নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বোকারা ক্রোধের বশবর্তী হয়ে একই বিষয়কে ঘিরে ঝগড়া করে

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:১২



পৃথিবীতে এমন কোন জাতি নেই, যাদের কাছে খোদা পথপ্রদর্শক বা সতর্ককারী পাঠাননি। একবার চার ভিন্ন দেশের চারজন দরিদ্র শ্রমিক এক সাথে ভ্রমণ করছিলো। যেতে যেতে তারা এমন এক জায়গায় পৌছালো যেখানে খুব ঠাণ্ডা হাওয়া বইছে। তখন রাত হয়েছে। তারা সেই জায়গায় বিশ্রাম নিতে থামলো।

যে জায়গায় তারা থেমেছিলো, সে জায়গায় একটি অগ্নিকুণ্ড জ্বালানো ছিলো। সেই শ্রমিক চারজন অন্যান্য মানুষদের সাথে সাথে সেখানে আগুন পোহাতে লাগলো। যদিও সেই আগুন শীতের রাতের কনকনে হাওয়ার কাছ থেকে তাদের রক্ষা করতে পারছিলো না। এদিকে, বেশ ক্ষিধেও পেয়েছিলো তাদের। কিন্তু নিজেদের কাছে কোন টাকা না থাকায় কিছু কিনে খেতে পারছিলো না।

এক পর্যায়ে, এক ধনী ব্যাক্তি দয়া-পরবশ হয়ে তাদেরকে কিছু টাকা দিলো যাতে তারা কিছু কিনে খেতে পারে। ঐদিকে হয়েছে কি, এই শ্রমিকগুলো একে অপরের ভাষা জানতো না। এখন এই টাকা নিয়ে কি করা যায় তা তারা বাকিদের জানাবে কি করে!

তাদের মধ্যে যে পারস্য দেশ থেকে এসেছিল, সে ফার্সীতে বলে উঠলো- ''এসো, আমরা এই টাকা দিয়ে আঙ্গুর কিনে খাই।''

ফারসি না বুঝে আরব শ্রমিকটি বলে উঠলো- ''কী আবোল-তাবোল বকছে লোকটা! আমি ওসব কিনতে চাই না। আমি আঙ্গুর কিনতে চাই।''

তাদের মাঝে যে তুর্কি, সে বিরক্তির স্বরে বললো- ''না, বন্ধুরা! তোমরা যে পরামর্শ দিচ্ছো তা আমার মোটেই পছন্দ হচ্ছে না। আমি আঙ্গুর পছন্দ করি।''

এবারে ভারতীয় শ্রমিক রেগে গেলো। সে বললো- ''ভাইসকল, হুদাহুদি তর্ক করো না। আমার মনে হয় আঙ্গুর কিনলেই সবচেয়ে ভালো হবে।''

এক পর্যায়ে, তাদের মাঝের ঝগড়া যখন চরমে উঠলো, একজন বুদ্ধিমান মানুষ তাদের কাছে এলেন। তিনি ফার্সী, আরবি, তুর্কি আর হিন্দি, চারটি ভাষাই জানতেন। সেই লোকটি শ্রমিকদের কাছে এসে যখন বুঝতে পারলেন যে তারা একই জিনিস চায়, তিনি তাদের মাঝের বিবাদ মিটিয়ে দিলেন।


====
এই গল্পটি রুমী'র লেখা। আমি আমার মতো করে বলেছি।
====================================





মন্তব্য ২৩ টি রেটিং +০/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৫

নতুন বলেছেন: কিছু মানুষ আজগুবি কাহিনি বলতে পছন্দ করে তারা যৌক্তিক ভাবে চিন্তা করেনা এবং ভাবতেও চায় না। তাদের কাহিনি দেখে অন্যরা তাকে বোঝাতে চায় কিন্তু তিনি বুঝতেও চায় না.... তাদের কি বলা যায় জানি না।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




কিছু মানুষ নাম কামানোর জন্যে এতো ব্যস্ত কেন হয়? অথচ, তাদের উচিৎ- মানুষকে ভালোবাসা এবং স্বার্থপরতা ত্যাগ করা।

প্রেম জীবনী শক্তিকে প্রসার করে; যার প্রেম নেই, সে জীবিত অবস্থায় থেকে মৃতের মতো। প্রেমই জীবনের মাপকাঠি, প্রেমশূণ্য মানুষ জড়ের মতো, প্রাণহীন।

জীবনের উদ্দেশ্য পৃথিবীর সেবা, নাম কেনা নয়।

===================================

স্বামী বিবেকানন্দের এই কথাগুলো সেই 'কিছু-মিছু মানুষ'-দের শুনিয়ে দিন। পথে চলে আসবে আশা করা যায়। :)

ধন্যবাদ নিরন্তর।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৫

সোনাগাজী বলেছেন:



বাংগালী জাতীর জন্য খোদা কাকে পাঠায়েছেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




স্বামী বিবেকানন্দ বলেছেন- এক ধর্মের নেতা, সকল ধর্মের নেতা।

প্রশ্নটা এভাবে করলে আরও ভালো হতো- ''আমার রাজনৈতিক সমস্যা সমাধানে খোদা কাকে পাঠিয়েছেন?''

