হয়না ভুল করবেন, অন্তত এই সিনেমার ক্ষেত্রে। পুরো সিনেমাতে কোন কাজ না করে একদম শেষের দৃশ্যে মিঠুর বোন চরিত্রে অভিনয়কারী মেয়েটি যখন বলে "ভাইয়া, তুই কি আসলেই নাকি...?" - তখন বাস্তবতার নির্মম চিত্র আমাদের চোখের সামনে ধরা দেয়।

দেখে আসুন পিঁপড়াবিদ্যা- দলে- বলে- হলে। হ্যাপি ওয়াচিং :)

পুনশ্চ- পিঁপড়াবিদ্যা সিনেমা নিয়ে অনেক বলেছি, একটা মজার জিনিস শেয়ার না করে পারছি না...

হলে বসে দেখছিলাম সিনেমা, আমার পিছনে একজন রিকশাওয়ালা শ্রেণীর ব্যক্তি বসেছেন (তার কথা শুনেই বুঝেছিলাম, রিকশা করে কত আয় করেছেন আজকে সেটা নিয়ে কারো সাথে কথা বলছিলেন)। যাই হোক, সিনেমা চলার সময় তিনি কিছুক্ষণ পড় পড় প্রতিটা দৃশ্য সম্পর্কে তার মতামত ব্যক্ত করছিলেন- কিছুটা বিরক্ত হচ্ছিলাম, আবার খুশিও লাগছিল যে যিনি একেবারেই আলাদা ধরনের সিনেমা দেখে অভ্যস্ত, তিনি এই সিনেমা বেশ উপভোগ করছেন আর তার মত দিয়ে যাচ্ছেন। তবে সিনেমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি যেই মত দিলেন, সেটি শুনে আমি হতবাক না, পুরো "নিহতবাক" হয়ে গেছিলাম। তিনি বললেন-

"ভালা সিনেমা বানাইসে রে! এমএলএম কোম্ফানিরা (?!) ভালা সিনেমা বানাইসে, হেই কমফানির ব্যাটাদের বহুত কষ্ট হইছে টেকা পয়সার লাইগা, হেল্লেইগাই এই সিনেমা বানাইয়া হ্যাগোর কষ্ট বুঝাইসে, ভালা বানাইসে!"

সিনেমা শেষে আমি তাকে বললাম বুঝিয়ে যে এটা কোন কোম্পানি না, ফারুকি নামের একজন মানুষ- একজন পরিচালক বানিয়েছেন। তিনি আমার দিকে এমনভাবে তাকালেন, যেন আমি কোন সন্ত্রাসী! "হ ভাই ! কইছে আপনেরে! এইটা ঐ কমফানি ছাড়া আর কেও বানাইতে পারতো ন! আর আপনে যেই ব্যাটার কথা কইলেন, ঐ ব্যাটা তো ৪২০ নামে একটা নাটক বানাইসিল, টিভি তে বউরে নিয়া দেখসিলাম , ভালা বানাইসিল, হেরফরে ঐ ব্যাটারে আর কিছু বানাইতে দেখলাম না!"

থাক ব্যাপার না, বুঝাতে ব্যর্থ হলেও সেই রিকশাওয়ালা বিনোদন পেতে ব্যর্থ হয় নাই। তার কষ্টের টাকায় কেনা টিকেটের দাম তার উশুল হইসে, বিনোদন সে ঠিকমতো পেয়েছে- স্বয়ং ফারুকির কাছেও বোধয় এটাই কাম্য। আর মনিষীরা তো বলেই গেছেন "নামে নয়, কর্মে পরিচয়!" :)

মন্তব্য ৫০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:০৩

হাসান মাহবুব বলেছেন: আবারও মোবাইল নিয়া কচরমচর? এই খাঁচা থেকে সে বের হবে কবে?

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৪

শাহরুখ সাকিব বলেছেন: হয়ত "এ খাঁচা ভাঙব আমি কেমন করে" গানটা শোনার পড়ে ;) দেখে ফেলন, ভালো সিনেমা :)

২| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: চমতকার রিভিউ।++

ছবিটা দেখার ইচ্ছা প্রকাশ করছি।

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৪

শাহরুখ সাকিব বলেছেন: :)

৩| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:২৫

সোহানী বলেছেন: হুম দেখতে হবে !!!!!! তারপর এর উত্তর দিব.....

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫

শাহরুখ সাকিব বলেছেন: ওকে, উত্তরের অপেক্ষায় :)

৪| ২৬ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯

অদৃশ্য বলেছেন:



তারকাঁটা টা ম্যানেজ করে ফেলেছি... এখন পিঁপড়াবিদ্যাটা কবে সেটাই ভাবছি... ছবিটা দেখবার খুব ইচ্ছা আছে... আপনার রিভিউটা ভালো লেগেছে...


শুভকামনা...

