নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

ফায়েজুর রহমান সৈকত

মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।

ফায়েজুর রহমান সৈকত › বিস্তারিত পোস্টঃ

পতিতা প্রেম

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:১৭

হঠাৎ চোখে চোখ পড়তেই আমি মাথা নেড়ে তাকে ইশারা করলাম । গভীরপ্রেমে নিমজ্জিত কোন প্রেমিক অনেক লোকের সামনে তার প্রেমিকাকে যেভাবে আড়চোখে কাছে ডাকে, সেভাবে ।
সে আশেপাশে না তাকিয়ে সোজা আমার দিকে আসতে লাগল । আমি মুচকি হেসে উঠলাম । কাছে আসতেই তার দেহ থেকে অদ্ভুত অপরিচিত অথচ কেমন একটা সুবাস এসে আমার নাকে লাগল । আশ্চর্য! কোন ব্র্যান্ডের সুগন্ধি এটি? আগে তো কখনো শুকিনি ।
কাছে এসে সে আমায় বলল, "আমায় ডেকেছেন?"
অভ্যাসানুসারে আমি হাসতে লাগলাম। সে ভ্রু কুঁচকে উঠলো। আমি বললাম, কিছু লাগবে আপনার?
কপাল কুচঁকে সে উত্তর দিল, দুঃখিত! আমি আসলে বুঝতে পারিনি ।
রহস্যমাখা হাসি দিয়ে আমি বললাম, আমাকে বুঝি পছন্দ হয়নি? হা হা হা!
ঠিক প্রেমিকদের মত করে শুকনো হেসে সে উত্তর দিলো, “আপনি তো ভারি মিষ্টি করে হাসেন। কি চমৎকার আপনার চোখ। যে কারোরই পছন্দ হবে কিন্তু কি চাইবেন যেন বলছিলেন?"
আমি তখনই তার প্রেমে পড়ে গেলাম । এবং অজানা এক বিশ্বাস নিয়ে তার হাত ধরে বললাম, " দয়া করে আমায় এখান থেকে নিয়ে যান, আমি মরে যাচ্ছি ।"
পতিতার আড়ালে নিজেকে হঠাৎ করে আমার মানুষ মনে হতে লাগল ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.