নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

ফায়েজুর রহমান সৈকত

মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।

ফায়েজুর রহমান সৈকত › বিস্তারিত পোস্টঃ

কবিতা "প্রেমিকা লজ্জাবতী"

১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫

শীতের সকালে ঘাসের বুকে
উদাম হয়ে লজ্জাবতী বসে থাকে।
আর লাজুক প্রেমিকার মতন কোন
প্রেমিক ছুইতে চাইলে দেহ গুটিয়ে ফেলে।

যদি আবার দেহ মেলে তাই পথিক
ঘন্টার পরে ঘন্টা প্রেমিকের মতন বসে থাকে।
আরেকবার ছুইবার কামনায়
জ্বলে পুড়ে ছারখার হইতে থাকে।
নির্দয়া লজ্জাবতী আর উদাম হয়না।
যৌবনা দেহটি তার মেলে দেয়না।
প্রেমিকটিরে সেখানে রেখে তাই
ছুইতে চাওয়া পথিক চলে যায়।

পরদিন ভোর হতে না হতেই
আবার লজ্জাবতী দেহ মেলে দেয়।
"রাইতে বুঝি আমারে খুব মনে পড়ছিল?"
এই বলে পথিক হাসতে হাসতে
বিজয়ী প্রেমিকের মতন লজ্জাবতীরে ছুইতে যায়।
তখন ওফ! করে শব্দ হয়।
লজ্জাবতীর দেহের পরে টুপটুপ করে
লাল রক্ত বেয়ে পড়ে।

ছুইতে গিয়ে পথিকের কাটা বিধে।
প্রিয়তমার চলে যাবার গল্প যেভাবে
প্রেমিকের বুকের মাঝে বিধে, সেভাবে।
রক্তমেখে লজ্জাবতী দেহ গুটায়।
এবার পথিক চলে যায় চিরতরে।
প্রিয়তমাকে ছুইবার স্মৃতি নিয়ে
প্রেমিকেরা যেখানে থাকে, সেখানে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

মানুষ বলেছেন: নেংটু লজ্জাবতীর এহেন কিনকি কবিতা পড়ে খিদা লেগে গেলো।

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: খিদা লাগন মানব ধর্ম, হা হা।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

রাজীব নুর বলেছেন: বাহ বাহ বাহ !!!!!

১৬ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.