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৬

শাহরুখ সাকিব বলেছেন: তারকাঁটা না দেখলে কোন সমস্যা নাই ভাই :/ কি যে বানাইসে পরিচালক নিজেই জানে :/ এটা নিয়া আমার রিভিউ আছে Click This Link

তবে পিঁপড়াবিদ্যা জোস :)

৫| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪

ইমতিয়াজ ১৩ বলেছেন: পোষ্টে লাইক

২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৫

শাহরুখ সাকিব বলেছেন: থ্যাংকস :)

৬| ২৬ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:২৮

মাথা ঠান্ডা বলেছেন: সুযোগ পেলে দেখতে হবে।

২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১০

শাহরুখ সাকিব বলেছেন: :)

৭| ২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

মামুন রশিদ বলেছেন: ফারুকীর মতো টাইপড নাট্যপরিচালকের কাছে চলচ্চিত্রপ্রেমীদের কিছু আশা করা ঠিক না!

২৬ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:১১

শাহরুখ সাকিব বলেছেন: এই সিনেমাটা দেখেন আপনের ধারণা চেঞ্জ হবে বলে আশা রাখি :)

৮| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:১৯

তৌফিক মাসুদ বলেছেন: ফারুকীর তুলনা হয়না। তার সিনেমা আমাদেরকে সারা পৃথিবীতে চেনাচ্ছে।

আপনার রিভিউ দারুন হয়েছে।

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩০

শাহরুখ সাকিব বলেছেন: থ্যাংকস! :)

৯| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৯

সুমন কর বলেছেন: রিভিউ অনেক ভাল হয়েছে।

ভালো প্রিন্ট পেলে অবশ্যই দেখে ফেলবো।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬

শাহরুখ সাকিব বলেছেন: থ্যাংকস :)

১০| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬

আবু শাকিল বলেছেন: দেখার লোভ জাগাই দিলেন :)

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

শাহরুখ সাকিব বলেছেন: লোভ মিটায় আসেন এইবার :)

১১| ২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪

হামিদ আহসান বলেছেন: সুন্দর রিভিও

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ :)

১২| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: ফারুকীর কাছ থেকে ভালো কিছু আশা করা যেতেই পারে !

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৭

শাহরুখ সাকিব বলেছেন: অবশ্যই :)

১৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯

কলমের কালি শেষ বলেছেন: চুন্দর বর্ননা । দেখতে হইবেক । ;) :P

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮

শাহরুখ সাকিব বলেছেন: :)

১৪| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৩৬

খাটাস বলেছেন: সুন্দর রিভিউ লিখেছেন, আগ্রহ স্রিস্টক। :)
ভাল লাগা। চালিয়ে যাবেন।

ভালা সিনেমা বানাইসে রে! এমএলএম কোম্ফানিরা (?!) ভালা সিনেমা বানাইসে, হেই কমফানির ব্যাটাদের বহুত কষ্ট হইছে টেকা পয়সার লাইগা, হেল্লেইগাই এই সিনেমা বানাইয়া হ্যাগোর কষ্ট বুঝাইসে, ভালা বানাইসে!

এইটা বোনাস। =p~ =p~ =p~

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬

শাহরুখ সাকিব বলেছেন: এই কথাটা আমি ফারুকিকে ইনবক্স করসি, সে শুনে হাসতে হাসতে শেষ! :)

১৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর রিভিউ।


কেউ কি আছেন? মুভিটি আমাকে দেখাবে। /:)

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৮

শাহরুখ সাকিব বলেছেন: দেখে ফেলেন বন্ধুবান্ধব মিলে :)

১৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:২৩

রেইন ফরেস্ট বলেছেন: রিভিউ ভাল লাগল।মুভিটা অবশ্যই দেখব।আচ্ছা এটা কি বাবা মার সাথে দেখার মতন?নাকি একাই যাব দেখতে?
রিভিউটা পড়ে মন হল আপনার মুভি সম্পর্কে বেশ ধারনা আছে।আপনি হয়ত আমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন।মুভি রিলেটেড কিছু শব্দের অর্থ জানতে চাই

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৩

শাহরুখ সাকিব বলেছেন: বাবা মার সাথে দেখতে পারবেন বলে আশা রাখি,আমাদের সমাজের ঘটনাই ফারুকি নিজের দারুণ মেকিং এর মাধ্যমে দেখিয়েছেন। মুভি অনেক ভাল্লাগে, মোটামুটি ধারণা আছে, আপনার পোস্টে যা লিখতে চাচ্ছিলাম সেটা বিডি আইডল ভাই লিখে দিয়েছেন, থ্যাংকস :)

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দারুণ ভালো লাগলো রিভিউ+

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪০

শাহরুখ সাকিব বলেছেন: :)

১৮| ২৭ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:৩৭

আকিব আরিয়ান বলেছেন: প্রথম অংশ যত দুর্দান্তভাবে আগায়, দ্বিতীয় অংশের শুরুর দিকে সিনেমা একটু ঝুলে যায়- যদিও পরে ট্র্যাক এ চলে আসে।

