নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আপনি কি জব খুঁজছেন?

০৩ রা মার্চ, ২০২২ রাত ১:৪৭



ব্লগার সোনাগাজীর অনুরোধের জবাবে এই পোষ্ট দিচ্ছি। আমার যুক্তরাজ্যের এক ক্লায়েন্টের জন্যে, ১০-১৫ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন যারা ইমিডিয়েটলি জয়েন করতে পারবেন। তাঁদের প্রোফাইলটা অনেকটা এরকম হতে হবে-

Full-Time Remote job. (BD Team)

1. Mid Level Front End Developer
2. Senior Backend Software Engineer
3. Senior Front End Developer
4. Mid Level Backend Software Engineer

Core Skills: ReactJS, Ruby on Rails and NodeJS, React Native
Salary: 200k to 280k BDT
Good in English

Send your Resume/CV: [email protected]
One Year Contract. (contract renewable)

Process Of Interview:

1. 30 minute chat with our Talent team
2. 1 hour technical interview with our Engineering team
3. Final interviews with CTO and HR

ধন্যবাদ নিরন্তর।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০২২ রাত ২:৪৯

সোনাগাজী বলেছেন:



আমি যার চাকুরীর জন্য অনুরোধ করছি, উনি কম্প্যুটিং'এর লোক নন; উনার পড়ালেখা বিবিএ, এমবিএ; উনি বেশীরভাগ সময় শিক্ষকতা করেছেন। মনে হয়, সম্প্রতি বছর খানেক ঢাকায় ১টি কোম্পানীতে ম্যানেজমেন্টের কাজ করেছেন। এখন যেকোন ধরণের কাজ হলেই চলবে।

০৩ রা মার্চ, ২০২২ রাত ২:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




আমি ভেবেছিলাম কম্পুটিং! আমার ফার্মটাও তা-ই!

আমার কাছে এই বিষয়ের উপরে ভালো জব আছে।

ধন্যবাদ নিরন্তর।

২| ০৩ রা মার্চ, ২০২২ রাত ২:৫৮

সোনাগাজী বলেছেন:



উনাকে আপনার কাজেও নিতে পারেন; আপনার কোন একটা প্রজেক্টে কাজে লাগাতে পারেন; উনি একটিভ ব্লগার।

০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঠিক আছে, চেষ্টা করে দেখবো। উনাকে রিজুমে ড্রপ করতে বলুন। সামু'র রেফারেন্স-সহ।

ধন্যবাদ নিরন্তর।

০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সামু'র রেফারেন্স মানে, ইমেইলে লিখলেই হবে তিনি সামু'র ব্লগার।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০৩ রা মার্চ, ২০২২ রাত ২:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:

আপনার সাথে ব্লগ ছাড়াও যোগাযোগের কোনো মাধ্যম আছে?

০৩ রা মার্চ, ২০২২ রাত ৩:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এই পোস্টে একটি ইমেইল আইডি দেওয়া আছে।

শুভেচ্ছা।

৪| ০৩ রা মার্চ, ২০২২ ভোর ৪:২৭

বিষন্ন পথিক বলেছেন: ২ লাখ টাকা বেতনের জব পোষ্ট দিসেন সেখানেও ভুল

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভুলটা ধরিয়ে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ!

আর, কোন ভুল চোখে পড়েছে?

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৩ রা মার্চ, ২০২২ সকাল ৮:৩০

সাসুম বলেছেন: আপনার বই এর পোস্টে কোন কমেন্ট করিনাই , আপনি মন খ্রাপ করবেন তাই।

এই পোস্টে করছি।

আপনি এত বড় একটা পোস্ট লিখলেন, এত সুন্দর একটা বিজ্ঞাপন দিলেন কিন্তু আপনার জি মেইল আইডি দিয়ে সিভি দিতে বলছেন, আপনার কি মনে হয় ২ লাখ টাকার অধিক বেতনের জবের জন্য কোন হাই কোয়ালিটি ব্লগার যার এত এত যোগ্যতা আছে সে জি মেইল আইডিতে নিজের সিভি পাঠাবে ?

জব রিক্রুটমেন্ট ও জব হান্টিং নিয়ে বই লিখেছেন, এত এত বুদ্ধি দিয়েছেন, অথচ এটা জানেন না নন ইন্সটিটিউশনাল ইমেল আইডি হল সিভি সেন্ড না করার অন্যতম প্রধান রিজন!

দেশে টেকনিকাল টেলেন্ট এর ভয়াবহ সংকট, আপনার কি মনে হয় একজন হাই টেক টেলেন্ট আপনার এই পাব্লিক ডোমেইনে সিভি দিবে জবের জন্য???

আর

কন্ট্রাক্ট হল কোন এক বিষয়ে চুক্তি, যেমনঃ বিয়ে, জব, ব্যবসা বা অন্য কিছু

কন্টাক্ট হল যোগাযোগ করা কিংবা আজকাল ফোনে কারো নাম এবং নাম্বার সেভ রাখার একটা অপ্সন মাত্র।

বানান ভুল করলে কেম্নে হবে???

০৩ রা মার্চ, ২০২২ সকাল ১০:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেইট নাইট ব্লগিং করার ফল। চোখে পড়ে নাই।

অনেক অনেক ধন্যবাদ।

বাই দ্যা রাস্তা, বইয়ে কি ভুল ছিলো! যদিও আমার কিছু করার নেই। ছোট হাতের job বানান লেখা বুঝি একটি আর্ট।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.