নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I'll Sleep When I'm Dead

আমি একদিন মারা যাবো, এই সত্য মেনে নিতে আমার কোন আক্ষেপ নেই!আক্ষেপ শুধু একটি বিষয়তেই, আমি মারা যাওয়ার পর অনেক অসাধারণ চলচ্চিত্র,বই,গান এর সৃষ্টি হবে- যার স্বাদ আমি নিতে পারব না...

শাহরুখ সাকিব

জীবন খাতার শেষের পাতায়, এঁকে দিলাম আলপনা, আমার স্মৃতি পড়বে মনে, যখন আমি থাকব না...! মানসিক ভাবে অসুস্থ একজন মানুষ নিজে ; অথচ বাকি সব অসুস্থ মানুষকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি! তাদেরকে হাসি খুশি রাখার মাধ্যমে! বুঝেন অবস্থা! একবারেই বদ্ধ উন্মাদ, আবেগপ্রবন,ভীতু এক মানুষ...!চিন্তাভাবনা করে সাধারণত কিছু বলা বা করা হয় না, এজন্য ঝামেলাতেও বেশি পড়তে হয়! তারপরও - always try to listen to my heart !Simplicity জিনিসটা খুব ভাল্লাগে, নিজেও তাই!'হাসিমুখ','দেশ','দেশের মানুষ','বৃষ্টি','জোছনা','প্রিয় মানুষগুলোকে বিরক্ত করা','শিশির ভেজা ঘাসের উপরে হাঁটা','জীবন','নিঃশ্বাস নেয়া','বইপড়া'(অবশ্যই পাঠ্যবই নয়!),'বন্ধু','বন্ধুত্ব','আড্ডা দেয়া','পাহাড়','সমুদ্র','সিনেমা দেখা','শাহরুখ খান' প্রভৃতির প্রতি অন্যরকম ভালোলাগা কাজ করে! আমি নিম্নোক্ত জীবন দর্শনে বিশ্বাসী - "Live, Laugh and Love!" (বাঁচো , হাসও আর ভালোবাসো! ) :-D আর হ্যাঁ, নিজের প্রথম ও সবচেয়ে বড় পরিচয় "মানুষ" বলতে পছন্দ করি, আগে মানুষ, তারপর বাকি সব... :-) আমার রক্তের গ্রুপ- B (Be Positive!) আমার রাশি- কুম্ভ (কিন্তু আমি মোটেই কুম্ভকর্ণ নই!) নিজেকে একটি শব্দে প্রকাশ করতে বললে আমি সেই পুরনো অসাধারণ শব্দটি বলব--- "পাগল" :-P :-P আমার ফেসবুক ঠিকানা- fb.com/syed.n.sakib.3

শাহরুখ সাকিব › বিস্তারিত পোস্টঃ

ইংরেজি শিক্ষার আসর-৫

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬



Made of/ Made from

1. Tables are usually made of wood.
2. The cake is made from egg.

উপরের দুইটি বাক্যই সঠিক। তবে ছোট্ট একটা পার্থক্য আছে, প্রথমটাতে মেড এর সাথে আছে অফ, দ্বিতীয়টাতে আছে ফ্রম। এটার কারণ? বলছি।

শুধু একটি উপাদান দিয়ে কোন কিছু বানানো হলে এবং সেই উপাদানটি দেখা গেলে বা দৃশ্যমান হলে made of বসে। এখানে প্রথম বাক্যে টেবিলের একটিমাত্র উপাদান কাঠের কথা বলা হয়েছে এবং কোন কাঠের তৈরি টেবিলের দিকে তাকালে সাধারণত বুঝা যায় যে এটি কাঠ দিয়ে তৈরি।

আবার অনেকগুলো উপাদান দিয়ে কোন কিছু তৈরি করা হলে এবং সেই উপাদানগুলো দৃশ্যমান না হলে, প্রধান উপাদানটির জন্য made from বসে। দ্বিতীয় বাক্যে cake শুধু ডিম বা egg দিয়ে তৈরি হয়না, সেখানে ময়দা, ঘি, তেল সহ আরও বিভিন্ন জিনিস দরকার। তবে প্রধান উপাদান হল egg. আর কেক খাওয়ার আগ পর্যন্ত এটা বুঝার উপায় নাই যে এটা আসলে কি দিয়ে তৈরি। তাই এখানে made from বসেছে

আগের পর্ব - Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: শিখলাম। ধন্যবাদ

০৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮

শাহরুখ সাকিব বলেছেন: :)

২| ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৩১

হাসান মাহবুব বলেছেন: +++

১১ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৭

শাহরুখ সাকিব বলেছেন: :)

৩| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

আরজু পনি বলেছেন:
বাহ, স্যারজি খুব দারুণ ক্লাস ।

০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯

শাহরুখ সাকিব বলেছেন: হা.।হা।। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.