নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Follow @shaifulmonower

সাইফুল মনোয়ার নিশাদ

কবি হবার সখ সেই ছোটবেলা থেকেই। তখন ভাবতাম আমার একটা ঝোলা থাকবে, তাতে এলোমেলো কিছু কাগজ আর হরেক রঙা কলম থাকবে, তা দিয়ে লিখবো রঙবেরঙের লেখা। ঘুরে বেড়াব মাঠ ঘাট পথে প্রান্তরে। আস্তে আস্তে বড় হবার সাথে সাথে দায়ীত্ববোধ আর সাংসারিক ঝামেলায় হারিয়ে ফেলেছি আমার জীবনের সবচেয় বড় স্বপ্নটি। ধুলো জমে জমে সেই কবে হারিয়ে গেছে আমার স্বপ্ন শহর বুঝতেই পারিনি। এখন আমার অনেক সময়, তাইতো খুন্তি কোদাল নিয়ে খুঁড়ে চলেছি আমার স্বপ্ন শহর টাকে, জানি খুঁড়তে খুঁড়তে ঠিক একদিন আমার স্বপ্ন শহর পেয়ে যাব আর মানুষ তখন জানবে আমার সভ্যতা, আমার সংস্কৃতি, জানি তখনি হয়ত তোমরা আমায় কবি বলে সম্বোধন করবে। দারিদ্রতার সাথে আমার বসবাস তাই ইচ্ছথাকা সত্ত্বেও সুখ পাইনি কখনো তাইতো লেখার ভেতর খুঁজে ফিরি সুখ নামক সূক্ষ্ম অনুভূতিগুলোকে।

সাইফুল মনোয়ার নিশাদ › বিস্তারিত পোস্টঃ

ঋতুবলয়

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৫৮

হেটে যাচ্ছি নির্বিকার আহত বেকারের মত,
যেখানে কিছুটা সময় আমাকে থামতে বলা হয়েছিল,
বলা হয়েছিল
হাত ছড়িয়ে বৃষ্টিতে ভেজার কথা
আঁচলে মুখ মুছে অপলক তাকিয়ে থাকার কথা
মমতায় ক্লান্ত হয়ে গা এলিয়ে দেয়ার কথা
আমৃত্যু ভুলে না যাবার কথা।

কথা রাখতে জানিনা বলে
এক নগর কাশবন ভালবাসা মাড়িয়ে আমি হেটে যাচ্ছি উদ্দেশহীন,
হেটে যাচ্ছি নির্বিকার আহত চাতকের মত।

২.
আপাতত বেশ কিছুদিন এভাবেই কাটুক,
রেশ থাকুক কুয়াশার
কাকগুলো ঘুমিয়ে থাকুক আপনালয়ে
সপ্নগুলো দীর্ঘায়িত হোক উষ্ণতায়
স্পষ্ট হোক বাঁচিয়ে রাখা ম্রিয়মাণ ক্ষত।

অতঃপর ধিরপায়ে
চিড়ফাটা বিমর্ষ বোধ ভোলাতে
আগুনের চিত্রকল্প বুকে নিয়ে আসুক অভিমানী ফাগুন,
আমাদের কোন তাড়া নেই।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০৫

রসায়ন বলেছেন: কালকে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়ার পূর্বাভাসে দেখলাম। ঋতুর কতো ভেদ । কোবতে ভালো লেগেছে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১০

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: হবে হবে, এমনি একের পরই এক আসে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৩

নূর-ই-হাফসা বলেছেন: কবিতা ভালো লাগলো । সুন্দর ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:১৯

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাল লাগলো শুনলেই কেমন যেন ভাল লাগে।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১১

সালাহ উদ্দিন শুভ বলেছেন: অসাধারণ সৃষ্টি, ভাল লাগলো :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:১২

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাললাগায় ধন্যবাদ প্রিয়।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫০

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর লিখেছেন। ভাল লাগল।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: ভাললাগায় কৃতজ্ঞতা জানুন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৪৫

অবনি মণি বলেছেন: খুব সুন্দর। ভালোলাগা!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫১

সাইফুল মনোয়ার নিশাদ বলেছেন: পাঠে কৃতজ্ঞতা জানুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.