এই কথাগুলো সত্য, কিছু জিনিস খুব দ্রুত হয়ে গেছিল, আবার কিছু জিনিস খুবই স্লো ছিল। শুরুর দিকটা বেশ ভালো, মাঝামাঝি এসে অনেক স্লো হয়ে যায় কাহিনী। শেষটা আসলেই অস্থির।

আমার কাছে সিনেমাটোগ্রাফি একটু কেমন জানি লেগেছে, কিছু দৃশ্যে ডাইলগ বলতেছে সবাই একের পর একজন কিন্তু ক্যামেরা একজনের দিকে তাক করা ছিল। সেটা কেন ছিল তা আমার ক্ষুদ্র মাথার উপর দিয়ে গেছে।

ভালো লেগেছে আপনার পোস্ট।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ :)

১৯| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সিনোমাটা দেখতে হবে তো । ফারুকীর নাটক বলে কথা

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৪

শাহরুখ সাকিব বলেছেন: নাটক না, আসলেই সিনেমা :) নাটক বলে কোন জিনিস দুনিয়াতে নাই একমাত্র বাংলাদেশ ছাড়া, পুরা দুনিয়াতে নাটক কেও বলে না, ভিডিও ফিকশন বলে, সিরিয়াল বলে, টিভি সিরিজ বলে

২০| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪০

অপ্রকাশিত কাব্য বলেছেন: চমৎকৃত হলাম।
ছবিটি দেখার ইচ্ছে প্রকাশ করলাম

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

শাহরুখ সাকিব বলেছেন: :)

২১| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:১৪

ডি মুন বলেছেন: দেখার ইচ্ছা রইল।

না দেখে কিবা আর মন্তব্য করবো।

রিভিউয়ের জন্য ধন্যবাদ।

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৬

শাহরুখ সাকিব বলেছেন: :)

২২| ২৭ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩২

জেরিফ বলেছেন: গতকাল দেখতে গিয়ে দেখি সিনেমা হল বন্ধ :( :(

তবে দেখবো !

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: :)

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৫

আমি তুমি আমরা বলেছেন: আপনার রিভিউ পড়ে দেখার ইচ্ছা জাগল। রিভিউর জন্য ধন্যবাদ :)

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২৪| ২৮ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২০

কনক ২০২০ বলেছেন: বাংলা সিনেমা নিয়ে অনেক নেতিবাচক ধারনা ছিল,,, দ্রুতগতিতে শুরু হওয়া -- ঢিমেতালে ল্যয় গাওয়া.... সবশেষে দড়িছিঁড়ে দৌড় দেওয়া.... পিঁপড়াবিদ্যার মধ্যেও এই প্রবণতা ছিল কিন্তু তা গতানুগতিক ধারাবাহিকতার চেয়ে আনেক সামঞ্জস্যপূর্ণ,,, ভাললাগল।। তবে বেশী ভাললাগল আপনার রিভিউ ।।।। দারুন,,,


ধন্যবাদ ,

২৮ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২৫| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১২

এসক্লেপিয়াস বলেছেন: এই ছাগলাটার সমস্যা কি আমি বুঝিনা। আসাদুজ্জামান নূর যখন বলছিলেন যে দুই বাংলার সিনেমা দেশে চললে ভাল সিনেমা তৈরির আগ্রহ বাড়বে তখন এই রাম ছাগলা টা কলকাতার মুভির আগ্রাসনে সব শেষ হয়ে যাবে বলে ব্লগে পেঁচাইতে পেঁচাইতে মুখে ফেনা তুলে ফেলছিল।
জাতিস্মর, ভুতের ভবিষ্যৎ, হেমলক সোসাইটি, বাকিটা ব্যাক্তিগত, মুক্তধারা, বাইশে শ্রাবন, অন্তহীন, প্রভু নষ্ট হয়ে যায় ইত্যাদি কলকাতার সিনেমা দেখে একবার ও গালি দিতে ইচ্ছা হয় নাই।
কিন্তু এই আবাল টার ‘বাল’ বিদ্যা দেখে দিতে মন চাচ্ছে। গাঞ্জার ধোঁয়াতে শালার মাথা ভরে গেছে। চাঁড়ালটা এই টাইপ বালছাল বানায় আবার সেইটা প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার সাহস দেখায় আবার বড়বড় কথা ঝাড়ে। শালারে মানুষের সময় নষ্ট করার জন্য বুড়িগঙ্গায় চুবাই মারা উচিৎ। এর চেয়ে জুম্মা ভাই এর “ময়দাবিদ্যা” অনেক ভাল।

২৬| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৫

আমি অথবা অন্য কেউ বলেছেন: রিভিউ ভালো, দেখে মজা পাইলেই হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.