নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কোন এক সময় লেখালেখি শুরু করবো। এখন যা লিখছি তা সেই সময়ের জন্যে প্রস্তুতি আসলে। আর লেখার জন্যে নতুন নতুন তথ্য যোগাড় করছি আপাতত।

ফায়েজুর রহমান সৈকত

মুক্ত সকল চিন্তা করি, নিজের সাথে নিজেই লড়ি।

ফায়েজুর রহমান সৈকত › বিস্তারিত পোস্টঃ

শঙ্খচিল, বিসর্জন আর মেলিনার সদৃশ

২৭ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪

(আলাপের প্রয়োজনে গল্পের কাহিনী বলে দেওয়া হইছে)

জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া কৌশিকের বিসর্জন আর গৌতমের শঙ্খচিল সিনেমার একটা কমন ব্যাপার হইল দুটি সিনেমাতেই সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন কাহিনী দেখানো হয়েছে। গৌতমের শঙ্খচিলে দুই বাংলার বিভেদ তার সাথে হিন্দু মুসলমানের পার্থক্য এবং নাম নিয়ে ধর্ম সংক্রান্ত যাতনা এত তীব্রভাবে দেখানো হয়েছিল যে দর্শক একটা মোহাক্রান্ত হয়ে পড়েছিল। বাঙলাতে ধর্ম আর দেশপ্রেম এত স্পর্শকাতর ব্যাপার যে এমনকি জাতীয় চলচ্চিত্র জুরীবোর্ডও নিশ্চয়ই দ্বিধায় পড়ে গেছিল যে এই ধরনের গল্পের চেয়েও আর সেরা গল্প হতে পারে কিনা। ফলাফল, শঙ্খচিলের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার।

সেই তুলনায় কৌশিক তার বিসর্জন দিয়ে দর্শককে দেশ, ধর্ম, জাত নিয়ে অত মোহাগ্রস্ত করতে চাননি। বরং তিনি জোসেফ টর্নাতোরের অসহায় বিধবা মেলিনার মত একজন বাঙ্গালি বিধবা পদ্মকে তৈরি করেছেন। কৌশিকের পদ্মও অসহায়। গনেশ মণ্ডলের জ্বালাতন থেকে সেও রেহায় পায়না। পদ্ম হিন্দু বিধবা, অসুস্থ বৃদ্ধ শ্বশুরকে সেবা করে তার দিন কাটে, তবুও জোয়ান মুসলিম নাসেরকে দেখে তার মনে প্রেম জেগে উঠে। মনেমনে সে নাসেরকে পেতে চায়। কিন্তু মেলিনার অত চাওয়া ছিলনা। সে তার বৃদ্ধ বাবাকে সেবা করছিল আর যুদ্ধে যাওয়া স্বামী নিনোর জন্য অপেক্ষা করছিলো শুধু। এলাকার সকল পুরুষদের চোখে মেলিনা ছিল কামনার বস্তু আর মহিলাদের চোখে ঈর্ষার কারণ। পদ্ম শেষপর্যন্ত নিজের অসহায়ত্বকে মেনে নিয়ে গনেশ মণ্ডলের সাথে ঘর বেধেছে। মেলিনাও অনেক অপমান আর নির্যাতন সয়ে শেষপর্যন্ত নিজের স্বামীকে ফিরে পেয়েছে।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: বুঝলাম।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:৫১

বিজন রয় বলেছেন: শঙ্খচিল, বিসর্জন আর মেলিনার সদৃশ........... মনে হচ্ছিল একটি কবিতার নাম।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৬

সুমন কর বলেছেন: দু'টোই চমৎকার মুভি। ছোট হলেও ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.