আপনি যে কোন একটি সমস্যা নিয়ে চিন্তা করুন। সেই সমস্যা সমাধানে যে মানুষটি এগিয়ে আসবেন, তিনিই আপনার পথপ্রদর্শক।

ধন্যবাদ নিরন্তর।

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৭

সোনাগাজী বলেছেন:



আপনার ধারণা সত্য হলে, খোদা রাশিয়ান এলাকার জন্য পাঠায়েছিলেন লেনিনকে, চীনের জন্য মাও, গ্রীকদের জন্য সক্রেটিস, ভারতে জন্য গান্ধী। আমাদের জন্য কে?

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি লেনিনের লেখা পড়েছি। বাকি যাদের কথা বলছেন, তাঁদের লেখা কোন বই এখন পর্যন্ত পড়ে দেখিনি। তবে, তাঁদের উক্তি পড়েছি। উক্তি পড়ে কারো সম্পর্কে ধারণা পাওয়া যায় না।

আপনি 'সমষ্টিগত' ভাবে চিন্তা করছেন। তাই, বলছি, আপনি যে 'সময়' বা 'স্থান'-এ বাস করছেন, বা আপনার জ্ঞানের গণ্ডির মাঝে যারা আছেন, তাঁদের মাঝে এক বা একাধিক ব্যাক্তি এই পরথপ্রদর্শক হতে পারেন।

আপনি আব্রাহাম লিঙ্কনের কথা চিন্তা করতে পারেন বা বারাক ওবামা কিংবা কোন রেড ইন্ডীয়ান ট্রাইবাল চীফ। এঁদের মাঝে যে কেউই আপনার পথ-প্রদর্শক হতে পারেন।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২২

সোনাগাজী বলেছেন:


আপনি বলেছেন, "... আপনি আব্রাহাম লিঙ্কনের কথা চিন্তা করতে পারেন বা বারাক ওবামা কিংবা কোন রেড ইন্ডীয়ান ট্রাইবাল চীফ। এঁদের মাঝে যে কেউই আপনার পথ-প্রদর্শক হতে পারেন। "

-মাওলানা ভাসানী, কিংবা শেখ নেই?

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমি যত দূর জানি, আপনি যুক্তরাষ্ট্রে থাকেন (যদি আপনি চাঁদগাজী ভাই হয়ে থাকেন)।

যেই দেশের সমস্যার সমাধান, সেই দেশের নেতারাই দিবেন, এটাই স্বাভাবিক।

ধন্যবাদ নিরন্তর।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪১

সোনাগাজী বলেছেন:



চাঁদগাজীকে ব্যান করা কি সঠিক হয়েছে? আমার মনে হয়, চাঁদগাজীর নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ করা হয়েছে।

২২ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



তাঁর বিরুদ্ধে এক জোট হয়ে বেশ কিছু ব্লগার মডুর কাছে অভিযোগ করেছিলেন।

মডুর উপায় ছিলো না। গণতন্ত্রের পক্ষে সিদ্ধান্ত নিতে হয়েছে।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:১৩

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন, " তাঁর বিরুদ্ধে এক জোট হয়ে বেশ কিছু ব্লগার মডুর কাছে অভিযোগ করেছিলেন।
মডুর উপায় ছিলো না। গণতন্ত্রের পক্ষে সিদ্ধান্ত নিতে হয়েছে। "

-সোস্যাল মিডিয়া ব্যবসা বিশ্বব্যাপি চলছে, বাংলাদেশে উহা বিএনপি-আওয়ামী লীগের গনতন্ত্র অনুযায়ী চলছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মূল্যবান মতামতের জন্যে ধন্যবাদ। জাতীয় পার্টিও গণতন্ত্রের কথা বলে আর নিজের আখের গোছায় তলে তলে। সেদিকে কেউ খেয়াল রাখে না।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১:৫৭

