নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Follow @shaifulmonower

সাইফুল মনোয়ার নিশাদ

কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফুল মনোয়ার নিশাদ › বিস্তারিত পোস্টঃ

বিষন্নতার সাঁকো পেরিয়ে

০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:১৬


জীবনের মানচিত্রের সীমানা ধরে
এখানে ওখানে পায়চারি শেষে
কিছুটা বিশ্রামের প্রয়োজন হয় বলেই
কাধ হতে নামিয়ে রাখি জীবনানন্দ,
শুরু হয় বিষণ্ণতার মহাকলতান।
হাটু গেড়ে বসে ক্রোধ নেভাই,
পুটলিতে তুলে রাখি
সভ্যতার আগ্রাসন,
স্থগিত থাকে পর্দার ওপারের মনুষ্য সংগীত।
তাড়া নেই
তবু
কিঞ্চিৎ ক্ষুধাবোধে
ডুবে যাই জোছনার এলকোহলে।

সমগ্র রাত্রির পর
মেঘের আড়াল থেকে আলো এনে
একটি সোনালি সূর্যোদয়ের অর্কিড সাজাই,
বিষণ্ণতার সাঁকো পেরিয়ে
সপ্ন দেখি একটি পরিচ্ছন্ন সংসারের।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

আহমেদ জী এস বলেছেন: সাইফুল মনোয়ার নিশাদ ,



ভালো লিখেছেন ।
বিষন্নতার সাঁকো পেরিয়ে পরিচ্ছন্ন সংসারমুখি হোক জীবন !

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাল থাকুক তারা।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৪৬

সুজন চন্দ্র পাল বলেছেন: একটি সোনালি সূর্যোদয়ের অর্কিড সাজানোর ইচ্ছা পূরন হোক রাত জেগে জোছনায় মত্ত থাকা প্রতিটা জীবনের।

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ইচ্ছে পূরণ হোক।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

ভ্রমরের ডানা বলেছেন:

বিয়ে করে সংসার বানিয়ে ফেলুন!

০২ রা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:০৩

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: সংসার আপনাদের দোয়ায় আছে ভাইজান, বছর দশেক হল, দুজন রাজকন্যাও এসেছেন। আর হাওয়ার সংসার তো আছেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.