নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

*\"আমি সেরকম কোন বিশিষ্ট ব্যক্তিত্ব বা লেখক নই।\"এখানে শুধুই আমার মনের অগোচরে আসা অভিব্যক্তিই প্রকাশের চেষ্টা করি।

তানভীর আহমেদ শৈশব

তানভীর আহমেদ শৈশব › বিস্তারিত পোস্টঃ

১৩/১২/২০১৮ তে কি মনে করে যে লেখা মনে পড়ছেনা, ইচ্ছে হলো শেয়ার করি

১০ ই মে, ২০২০ রাত ১:২৬



এই আমার বিজয় ;
যেখানে তোমার হাওয়া বয়!
যে দীর্ঘ অপেক্ষার পর দিনের সূর্যোদয় হয়,
নগরের ধূলিকণা আমার দৃষ্টি ঝাপসা করে নেয়।
দুরত্ব আরও সুদীর্ঘতর, স্বপ্নেরও ওপারে চলে যায়..
ক্ষীণ, তবুও মনে প্রবল আশা যাগে আজই ফিরবে পিছু!
হোকনা ক্ষনিকের, তবুও মিলবে স্মৃতি কিছু।
যে দৃষ্টি শতচোখের মাঝেও ছিল অবিচল
হবেনা বোধহয় বিফল!
শত গ্লানি -অপবাদ, আমি মানিনা কিছুই
এবারে আসবে বিজয়-সুখ; সুখ গেল কই?
তোমার একুশের ছোঁয়ায়, বিশের আমারে বড্ড নাদান মনে হয়।
হোকনা কেন ক্ষণিকের মিলন,চলে যাবে আমার জীবন
আর বাকি যেকটা দিন কাটুক না জীবনের মতন!
রক্ত ঝড়াতে ভয় আমার, ভালোবাসতে নয়;
শুধু জীবনটা যেন জীবনের মত হয়।
তোমার হাতের লালরঙা কাচের চুড়ি আার ঘোমটামুখো শাড়ি,
লজ্জা পেয়না বিজয়টা আমারই।
রাত্তিরের শেষ ভাগের আর একটু দেরি
এবারও নাহয় হোক বিজয়টা তোমারই....

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২০ রাত ২:০৮

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ১০ ই মে, ২০২০ রাত ৩:৫৩

নেওয়াজ আলি বলেছেন: ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.