নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি শিক্ষার আসর-১

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১

Air/ Wind

বায়ু বা বাতাস বা মুক্ত বাতাস অর্থে air বসে। আকাশপথ বুঝাতেও air বসে।

- I like walking in the open air.
- We traveled by air.

আবার air হচ্ছে তাই যা আমরা নিঃশ্বাস নেয়ার সময় নিয়ে থাকি।

- The air in Dhaka city is seriously polluted.

উপরের তিনটা বাক্যের কোথাও wind বসালে ভুল হবে।

Wind দিয়ে বাতাসের গতিশীলতা নির্দেশ করে।

- Strong wind blows away dry leaves.

Airs শব্দটি শুনেছেন কখনও? ;) বায়ু অর্থে air সবসময় singular, কিন্তু মানুষের উদ্ধত বা অহংকারী বা গর্বিত ভাব বুঝাতে airs ব্যবহৃত হয়।

- He gives the airs of a rich man.

(এই জিনিস কেন লেখা শুরু করলাম, কতদিন চলবে- কিচ্ছু জানিনা। ইচ্ছা হল তাই শুরু করলাম, মনে হল নিজে যা জানি বা জানছি সেটা মানুষকে জানালে খুব একটা ক্ষতি নেই। এই জিনিস লেখার মানে আর ইংরেজি সাহিত্যে পড়াশুনা করেছি বলে এই না যে আমি সবজান্তা শমসের বা আমি ইংরেজি জেনে উল্টায় ফেলসি। নিজের কাছে ইংরেজি গ্রামার বইয়ের ভাল রকমের কালেকশন আছে, সেগুলো থেকে পড়েই এগুলো শিখা। "জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই" আমার জানাতে অবশ্যই ভুল থাকতে পারে কারণ মানুষ মাত্রই ভুল- man is mortal থুক্কু to err is human. ভুল ধরিয়ে দিলে কৃতজ্ঞ থাকব। যেহেতু শুরুতে ইংরেজি শিক্ষার আসর- ১ লিখেছি, তারমানে এই জিনিস কোন বড় ধরনের ঝামেলা না হলে চলতে থাকবে। ততক্ষণে মুক্ত air এ শ্বাস প্রশ্বাস নিতে থাকুন )

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৬

আহলান বলেছেন: He gives the airs of a rich man ... মানে কি? চালিয়ে যান ....সাথে থাকবো ইনশাল্লাহ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

শাহরুখ সাকিব বলেছেন: তার হাবভাবে সে বুঝায় দেয় যে সে একজন বড়লোক মানুষ ;)

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩

রোষানল বলেছেন: চালিয়ে যান পাঁশে আছি

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬

শাহরুখ সাকিব বলেছেন: :)

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৯

আজিজার বলেছেন: go ahead

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৭

শাহরুখ সাকিব বলেছেন: :)

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

আহলান বলেছেন: আহ তাই নাকি ? এমন মানুষ তো আমাদের আশে পাশে সবচেয়ে বেশী আছে ...ধন্যবাদ ..কাজে দিব কথাডা ......

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪

শাহরুখ সাকিব বলেছেন: ;)

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২

আদম_ বলেছেন: আপনি সব চাইতে ভালো একটা কাজ শুরু করেছেন। ইউটিউবে ইংরেজরা, ইংরেজদের, ইংরেজি শিখানোর জন্য হাজার হাজার পোস্ট দিয়ে রেখেছে আরা আমরা.....।
আমি সাথে আছি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪

শাহরুখ সাকিব বলেছেন: :)

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১২

চন্দ্রাহত মৃন্ময়ী বলেছেন: আমরা বাঙালিরা ইংলিশের ধারের কাছে সহজে যেতে চাই না ....আর আপনি সেই বাঙালিদের ইংলিশ শিক্ষানোর দায়িত্ব নিয়েছেন .এত কঠিন দায়িত্ব যখন আপনি নিয়েছেন তখন আপনার পাশে তো থাকা উচিত .....

আছি আপনার পাশে নতুন কিছু শিক্ষার জন্য নতুন কিছু জানার আশায় .. ....

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪

শাহরুখ সাকিব বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.