নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Follow @shaifulmonower

সাইফুল মনোয়ার নিশাদ

কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফুল মনোয়ার নিশাদ › বিস্তারিত পোস্টঃ

পার্থক্য

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

ষ্পষ্ট বুঝতে পারি
জানালা গলে রোদ্দুর এলে মানুষ আনমনা হয়,
সুখ খোঁজে আলোর মাঝে
আপন মনে বেদনা লুকোয়
ছায়ার মতন।

ষ্পষ্ট বুঝতে পারি
রাত্রি নিবিড় হলে
আঁধার বেধে দেয় তার আশ্চর্য সীমানা,
কেউ ডুবে যায় অজ্ঞাত গহব্বরে
কেউ ভেসে বেড়ায় ভাজে ভাজে সপ্নের মতন।

ষ্পষ্ট বুঝতে পারি
আমাদের অনেক ভেদাভেদ,
অনুভূতির বশ্যতায় আলো আধারে আততিবিহীন,
আমি তুমি আমরা আলাদা
তবু সবাই মানুষইতো।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৪

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাল লাগায় ধন্যবাদ প্রিয়

২| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন:
অসাধারণ কবিতা। মানুষে মানুষে বন্ধন অটুট হোক!

২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৪৬

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: মানুষে মানুষে বন্ধন অটুট হোক। ধন্যবাদ আপনাকে।

৩| ২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

ঋতো আহমেদ বলেছেন: জানালা গলে রোদ্দুর এলে আমরা কিছু বুঝতে পারি..রাত্রি নিবিড় হলেও আমরা কিছু বুঝতে পারি কিন্তু শেষ প্যারায় আমাদের অনেক ভেদাভেদ কি হলে বুঝি বুঝিনি। প্রথম দু'প্যারা ভাল হয়েছে। শেষটা ভাল হয়নি। আধারে বানানটা এডিট করতে হবে। শুভ কামনা।

২১ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: আলো আঁধারের পার্থক্য যেমন আমরা বুঝতে পারি, আমাদের মনোভাবে তৈরি মানুষ মানুষের ভেদাভেদও আমরা বুঝতে পারি কিন্তু আমরা এটা বুঝিনা জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই কিন্তু মানুষই। আপনার ভাল না লাগার ষ্পষ্ট উল্লেখ আমার ভাল লেগেছে, হয়ত এতেও অনেক কিছুই শেখা যাবে। ধন্যবাদ ভুল শুধরে দেবার জন্য জনাব। ভাল থাকুন সতত।

৪| ২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:০৯

মোস্তফা সোহেল বলেছেন: আপনার মত অত স্পষ্ট বুঝি না তবে বুঝলেএ এত সুন্দর করে বলতে পারব না

২২ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: একটু বলার চেষ্টা করে দেখবেন ভাইজান, ভাষা তো মানুষেরই সৃষ্টি, মানুষেরই দাস। আর পড়ার জন্য তো আমরা রইলামই। আপনার উপস্থিতি ভাল লেগেছে।

৫| ২৩ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৬

মায়া মৃত্তিকা বলেছেন: ষ্পষ্ট বুঝতে পারি
আমাদের অনেক ভেদাভেদ,
অনুভূতির বশ্যতায় আলো আধারে আততিবিহীন,
আমি তুমি আমরা আলাদা
তবু সবাই মানুষইতো।[/sb
ভাল, বেশ ভাল।

২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৬

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৭

মোঃ হাসনাত আল-আমিন বলেছেন: শেষের লাইন দুটো বেশী ভাল লেগেছে

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০১

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাললাগায় ধন্যবাদ প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.