নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি শিক্ষার আসর- ৪

১৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৫



1.According to me, she is an honest girl.

2.According to the teacher, she is an honest girl.

3.According to my opinion, she is an honest girl.

প্রথম বাক্যে অর্থ "আমার মতে", দ্বিতীয় বাক্যে অর্থ "শিক্ষকের মতে"- দুটোতেই "মতে" থাকলেও বা বাক্যের গঠন ঠিক থাকলেও, এদের মাঝে একটি বাক্য ভুল আরেকটি সঠিক।
প্রথম বাক্যটি ভুল, দ্বিতীয় বাক্যটি সঠিক। কেন? বলছি কারণ-

বক্তা নিজেকে বুঝাতে according to ব্যবহার করে না, অন্য কারো মতামত বুঝাতে according to ব্যবহৃত হয়। নিজের মতামত বুঝাতে to বসে।

To me she is an honest girl. (সঠিক বাক্য)

এবার তিন নাম্বার বাক্যে আসি, এখানে সমস্যা কই? এখানে তো according to নাই! এখানে সমস্যা হল, opinion এর সাথে according to বসে না, তার পরিবর্তে In বসে।

In my opinion, she is an honest girl. (সঠিক বাক্য)

Verb হিসেবে opinion না বসে opine বসে। তবে তখন এর পরে "that" clause থাকে।

He opined that 30th may, 2015 was the most memorable day of his life.
(এই তারিখটা অজান্তে লিখে ফেলসি, লেখার পরে মনে হইসে এই তারিখে দীপিকা পাড়ুকোনের সাথে দেখা হইসিল :P )

আজকের মত বিদায়।

ইংরেজি শিক্ষার আসর-৩ Click This Link

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৩

আশমএরশাদ বলেছেন: বেশ ভালো

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

শাহরুখ সাকিব বলেছেন: :)

২| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা চমৎকার সিরিজ হচ্ছে। আশা করি ব্লগারর উপকৃত হবেন।

তবে বর্তমানে অনেক ব্লগার, ফেসবুকার ইত্যাদি ঘরনার মানুষদের দেখি বাংলা বানানে কি ভয়াবহ ভুল করছেন। সেদিন দেখলাম, একজন লিখেছেন চুর (চোর)।

অবস্থাদৃষ্টে বাংলা বানান শেখাবার দেয়া পোস্ট এখন সময়ের দাবি মাত্র।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩২

শাহরুখ সাকিব বলেছেন: :)

৩| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:০১

হাসান মাহবুব বলেছেন: +++

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: :)

৪| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৮

গেম চেঞ্জার বলেছেন: প্লাস+

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: :)

৫| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫১

ক্যান্সারযোদ্ধা বলেছেন: প্লাস(+)..

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৬

শাহরুখ সাকিব বলেছেন: :)

৬| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার






ভালো থাকবেন নিরন্তর।

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: আপনিও ভাল থাকবেন :)

৭| ১৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩০

কলাবাগান১ বলেছেন: একটা ভুল প্রায় সবাই করে থাকে যখন বলে যে
one of my friend or one of the country, or one of the mango was green etc. Right thing to say is
one of my friends; one of the countries; or one of the mangoes. (plural)
Another common mistake is:

সবচেয়ে বড় বা ভাল বলতে আমরা প্রায়ই বলি ..... সবচেয়ে largest, সবচেয়ে best
সবচেয়ে বলার পর তো এটা superlative হয়ে যায়....সবচেয়ে best is double superlatives. Only best should be used

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৩

শাহরুখ সাকিব বলেছেন: ঠিক বলেছেন :)

৮| ১৯ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২৩

বিদেশ পাগলা বলেছেন: প্রিয় লেখক অনেক ধন্যবাদ !

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৫

শাহরুখ সাকিব বলেছেন: গোলাপ ভাল্লাগছে, থ্যাংকস :)

৯| ১৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৪৮

সামিদুল ইসলাম বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। খুব দরকারী জিনিস শিখলাম।

২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৫

শাহরুখ সাকিব বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১০| ৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৩০

আরজু পনি বলেছেন:
পোস্টে ভালোলাগা রইল।
কাল্পনিক_ভালোবাসার কমেন্টে একটা বিশাল দীর্ঘশ্বাস পড়লো আমার ।

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

শাহরুখ সাকিব বলেছেন: হা।।হা.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.