গরল বলেছেন: আমাদের বোধ হয় সমস্যা আমাদের পথপ্রদর্শকের অভাব নাই। একমাত্র ৭১ সালেই আমরা মাত্র একজন পথপ্রদর্শক পেয়েছিলাম, বাকি সময় গুলোতে হাজার হাজার পথপ্রদর্শক।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমাদের এক বা একাধিকজনকে বেছে নিতে হবে। সমস্যা সমাধানে আমাদের কাউকে না কাউকে তো প্রয়োজন।

শুভেচ্ছা।

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৫৬

সোবুজ বলেছেন: আল্লাহ আদমকে সকল জিনিসের নাম শিখালেন।মানুষ ভুলে গেলো কখন।আলাদা আলাদা নামে ডাকতে সুরু করলো কথন থেকে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আল্লাহ্‌ কি কি নাম শিখিয়েছিলেন?

ধন্যবাদ।

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ৩:১৫

আল আমিন হাসান সাদেক বলেছেন: মালদ্বীপ । পর্যটকদের স্বর্গরাজ্য । দুরবীন বাংলা । Maldives । DURBEEN BANGLA

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি ব্লগে এই নিয়ে লিখছেন না কে!

ধন্যবাদ।

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১০:৪২

বিটপি বলেছেন: মাওলানা জালালুদ্দীন রুমী এত গবেট ছিল - এটা জানা ছিলনা। আপনি নিজেকে একটু চিন্তা করে দেখুন তো! আপনি একজন ফ্রেঞ্চ, জার্মান আর আফ্রিকানের সাথে ভ্রমণ করলে এরকম একটা ঝগড়া হওয়া কি সম্ভব ছিল? ইউনিভার্সাল একটা ভাষা আছে ইশারা ভাষা - যা দিয়ে প্রায় সবকিছুই বুঝানো যায়। আমি চাইনিজের অও বুঝিনা। যার সাথে কাজ করেছি, সে আবার ইংলিশও বুঝতো না। আমাদের কাজ করতে তো কোন অসুবিধা হয়নি।

খোদা কি জিনিস? এটা কি খায় না মাথায় দেয়? খোদা, পরওয়ারদিগার - এই শব্দগুলোর মানে কি ? এগুলো কারা ব্যবহার করে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



নিজেকে নিয়ে চিন্তা করলাম। মনে হলো, রুমী ঠিকই লিখেছেন।


খোদা হল একটি ফার্সী শব্দ, যার দ্বারা আল্লাহ বা ঈশ্বরকে বোঝানো হয়। খোদা হাফেজ (অর্থ আল্লাহ্ আপনার রক্ষা কর্তা বা আল্লাহ্ আপনাকে রক্ষা করুন) শব্দগুচ্ছটি সাধারণভাবে ফার্সি, কুর্দি, পশতু ভাষায় বহুল ব্যবহৃত এবং দক্ষিণ এশিয়ার উর্দু ও বাংলা ভাষী মুসলমানদের মধ্যে বিশেষ করে ব্যবহৃত হয়। [উইকিপিডিয়া]

'খোদ আ' মানে 'যে নিজে নিজেই আগমনকারী'।

যেহেতু আল্লাহ স্বয়ং অস্তিত্বশীল, তাকে কেউ অস্তিত্ব দেয়নি, তাই তাঁকে ‘খোদা’ বলা হয়।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৪১

আশাবাদী অধম বলেছেন:
বিটপি বলেছেন: মাওলানা জালালুদ্দীন রুমী এত গবেট ছিল - এটা জানা ছিলনা। আপনি নিজেকে একটু চিন্তা করে দেখুন তো! আপনি একজন ফ্রেঞ্চ, জার্মান আর আফ্রিকানের সাথে ভ্রমণ করলে এরকম একটা ঝগড়া হওয়া কি সম্ভব ছিল? ইউনিভার্সাল একটা ভাষা আছে ইশারা ভাষা - যা দিয়ে প্রায় সবকিছুই বুঝানো যায়। আমি চাইনিজের অও বুঝিনা। যার সাথে কাজ করেছি, সে আবার ইংলিশও বুঝতো না। আমাদের কাজ করতে তো কোন অসুবিধা হয়নি।


ধন্যবাদ বিটপি বিষয়টি পয়েন্ট আউট করার জন্য।
এই ঘটনা থেকে আরও বুঝা যায়, শুধু "আঙ্গুর" শব্দটি ছাড়া অন্য সব কথাই তারা একে অপরেরটা বুঝতে পারছিলো। এ কারণে ক্ষুধা লেগেছে এটা বুঝাতে পেরেছিলো। নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি তুঙ্গে উঠাতে পেরেছিলো। অভূতপূর্ব ঘটনা।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো পড়লাম।

২৩ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


পড়ার জন্যে ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.