নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি শিক্ষার আসর-৩

১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৮



"Stop" নিয়ে কথা-

On my way to station, I stopped to buy a cigarette.

প্রচলিত অনেক গ্রামার বই অনুসারে উপরে লেখা বাক্যটি ভুল। কারণ stop এর পরে gerund বসে। (কথা সত্য। বাই দ্যা ওয়ে, gerund কি? এক লাইনে একদম সোজা কথায় বলি- gerund মানে verb+ing অর্থাৎ verb এর সাথে ing যুক্ত হওয়ার প্রক্রিয়ার নাম হল gerund। তবে সবসময় verb+ing মানেই gerund না, in general) কিন্তু এই বাক্যে gerund না বসে infinitive বসছে, তাইলে এটা ভুল। সঠিক বাক্য হইতে হইলে stop এর পরে ing মানে buying লিখতে হবে। (বাই দ্যা ওয়ে, infinitive মানে কি? এক লাইনে বলি- verb+to)

কিন্তু প্রকৃত সত্য হল, উপরের বাক্যে gerund মানে buying লিখলেই ভুল হবে, stop to buy সঠিক। কেন?

stop+gerund কোন চিরস্থায়ী ঘটনা প্রকাশ করে।

- He stopped stealing- সে আর চুরি করবে না, কিন্তু এতদিন করত (পাবলিক ভাল মাইর দিসে বুঝা যায় :P )
- You stopped taking cigarette- সিগারেট আর খাবে না, কিন্তু এতদিন খেত। (মনে হয় প্রেমিকার কাছে কঠিন ওয়াদাবদ্ধ ;) )

stop+infinitive কোন বিশেষ উদ্দেশ্য প্রকাশ করে যা একটি ক্ষণস্থায়ী ঘটনা।

-I stopped to buy a cigarette.

এটি একটি ক্ষণস্থায়ী ঘটনা। বক্তা সিগারেট কেনা বন্ধ করেনি, বরং চলার পথে অল্প সময়ের জন্য থেমেছিল যাতে সিগারেট কিনতে পারে।

- He stopped at London to meet his mother.

আজকের মত বিদায়। বাই দ্যা ওয়ে, don't stop to read শাহরুখ সাকিবের ইংরেজি শিক্ষার আসর series হবে নাকি don't stop reading শাহরুখ সাকিবের ইংরেজি শিক্ষার আসর series হবে - এটা ঠিক করার পূর্ণ অধিকার আপনার আছে ;)

পর্ব ২- Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫

আমি মিন্টু বলেছেন: What is the name of your great-grandmother, your grandfather what he loved best :)

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

শাহরুখ সাকিব বলেছেন: বুঝি নাই ভাই আপ্নের কথা!

২| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৭

মাঘের নীল আকাশ বলেছেন: চমৎকার!!!

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

শাহরুখ সাকিব বলেছেন: :)

৩| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২

মোঃ হৃদয় শেখ বলেছেন: অসাধারন :)

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

শাহরুখ সাকিব বলেছেন: :)

৪| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৯

কামরুন নাহার বীথি বলেছেন: ভাল উদ্যোগ !!! ধন্যবাদ !!!

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ :)

৫| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: অবশ্যই হবে। শুভকামনা।

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: ধন্যবাদ হামা ভাই!

৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩০

আরজু পনি বলেছেন:

আপনিতো ভালো পড়ান, স্যার B-)
আমার ছোটবেলায় কেন আপনি আমার প্রাইভেট টিউটর হইলেন না :(

১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৫

শাহরুখ সাকিব বলেছেন: কারণ আপনি যখন ছোট তখন আমার জন্ম হয় নাই আপা ;)

৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৩

বিদেশ পাগলা বলেছেন: ফ্রি ইংরেজি শেখার আপনার মহতী উদ্যোগ কে স্বাগত জানাই । ধন্যবাদ

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.