নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Follow @shaifulmonower

সাইফুল মনোয়ার নিশাদ

কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফুল মনোয়ার নিশাদ › বিস্তারিত পোস্টঃ

আধাঁরে একদিন

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:১৭


অপরাহ্ণ পেরিয়ে
কদমেকদমে আধাঁর উঠে আসে নৈশ নগরীতে,
রেস্তোরায় জ্বলা মিটমিটে আলো
ছড়িয়ে চলে বিরামহীন দৃষ্টিকুহক।

আলো-ছায়ার ফুলঝুরিতে
গড়াগড়ি খায় অবচেতন পথের প্রদীপ,
নিখুঁত নির্জনতা উতরে যায় নির্ভয়ে।

আধাঁরের কামনায়
সবটুকু আলো মুছে
আমি আর আধাঁর মুখোমুখি অবশেষে।

আধাঁর গিলে খাই
কমতে থাকে রোদ্দুর নিঃশ্বাস।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:২৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: আলো-ছায়ার ফুলঝুরিতে
গড়াগড়ি খায় অবচেতন পথের প্রদীপ,
নিখুঁত নির্জনতা উতরে যায় নির্ভয়ে।

সুন্দর লেখার জন্য ধন্যবাদ

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য

২| ০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: nice

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:৩০

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ ইসমাইল ভাই।

৩| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৩

হাসান মাহবুব বলেছেন: ভালোই লিখেছেন।

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ৯:৪৪

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.