নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজে রাশিয়াপন্থী ইউক্রেনিয়ান বিদ্রোহীরাই মিসাইল মেরেছিলো

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:০২



রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। এই আক্রমণে শান্তিকামী মানুষদের পাওয়ার কিছুই নেই। শুনলে চমকে যাবে অনেকেই, ২০১৪ সালের ১৭ জুলাই মালয়েশিয়ার যে যাত্রীবাহী MH17 উড়োজাহাজকে মিসাইল মেরে ধ্বংস করে দেওয়া হয়েছিলো, তার জন্যে রাশিয়ার সমর্থিত ইউক্রেনের বিদ্রোহীরাই দায়ী। এমনই, দাবী করেছেন হল্যান্ডের তদন্তকারী দল।

মালয়েশিয়ার যে বোয়িং ৭৭৭ বিমানটিতে যে মিসাইল ছোড়া হয়, তা ছিলো রাশিয়ার তৈরী। এই হামলায় ২৯৮-জন নিরপরাধ মানুষ মারা যান। পরবর্তীতে, ২০১৯ সালে, হল্যান্ডের তদন্তকারীরা তিন জন রাশিয়ান এবং ১-জন ইউক্রেনিয়ানকে এই হামলার জন্যে দায়ী করেন।
এই নিয়ে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস-এ মামলা চলছে।

বাংলাদেশের বর্তমান উন্নয়নের অংশীদার রাশিয়া। রুপপুর পারমানবিক এলাকা এখন একটি মিনি রাশিয়া। তবু, শান্তিকামী মানুষদের জন্যে রাশিয়ার এই হামলায় আশ্বাস পাওয়ার মতো কিছুই নেই।


সূত্রঃ

১) MH17 Ukraine plane crash: What we know, বিবিসি
২) Nearly 6 Years After MH17 Was Shot Down, Dutch Prosecutors Say They Will Sue Russia, এন,পি,আর
৩) Malaysia Airlines Flight 17, উইকিপিডিয়া
৪) Flight MH17 crashed six years ago. ওয়াশিংটন পোস্ট
৫) Multiple sightings of missile launcher before MH17 shot down, court told, দ্যা গার্ডিয়ান


মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১

সোনাগাজী বলেছেন:


পুটিন ভদ্র, নম্র রাশিয়ান জাতিকে দুষ্ট জাতিতে পরিণত করেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এক হাতে মনে হয় তালি বাজে না!

ধন্যবাদ নিরন্তর।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩১

শাহ আজিজ বলেছেন: কি সাংঘাতিক । রাশিয়াই এই কাজ করেছে । চীন সাগরে কে করেছিল জানা আছে ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইন্দোনেশিয়ারটা? এখন পর্যন্ত সাগরের নিচে চাপা পড়া ব্ল্যাক বক্সটি উদ্ধার করা যায়নি। এতোটুকুই জানি। তবে, ইন্দোনেশিয়ার যে উড়োজাহাজটি ছিলো, তাতে ত্রুটি থাকতে পারে বলে ধারণা করা হয়।

আপনার আরও কিছু জানা থাকলে আশা করি জানাবেন।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫৩

খায়রুল আহসান বলেছেন: বেশ চমকপ্রদ তথ্য। এ তথ্য জানার পর মালয়েশিয়া সরকার কী করেছে? বাদ বাকি বিশ্বেরই বা প্রতিক্রিয়া কী?

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


খুব ইন্টেরেস্টিং প্রশ্ন। আগে ভেবে দেখিনি যে মালয়েশিয়া সরকার কি ভাবছেন। একটু রিসার্চ করে পেলাম, তাঁরা ১৯১৮ সালে একটি রিপোর্ট প্রকাশ করেন যাতে উড়োজাহাজে কোন ত্রুটি ছিলো না বলে উল্লেখ করা হয়।

তবে, প্রধান তদন্তকারী কর্মকর্তা Kok এই বলে শেষ করেন যে- “We are not ruling out any possibility. We’re just saying that no matter what we do, we cannot exclude the possibility of a third person or third party for unlawful interference.”

এই রিপোর্টটি পড়লে অনেক কিছু জানা যায়- Click This Link

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: গর্ত খুড়ে সাপ বের করে এনেছেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চেষ্টা করেছি আসল তথ্যটি বের করতে।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.