নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Follow @shaifulmonower

সাইফুল মনোয়ার নিশাদ

কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফুল মনোয়ার নিশাদ › বিস্তারিত পোস্টঃ

খোঁজ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

কোলাহল থেমে গেলে
বেজে ওঠে আধারের মাদল,
আচম্বিতে নয়, মোহময় নিরব আদলে তন্দ্রালশা মাদক
ছেয়ে যায় স্বপ্নভরাতুর রজনীতে।
জেগে থাকা মানুষগুলো ছায়া খোঁজে কল্পনায়,
কারো কাছে আধারের ছায়া অভিসারের আলো-
কারো কাছে স্বপ্নগুলো বিবসনা কালো,
প্রত্যেকেই আপন ছায়া খোঁজে-
কেউ পায়,
কেউ হাতড়ে বেড়ায় নির্ঝর নির্জনতায়।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


ঢাকা শহর কখনো ঘুমায় না, কোলাহল থামে না

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভায়ে মনেকয় রোডের লগে থাহেন। ঢাকা ঘুমায়, মরার লাহান ঘুমায়, যে পায়, সে পায়, যে পায়না হেয় হাতড়ায়। শুভ সন্ধ্যা চাঁদগাজী ভাই।

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


আমি কেমিক্যাল কারখানার উপরের তলায় থাকি, কমলাপুর স্টেশনে থাকি, রাস্তার আইল্যান্ডে থাকি, রেললাইনের ধারে থাকি

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৭

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: জরায়ু হতে ছিটকে পড়া
ভিন্ন ভিন্ন মানুষগুলো এ শহরে
দল বেধে ছুটতে থাকে শৃঙ্খলিত হাতকড়ার চাবির খোঁজে।

যোজন যোজন দুরের প্রকৃতিপথ ছাড়িয়ে
কিছু মানুষ বসতি জমায় ব্যস্ত শহুরে আত্বায়।
যদিও কোন পথে সুর্য অস্তনমিত হয় তার খবর কেউ রাখেনা,
তবুও এ শহরেও সুর্যস্নানের সপ্ন দেখে কতিপয় দম্পতিগন।

হাপিয়ে ওঠা মানুষগুলো ঘৃনা নিয়ে শহরের গণ্ডি পেরুতেই চুম্বকের ন্যায় ফিরে আসে শহুরে টানে।

সীমানার বাইরে কেউ জানুক কিংবা না,
তারা জানে
অতিমাত্রায় ব্যস্ত কর্পোরেট এ শহরের
একটি নির্লজ্জ ঘ্রান আছে।

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩২

নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগলো

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাললাগায় ধন্যবাদ প্রিয়।

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৪

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫২

মিঃ সালাউদদীন বলেছেন: বেশ ভালো লাগলো, ধন্যবাদ ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাললাগাতেই স্বার্থকতা সালাউদ্দীন ভাই।

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল লাগল। সুন্দর। আরও লিখুন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৩৫

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: জ্বী ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.