নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

ফায়েজুর রহমান সৈকত

মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।

ফায়েজুর রহমান সৈকত › বিস্তারিত পোস্টঃ

পঞ্চম শ্রেণিতে সফলতা ব্যর্থতার মাপকাঠি জুড়ে দেওয়া আত্মঘাতী

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০০

পঞ্চম শ্রেণিতে সফলতা ব্যর্থতার মাপকাঠি জুড়ে দেবার বিপক্ষে আমি। এটি শিশু মনে সফলতায় যতটা না উৎসাহিত করে, সর্বোচ্চ ফল অর্থাৎ এপ্লাস না পাবার ব্যর্থতায় তার চেয়ে অনেক বেশি কষ্ট দেয়। এতটুকো বয়েসে একটা এপ্লাস না পাওয়া পঞ্চম শ্রেণির শিশুকে বুঝিয়ে দেওয়া হয় যে সে ব্যর্থ! আত্মঘাতী ব্যাপার।

খুঁজে দেখেন, যে শিশুরা এপ্লাস পায়নি কিন্তু ৪.৫০ কিংবা তার থেকেও বেশি ফল করেছে তাদের পরিবারের সদস্যরাও এটিকে সুখবর ভেবে সোশ্যাল মিডিয়াতে উচ্ছ্বাস প্রকাশ করেনি। উলটো এটিকে খারাপ ফল ভেবে, খারাপ ফল বানিয়ে তা প্রকাশ করা থেকে বিরত থেকেছে। এমন একটা ভাব করে চুপ থেকেছে যেন তারা এ ব্যাপারে লজ্জিত । আসলে আমরা রেজাল্টের ফাঁদে পড়েছি। আর কোমলমতি শিশুদেরকেও সেই ফাঁদে আটকে ফেলতে চাচ্ছি।

তার চেয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত এত কঠিন কঠিন পড়াশোনাই উঠিয়ে দেওয়া উচিত। প্রাথমিক শিক্ষাটি এখন প্রতিযোগিতার শিক্ষা হয়ে গেছে। প্রাথমিক শিক্ষা হইবার কথা ছিল আনন্দ নিয়ে শিক্ষা কিন্তু সেটি এখন হয়ে গেছে ভয় আর বেদনা পাইবার শিক্ষা। প্রতিযোগিতা বিহীন প্রাথমিক শিক্ষা চাই। কঠিন কঠিন পরীক্ষা বিহীন প্রাথমিক শিক্ষা চাই।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০২

জাহিদ হাসান রানা বলেছেন: আসলে আমরা রেজাল্টের ফাঁদে পড়েছি। আর কোমলমতি শিশুদেরকেও সেই ফাঁদে আটকে ফেলতে চাচ্ছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: জ্বি

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১০

কামরুননাহার কলি বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া । আমাদের দেশে এখন শিক্ষা হয়ে গেছে পেশা। তাই আজকে শিশুদের উপর এমন চাপ সৃষ্টি করা হচ্ছে। এমনকি জেএসসি পরিক্ষাও ছাত্রছাত্রীদের জন্য একটা বড় ধরনের কষ্টের ব্যপার।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৮

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: প্রাথমিককে অষ্টম শ্রেণী পর্যন্ত নিয়ে শুধু একটা পরীক্ষা হলে চাপ আরো কমতো হয়ত।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৯

কামরুননাহার কলি বলেছেন: হয়তো তাও ভালো হতো।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২১

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: গার্ডিয়ানদের সচেতন হইতে হবে।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

বিদেশে কামলা খাটি বলেছেন: এ জাতীয় পরীক্ষা কোন সভ্য দে‌শে নেই এবং থাকাও উ‌চিত নয়। কোমলম‌তি শিশু‌দের নি‌য়ে এ ই ধর‌নের বা‌জে প্র‌তি‌যো‌গিতামূলক পরীক্ষার আ‌মি তীব্র বি‌রো‌ধিতা ক‌রি।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৫

ফায়েজুর রহমান সৈকত বলেছেন: সবাই সচেতন হইলে এই শিক্ষা ব্যবস্থারে বীট করা যাবে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৭

কামরুননাহার কলি বলেছেন: আমাদের দেশের সব গার্ডিয়ানরা যদি আনন্দোলন গড়ে তুলেন তাহলে হয়তো এইসব বন্ধ হতে পারে।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: চিন্তা করা যায়- ক্লাশ ফাইভের ছাত্র পড়ার চিন্তা বাদ দিয়ে ফেইসবুকে প্রশ্ন খুঁজে বেড়াচ্ছে!!!
কোথায় নেমে গেল তার চেতনা!
শিক্ষার মূল্য কোথায় গিয়ে দাড়াল!

সৃষ্টিশিল আনন্দময় শিক্ষার বদলে চুরি, অনৈতিকতা, যে কোন উপায়ে কাগজ (কথিত সনদ) সংগ্রহ,
আর প্রকৃত শিক্ষায় আগ্রহীদের অবমূল্যায়নের তাদের আস্থার ভিত্তমূল ধ্বসিয়ে দেয়া! এরকি খুব প্রয়োজন!?

ধন্যবাদ আলোচনার জন্য। আন্দোলনরত শিক্ষদের কাছে পিএসসির খাতা মূল্যায়নের যে কাহিনী শুনলাম- পিলে চমকে দেয়ার মতো! ৯৫% পাশ দিয়ে কি হবে? যেখানে ১৫ % মান সম্পন্ন ছাত্র খূঁজে পাওয়া ভার!!!
এ আত্মঘাতি খেলা বন্ধ করা খুবই জরুরী!

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫০

আবু সায়েদ বলেছেন: সহমত

৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.